জানে, নগরী এখনো, ওঠে
নাই স্বপ্ন ছেড়ে।
সুন্দরের আস্বাদ
চকচকে চোখে খেলছে, নগরের
মুখে। গত্যন্ত হাসি লেগে রয়
মেকি অন্তরের
সুস্পষ্ট শীতে। তাকে কি আর পায়
মিথ্যের এ-শহরদ্বীপ?
এইখানে নম্র প্রার্থনার বিলয়
ঘটায়েছে মাত্র
কবছরের শীত; নিজে আগে
ছোঁয় সফলতার ভিত
তাতে সুনিশ্চিত কোমলের মৃত্যু?
কীইবা আসে যায়?
এ শহর, কঠিন বড়ো, মায়াময় রূপ
চারপাশে শুধুই
দৌড়ের টান। কী আর
করা বলো, বাঁচাই তো বিধান!
তবু, ফিরিবার
ঝুঁকি, আর একবার
নেয়া তো যায়, নাকি?
মন্তব্য
ভাল লাগল বস।
অনেক দিন পর লেখা দিলেন----আরো আসতে থাকুক
আসিবেক আসিবেক।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
যায় যায় ।
আবারো ব্লগানো শুরু করুন
পেজ ভরিয়ে ফেলুন লেখায় লেখায় ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
প্রণোদিত হইলাম
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমিও...
আপনার প্রণোদিত হয়ে দেশে ফিরে আসবেন। আমি প্রণোদিত হয়ে কোথায় যাবো? গ্রাম ছাড়া আর জায়গা নাই। কিন্তু গ্রামে আমার খাবার নাই।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
'!' -এই টার কিন্তু অনেক মানে। আমরা এ বাঁচা বাঁচতে চাই না।
"কেন আমায় এমন করে শাস্তি দিলে........."
/ছোট মানুষ
ধরে নেন আজ থেকে আমার কবিতা না-লিখলেও চলবে। কারণ এই "!" (আশ্চর্যবোধক) তার মানে নিয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াতে পেরেছে। এই সামান্য চিহ্নের বারতা এইভাবে আপনি ধরতে পেরেছেন বলে আপনাকে স্যালুট।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
দারুন !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হুম, যায় বোধ হচ্ছে।
ভালো লাগলো।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন