ও শিশু, চোখ মেলতেই অবিরাম
না-জেনে না-বুঝে তুমি
বুকের ভেতরে টেনে চলেছো
এই দুনিয়ার বাতাস
বাতাসের যা জান, তাকেই যদি
ছোঁয়ালে আগুনের লুকানো প্রাণে
ধুয়ে মুছে দেয় তোমার তৃষা-
নাম জেনে চিনে নিলে পানি
সূর্যচুমু ভালোবেসে ওই পানিই আবার
ভাসতেছে আকাশে-
মেঘ হয়ে চোখেরই সীমায়
অথচ যোজন যোজন দূরে
শিশু হে,
বুকের ভেতরে টেনে নেয়ার বাতাস
কেমন তোমার থেকে দূরে যায়
মুক্ত-আকাশেÑ শুধু চোখের সীমায়
আর তুমি কিনা না-জেনে না-বুঝে
এক ক’রে ফেলতেছো
জীবন বাতাস আকাশ
ও শিশু,
তোমার এই জীবনমুক্তির বিশ্লেষণ
আমাদের কারো-কারো জরুরি দরকার!
=======================================
সচলায়তনে একটি সমস্যা আছে। সেটি হলো কবিতার পংক্তি ঠিক মতো বিন্যস্ত করা যায় না। সব পংক্তি বাম দিকে মার্জিন হয়ে থাকে। এর কোনো সমাধান আছে।
মন্তব্য
কবিতাটি ভাল লাগল। শুভেচ্ছা কবিকে।
কবি শুভেচ্ছা নিলেন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
মাঝে মাঝে পলাশ দত্ত কোথায় যেন হারিয়ে যান।
এই কবিতায় পলাশ দত্তকে খোঁজে পেলাম।
অভিনন্দন কবি
'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর
'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর
বিষয়টা হয়তো আসলে এইরকম যে গৌরীশ রায়ের পলাশ দত্ত কোথায় হারিয়ে যান।
তবু তো মাঝে মাঝে ফিরে আসেন গৌরীশ রায়ের পলাশ দত্ত।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
রসসিক্ত বাক্যই কবিতা।
এর আগেও আপনাকে দিয়েছিলাম লিংকটা। দেখেননি মনে হয়।
এখানে গেলেই ফর্মেটিং এর নিয়ম পাবেন।
সচলের বাম পাশের কলামে সাহায্য বলে একটা বাটন আছে, সেখানে সময় করে একবার দেখে নেবেন। এরকম সাধারণ অনেক সমস্যারই সমাধান সেখানে দেয়া আছে।
ভালো থাকবেন। শুভ ব্লগিং।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনার সুপরামর্শের জন্য ধন্যবাদ।
তবে ওইখানে যে-ফর্ম্যাটিং কেৌশল দেয়া আছে সে-অনুযায়ী শুধু রাইট/লেফ্ট/সেন্টার এ্যালাইনমেন্ট করা যায়। আমি চাই কোনো কোনো পংক্তিকে সামান্য ডানে চাপাতে। কোনোটিকে আরো ডানে ... এই তো।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন