তোমরা বৃষ্টিতে হাত ধ’রে ঘোরো

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: মঙ্গল, ১০/০২/২০০৯ - ৮:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমরা বৃষ্টিতে হাত ধ’রে ঘোরো
প্রেমের জ্ঞাতসারে।
তোমাদের আকর্ষ
বাড়িয়ে দেয় আমাদের দ্বিধা-দুঃখ

অসহ বন্ধনের আনন্দে
গায়ে-পড়া-বৃষ্টিকে
তোমাদের আজ
মনে হইতেছে বাতাস-
যেখানে সীসা নাই মেশানো
ডুব দিয়ে শ্বাস নেয়া সহজ
প্রেমবিদীর্ণ দুর্ধষ অধিকারে

এখন তোমাদের প্রেম
পার হয়ে যেতে-যেতে আমরা
কী ভাবতেছি বলো তো?

প্রেম, বীর এক ক্যাপ্টেনকে হারায়ে
আমরা পৃথিবীর শেষ প্রান্তে;
খুঁজতেছি তারে

দুইপাশে মানুষের স্রোত-
মৃত ও নিহত;

আহা প্রেম, তোমাকে বৃষ্টিতে
যদি হাতে ধ’রে রাখা যেতো


মন্তব্য

অম্লান অভি এর ছবি

পলাশ দত্ত লিখেছেন:

আহা প্রেম, তোমাকে বৃষ্টিতে
যদি হাতে ধ’রে রাখা যেতো

গোপনে দেখতে গিয়ে
আপন ঐশ্বর্য
তোমারও মন ভেঙে গেছে

গোপন সত্যের আঘাতে

এক দ্বান্দিক মিলনের অতৃপ্ত উচ্ছ্বাস, অনাহুত ভবিষ্যৎকে প্রাজ্ঞের চোখে দেখা। খেলাচ্ছলে এই ব্লগেই তৈরী হোক আপনার কালজয়ী কবিতা ও কবিতার স্বপ্ন। .............

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

পলাশ দত্ত এর ছবি

বিশ্বাস করেন, আমি খেলাচ্ছলে খেলি না। ঐকান্তিকভাবে খেলি!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

কারুবাসনা এর ছবি

ওফ, ফুল রবি, রবি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

পলাশ দত্ত এর ছবি

রবিদাকে মনে পড়ে যাচ্ছে?!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

রানা মেহের এর ছবি

ইয়ে
বুদ্ধদেবের কবিতা নয়তো কোনভাবে খাইছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

পলাশ দত্ত এর ছবি

হুঁ, বুঝছি এতো বেশি বুদ্ধদেব বুদ্ধদেব করা ঠিক হয় নাই।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।