খালেদার খেলাধুলা শুরু

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: মঙ্গল, ০৩/০৩/২০০৯ - ৯:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

খবরটি পড়তে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তার দলের পক্ষে খেলাধুলা শুরু করেছেন। পিলখানা ট্র্যাজেডির মতো এতো বড়ো একটা ঘটনার পর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া যায়? কোনো বিবেকবান ‌'রাজনীতিক'ই তা দিতে পারেন না! কাজেই খালেদা তার বিবেকের তাড়নায় প্রয়োজনীয় সত্যভাষণ শুরু করেছেন। শুরুটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

অপেক্ষা করছিলাম। আশা ছিলো তিনি ফেব্রুয়ারির ২৭ তারিখেই এরকম কথা বলতে শুরু করবেন বিবেকের তাড়নায়। দেরিতে হলেও তার বিবেক জেগেছে। আশাকরি দেশ এবার রক্ষা পাবে। সেনাবাহিনীকে ক্ষমতায় আনার বা বিদেশি শক্তি দিয়ে দেশ রক্ষার মতো ঘটনা ঘটানোর ব্যবস্থা তিনি করতে পারবেন।
আমেন।।


মন্তব্য

সবজান্তা এর ছবি

কোন কোন মানুষের ভেতর দিয়ে আস্তা বাঁশ ঢুকে গেলেও সে ক্ষান্ত দেয় না, তিনি এ'টাই প্রমাণ করলেন।


অলমিতি বিস্তারেণ

সুমন চৌধুরী এর ছবি
সুমন চৌধুরী এর ছবি

লিঙ্ক মেরামত করা হৈল।



অজ্ঞাতবাস

পলাশ দত্ত এর ছবি

এই মেরামতটা একটু শিখায়ে দিয়েন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সবজান্তা এর ছবি

আচ্ছা আমি একটু নাক গলাই...

ধরেন আপনি একটা লিঙ্ক দিতে চান। আপনি শুরুতে লিখলেন, "এই হচ্ছে খবরের লিঙ্ক", তারপর সে'টা পুরোটা সিলেক্ট করলেন, এইভাবেঃ

এরপর Link লেখা বাটনে ক্লিক করুন, এভাবেঃ

এরপর এই বক্সে লিঙ্কটা লিখে দিন, (যেমন ধরেন, http://www.bdnwes24.com), এভাবেঃ

এইবার OK চাপুন।

হয়ে গিয়েছে।


অলমিতি বিস্তারেণ

ইশতিয়াক রউফ এর ছবি

উনারে উনার মত থাকতে দেন। নিরপেক্ষ মন্তব্য দিচ্ছেন, দিতে থাকুন তিনি। জানেনই তো উনার সংজ্ঞায় কে নিরপেক্ষ। চোখ টিপি

বিপ্রতীপ এর ছবি

বিম্পি'র প্রথমদিনের মতামতে ভেবেছিলাম জামাত ঘাড় থেকে না নামালেও তাদের মতিগতি কিছুটা ফিরেছে...কিন্তু কিয়ের কি... ম্যাডাম আবার ফর্মে ফিরেছেন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

রানা মেহের এর ছবি

খালেদার খেলাধুলা
হাহাহাহাহা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সাধু এর ছবি

উনার কথাবার্তায় দুষন দেখা যাচ্ছে । উনার পিউরিফিকেশন খুবই জরুরী হয়ে পড়েছে, অন্তত ধর্ম রখ্খার জন্য ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।