বিডিআর-র এই বিস্ফোরণের পেছনে কিছু আছে কি-না তা নিয়ে বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর কোনো মাথাব্যথা নেই। শুধু দৈনিক ইত্তেফাক আজ একটি এক কলাম সংবাদ ছেপেছে এই নিয়ে। তাও খুব সংক্ষিপ্ত। আপনার একটু ভাববেন? বিকল্প সম্ভাবনাগুলো আমাদের ভেবে দ্যাখা দরকার। বিডিআর-র এর বিস্ফোরণ কি আসলেই একটা স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক বিস্ফোরণ???
ইত্তেফাক-র খবরের লিঙ্ক : http://www.ittefaq.com/content/2009/02/26/news0883.htm
ঘটনাপুঞ্জ এক
জানুয়ারি
বাংলাদেশ সরকার বললো, ‘ক্রসফায়ারসহ’ সব বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করা হবে।
জানুয়ারি/ফেব্রুয়ারি
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল জলিল ডিজিএফআই-র সমালোচনা করলেন।
জানুয়ারি/ফেব্রুয়ারি
ডিজিএফআই-র সমালোচনা করলেন রাশেদ খান মেনন। ...
ঘটনাপুঞ্জ দুই
গতবছরের প্রবাহ ধরে যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার হলো দেশ। সরকারও বললো যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। প্রথম-প্রথম কেউ বিশ্বাস করলো না এ-কথা। তারপর একপর্যায়ে যুদ্ধাপরাধীদের বিচারে জাতিসংঘের সাহায্য চাইলো সরকার।
জানুয়ারি
বাংলাদেশে এলেন পাকিস্তানের রাষ্ট্রপতির বিশেষ দূত জিয়া ইস্পাহানি। তিনি বললেন, যুদ্ধাপরাধীদের বিচারের সময় এখন নয়।
এদিকে, ভোটের রাজনীতির হিসেবে জামায়াতে ইসলামীর পিঠ ঠেকে গেছে দেয়ালে। ...
মন্তব্য
গোপন এজেন্ডার কোন তদন্ত বাঙলাদেশে হয়েছে আগে কখনও? সেনাবাহিনীতে আসলেই কী হয়, তারা কতটা দুর্নীতিগ্রস্ত এসবের হিসাব বা সেনা অফিসারদেরকে সরকারের অধীন জবাবদিহিতার কোন খবর আমরা জানি কি? সবসময়ই সেনাবাহিনীর বিপথগামী, বিদ্রোহী বা মহান কোন অফিসার অঘটন ঘটিয়ে যাবেন। কারণ তাদের কাছে আছে সুশৃঙ্ক্ষলভাবে ব্যবহারযোগ্য মারণাস্ত্র। মানুষ সেখানে অসহায়।
ঘটনার পেছনে যত মন্ত্রই থাকুক, আপাত দৃষ্টে মনে হচ্ছে বিডিআর এর ডিজির দায় এখানে সবচেয়ে বেশি যদিও আমরা জানিনা তিনি বেঁচে আছেন কি না।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
বিডিআর-এর ডিজির দুর্নীতির বিষযটি মোটামুটি সর্ববিদিত। বিডিআর সদরের ঘটনাটি এ কারণেই তাকে কেন্দ্র করে ঘটিয়ে দেয়ার একটা প্রচার চলছে। কিন্তু শুধু বখরার জন্য এভাবে দরবার হলে গণহত্যা করার মতো অস্ত্রনির্ভর সাহস জওয়ানের পাওয়ার কথা নয়। মনে করুন লে.কর্নেল গুলজারের কথা; তারপর মনে করুন বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে বেশি পরিমাণে কোন্ মতাদর্শিক মানুষ আছে।
জামাতকে এই দৃশ্যপটের বাইরে রাখা একেবারেই ঠিক হচ্ছে না- কেন জানি শুধু এই কথাটাই মনে হচ্ছে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পলাশ দা, আমি বলতে চেয়েছি ডিজি প্রধান কর্মকর্তা হিসেবে এক্ষেত্রে সবদিক দিয়েই ব্যর্থ হয়েছেন। তার দুর্নীতি একটা মাত্র নিয়ামক। অন্য কোন নিয়ামক থাকলেও ডিজি হিসেবে তার দায়-দায়িত্বকে ইঙ্গিত করেছি আমি। অবশ্যই দেশের মানুষ এর পিছনের শক্তিগুলোর ব্যাপারে খোলাখোলি জানতে আগ্রহী; কিন্তু আমরা শেষ পর্যন্ত কিছু জানতে পারব কি?
___________________
সহজ কথা যায়না বলা সহজে
মনে হয় না জানা যাবে, যদি না প্রচারমাধ্যম সোচ্চার হয়। আমাদের শ্রেষ্ঠ দৈনিক প্রথম আলোর কাণ্ড তো দেখলেন আজ। কাল কী ঘটেছে তার বর্ণনা দিয়েই খালাস!
একজন মাত্র ব্যক্তির কাজের প্রতিবাদের এতো বড়ো ঘটনা যাত্রা শুরু করতে পারে বলে মনে হয় না। আপনি দেখেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত জামায়াতে ইসলামির কোনো মন্তব্য নেই!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ডিজি'র দুর্নীতির ইস্যুটিকে মাথায় রেখে আগে থেকেই এরকম একটা ম্যাসাকারের ছক কাটা হয়েছিল হয়তো। এতে যে অন্য কোন অপশক্তির ইন্দন রয়েছে তা উড়িয়ে দেয়ার কোন উপায় তো দেখছি না !
এইমাত্র এনটিভির নিউজে বলা হলো যে সদরদপ্তর থেকে আরো নয়টি লাশ পাওয়া গেছে, যার মধ্যে একজন বিডিআর কর্মকর্তা, একটি বার বছরের মেয়ে এবং সাতজন বিডিআর জওয়ান। বিডিআর জওয়ানের লাশ থেকেই সন্দেহ ঘনীভূত হচ্ছে যে ওখানে হয়তো গ্রুপিং ছিলো। কেউ বিদ্রোহের পক্ষে, কেউ বিপক্ষে। যদিও তা একান্তই আমার ধারণা। তবু এটাতে মনে হচ্ছে যে, যেসব অভিযোগ বিডিআর জওয়ানদের পক্ষ থেকে বলা হচ্ছিল তা উপর উপর কোন ঘটনা হলেও এর ভেতরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হয়তো রয়ে গেছে, যা অন্য ইঙ্গিতই বহন করে। এ ইঙ্গিত সত্য হলে বিডিআর জওয়ানের আরো লাশ হয়তো পাওয়া যাবে....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
* সেনা কর্মকর্তাদের হাতে অস্ত্র ছিল না।
* বিডিআর-এর জওয়ানদের হাতেও অস্ত্র থাকার কথা না।
* অস্ত্র পেলেও গোলাবারুদ পাওয়ার কথা না, ওগুলো আরেক জায়গায় থাকে।
* দাবি আদায়ের জন্য বিস্ফোরণ এক জিনিস, আর নির্বিচার হত্যা আরেক। দাবি আদায়ের কোন ইচ্ছা ছিল বলে মনে হয় না।
* ভেতরে বিদেশী কেন?
* বাকি দেশে কীভাবে অভিন্ন গুজব কাছাকাছি সময়ে ছড়ানো হল?
অনেক রকম প্রশ্নের উত্তর দরকার।
* ভেতরে বিদেশী কেন?
ভেতরে বিদেশী কারা?
___________________
সহজ কথা যায়না বলা সহজে
দ্য এডিটরে ভেতর থেকে দুই চাইনিজকে গ্রেফতারের কথা লিখেছে। সত্য-মিথ্যা জানা দরকার। কেন তারা সেখানে ছিল, সেটি জানা দরকার। সেই সাথে খেয়াল রাখা দরকার এদিকে মনোযোগ সরে গেলে আড়ালে কী করা হচ্ছে তার উপর।
ভাই, যুদ্ধপরাধীদের বিচারের দাবিটা খিয়াল কইরা...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
পরিস্থিতি আর প্রাপ্ত তথ্য বিচারে ব্যাপারটাকে আর কেবল দাবি আদায়ে জওয়ানদের বিদ্রোহ বলে ভাবতে পারছিনা - পেছনে অন্য কিছুর প্রভাব আছে বলেই মনে হচ্ছে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
খুব সম্ভব জানতে চাইছেন লে. কর্নেল গুলজারের মত সৎ সেনা কর্মকর্তার অনুপস্থিতি যাঁরা পূরণ করবেন, তাঁরা তাঁর (গুলজার) মত মানসম্মত, সৎ, ও দেশাত্মবোধক কীনা; ভাল, মেধাবী অফিসারদের সরিয়ে দিয়ে কারও লাভ হয়েছে কীনা, ইত্যাদি।
তেমন কিছু বোঝাতে চাইনি। শায়খ আব্দুর রহমানকে ধরার যে-অভিযানটি হয়েছিলো সেটির নেতৃত্বে ছিলেন কর্নেল গুলজার। এখন তিনি নেই। আর বাংলাদেশ সেনাবাহিনীতে যথেষ্ট পরিমাণ জায়গা জামায়াতে ইসলামী সমর্থক সেনাসদস্যরা দখল করে আছেন। এই তো।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
দুঃখিত ভু্লটা আমারই। কথাটা আমি বিপরিত অ্থে ধরে নিয়েছিলাম। এক বড় ভাইর সূত্রে লে.কর্নেল গুলজারের অনেক সুনাম শুনেছিলাম তাই আনার কথায় এ্কটু খটকা লেগেছিল।
নতুন মন্তব্য করুন