গ্রুপ

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: মঙ্গল, ৩১/০৩/২০০৯ - ১০:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গ্রুপ। অর্থাৎ দল। বাস্তব জগতে দল তৈরি, দলে লোক টেনে আনা কঠিন। সময় লাগে। কথা খরচ করতে হয়। মুখোমুখি হতে হয় যাকে দলে আনতে চাই তার।

কিন্তু আন্তর্জালের যুগে দল তৈরি করা সহজ হয়েছে। ইচ্ছে করলেই একটা ভার্চ্যুয়াল দল তৈরি করা যায়। নিজের যেকোনো আগ্রহের বিষয়ে দল। কোনো ইস্যুকে গুরুত্বপূর্ণ মনে হলে সেটার প্রচার প্রসারের জন্য দল।

দল করে পরিচিতদের আমন্ত্রণ দেয়া যায় দলে যোগ দেয়ার জন্য। পরিচিতরা দলে যোগ দেনও।

কিন্তু এইসব দলের কার্যকারিতা কী? ভার্চ্যুয়াল জগতে মত বিনিময় করে চলা? ভার্চ্যুয়াল জগতে সমমনাদের এক হওয়া? ভার্চ্যুয়াল জগতে আড্ডা দেয়া?

একটি মানুষ একের পর এক দলে যোগ দেয়ার আমন্ত্রণ পান। তিনি একের পর এক দলে যোগ দিলেন না। তখন তাকে যারা আমন্ত্রণ পাঠায় তারা কি অবন্ধু মনে করে?

তিনি একের পর এক দলে যোগ দিলেন। একটি মানুষ দশটি দলে যোগ দিলো।

এই সমস্ত দলে যোগ দিয়ে কী করেন তিনি? কী করবেন তিনি?


মন্তব্য

সবুজ বাঘ এর ছবি

পিথিমিতে মাইনষের কাম কি?

নজমুল আলবাব এর ছবি

আপনে ইন্টারনেট থেকে কিছুদিন দুরে থাকুন জনাব। আর কিছু না পারেন ফেইসবুক থেকে দুরে থাকুন। কারণ আপনি ক্রমেই নেটাক্রান্ত হয়ে পড়ছেন। গেট ওয়েল সুন ইয়ার...

ভুল সময়ের মর্মাহত বাউল

পলাশ দত্ত (নট-লগড-ইন) এর ছবি

আমি কোনো গ্রুপে যোগ দেইনি জনাব। হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

আমিও আক্রান্ত। গ্রুপসাগরে ভেসে যেতে যেতে কিছুদিন আগে এক ধার থেকে সব রিমুভ করেছি। জীবনটাই শালার ভার্চুয়াল হয়ে যাচ্ছে। (পোয়েটিং প্রোফ্যানিটি) মন খারাপ

রানা মেহের এর ছবি

পলাশ দার কি হলো?
কোন একটা গ্রুপ থেকে আমন্ত্রন আসেনি? চোখ টিপি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অম্লান অভি এর ছবি

আমি আপনার অলিখিত কবিতা দলের সদস্য হলাম! অজানা যত প্রশ্ন তার উত্তর অবশ্যই প্রশ্নকারী জানা! বিষন্ন দিন হয়তো কখনো হয় রঙিন-তবু বিষন্ন দিন নয় আসন্ন শুভ দিনের প্রত্যাশায় দল গড়ি অথবা করি।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

পলাশ দত্ত এর ছবি

ফেসবুকের সমস্ত গ্রুপ থেকে বিদায় নিছি। হাসি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।