তোমাকে রিসিভ করি দুই-একটা প্রতিরক্ষার আড়ালে
কারণ আমি একুশের শেষ সতর্ক আধুনিক মানুষ
চৌকষ প্রতারণায় কল্পনাতীত প্রেম হইছে আমার পাওয়া
এখন তুমি যেখান থেকেই আসো আর হাসো যাকে দেখেই
পুরনো আমার সরলতা অভ্যর্থনার লাল গালিচায় ঢাকছি
তোমাকে তিলতিল হত্যা করি গুলিস্তানের ফকিরমতো ধূর্ত
তবু
দশ সেকেন্ড পর তোমাকে মনে পড়ে আর
দশ পর মনে পড়ে কারো-না-কারো মা
মাঝখানে বিজ্ঞান মেনে জীবন তোমাদের শীতল
সম্পর্কের তলায় বরফে পড়ে থাকে চাপা-
যে-শীতলতা ৪ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো যার নিচে
জীবন নিজের ব্যবস্থা নিজে না করে পারে না কিছুতেই
যেখানে জীবন লুকিয়ে ঘোরে বরফচাপা মাছের মতো
জীবন যদি না মানতো নিজে ওই পানির মতো ধর্ম
তবে আত্মহত্যার শর্তটা ঠিক এই জীবনে যেতো জানা
এখন জীবন না জেনেই বিজ্ঞান মানে, তাই প্রতীক্ষায়
তোমাকে রিসিভ করি দুয়েকটা প্রতিরক্ষার আড়ালে
মন্তব্য
- প্রেমের কোবতে? মাইনাস পলাশ'দাকে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কেন? আমার প্রেম করা নিষেধ?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
- হেহ হেহ হেহ
না নিষেধ না, গুরুতর অপরাধ! প্রেম খাইলে পেটের অসুখ হয়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ্যাঁ, হ্যাঁ, ধুগো দাদা যা-যা বলে তা-ই!
ধুগো কি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলে?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
প্রেম এমন জিনিস যার ব্যাপারে সব কথাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উৎসারিত। সে-জন্যই আর কবিতার গভীরে গেলাম না।
তাইলে অন্যের লেখা প্রেমের কবিতা আমরা পড়ি ক্যানো!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
চোথাবাজি করতে
- প্রেম হইলো একটা সিসটেম লস। আর প্রেমের কোবতে হইলো তাহার বাইপ্রোডাক্ট, মানে এইটা আরো বেশি সিসটেম লস! - জনৈক মণীষী বলে গেছেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন