কেন?

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শুক্র, ০৮/০৫/২০০৯ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা যারা নিজেদের রাজনৈতিকভাবে সচেতন মনে করি তারা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করি না কেন?

রাজনীতিকদের নানা সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, মত-অমত দিই। রাজনীতিবিদের কী করা উচিত তার পরামর্শ দিই। কিন্তু আমরা নিজেরা রাজনীতিতে নামি না কেন?

আমরা একজোট নই বলেই কি রাজনীতিতে নামতে পারি না?

রাজনীতি করতে হলে তাহলে সংগঠিত করার, ও হওয়ার, যোগ্যতাও একটা ব্যাপার?

এবং সেই যোগ্যতাটিই কি আমাদের রাজনীতি-সচেতন মধ্যবিত্ত মানুষগুলোর নেই???


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

"আমরা"র মধ্যে নিশ্চয় আপনি (পলাশ দত্ত)ও আছেন...
আপনার কী মনে হয়?

পলাশ দত্ত এর ছবি

"আমরা"র মধ্যে নিশ্চয় আপনি (পলাশ দত্ত)ও আছেন...
এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নাই।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা। পলাশ দত্ত আছেন কিনা সেটা নিয়ে জানতে চাইনি তো। পলাশ দত্ত আছেন ধারণা করেই, পোস্টে উত্থাপিত বিষয়ে তাঁর কী মনে হয় তা জানতে চেয়েছি হাসি

পলাশ দত্ত এর ছবি

সেটা যে জানতে চান নাই সেটা বুঝতে পারছি কম্পিউটার বন্ধ করে ঘুমাতে যাওয়ার পর হাসি উত্থাপিত বিষয়ে মনে হয় আমরা আসলে সুবিধাবাদী বলে রাজনীতিতে যেতে চাই না। কারণ ওইখানে গেলে অনেক কষ্ট ! চোখ টিপি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আচ্ছা।
আমি অবশ্য সুবিধাবাদীতাকে মনে করি না। মনে করি সুবিধা বঞ্চিত হওয়াকে।
মানে, রাজনীতিতে নামার - পারিবারিক/সামাজিক/সাহসিক সুযোগ পাই নাই। নাইলে আমিও দেখিয়ে দিতাম চোখ টিপি

পলাশ দত্ত এর ছবি

ভালোভাবে বেচে থাকার সুযোগের অভাব হলে কিন্তু নামতেন। কোনোরকম উত্সাহ ছাড়াই।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তাহলে মনে হয় সাহস/ইচ্ছাকে টানতে হবে।
বাংলাদেশে 'ভালোভাবে বেঁচে না থাকা' সবাই কি রাজনীতিতে নামে? (ভাবছি)

লুৎফুল আরেফীন এর ছবি

আমি নামছিলাম, আবার পরে উঠে পরছি দেঁতো হাসি
রাজনীতিতে নেমে থাকার অবস্থা বেশীদিন সহ্য করতে পারি নাই।

বাসদ করতাম, বুয়েটে পড়ার সময়।

পলাশ দত্ত এর ছবি

আপনি তো তাও নেমে তারপর উঠছেন। আর আমি নামতে-নামতেই আবার উঠে পড়ছিলাম। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

বন্যরানা এর ছবি

আর আমি নামতে-নামতেই আবার উঠে পড়ছিলাম।

পলাশ ভাই, বেশ অবাক হইলাম। আপনার সম্পর্কে নতুন তথ্য। সত্যি সত্যি কোথাও নামতে গেছিলেন?

পলাশ দত্ত এর ছবি

যদ্দুর মনে পড়ে নামা শুরু করছিলাম ইউনিভার্সিটিতে, ছাত্র ইউনিয়ন নামের খালটায়। ইউনিয়নের খালটা আমার ইউনিতে হয়তো কাটা হইছিলো আগে, কিন্তু মাঝে বুজে ছিলো সেই খাল, দীর্ঘদিন। তো নুতন করে খাল কাটার অভিযানে নামছিলাম। নেমে দেখি উহা প্যাশন নহে, ইউনির ছেলেপিলেদের ফ্যাশন মাত্র। তাই পরবর্তীতে ওইখানে খাল প্রবাহিত হইলেও আমার পা আর ভিজে নাই পানিতে। চোখ টিপি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

বন্যরানা এর ছবি

হুমমম।।। বুঝতে পারছি। সুব্রতরে দেইখা ডরাইছিলেন।

পলাশ দত্ত এর ছবি

ব্যক্তিগত যোগ-পরিচয়ের কথা এইভাবে আলাপে আমি আগ্রহী নই। তাই এটাই শেষ মন্তব্য : খাল কাটার উদ্বোধনী হইছিলো লাইব্রেরি ভবনের এক ঘরে। সেখানে সুব্রত ছিলো না। সব আমার ব্যাচের (এবং দু-চারজন সিনিয়র ছিলো)।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

এনকিদু এর ছবি

এবং সেই যোগ্যতাটিই কি আমাদের রাজনীতি-সচেতন মধ্যবিত্ত মানুষগুলোর নেই???

আমরা মধ্যবিত্ত । সব প্রশ্নের উত্তর সম্ভবত এখানেই ।

অভুক্ত রাখলে বেপরোয়া হয়ে ওঠে । লাফিয়ে এসে কল্লা কামড়ে ধরতে চায় ।
অভুক্ত না রেখে অর্ধভূক্ত রেখে দিলে দূর্বল হয়ে ঝিমায় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানভীর এর ছবি

বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক সচেতনতার তেমন কোন ভূমিকা নেই। রাজনৈতিকভাবে অসচেতন ব্যক্তি, যারা অগাধ কালো টাকার মালিক এবং আরো কালো টাকা বানাতে চান (এবং সাদা করতে চান) এবং মাস্তান বাহিনী/ক্যাডার পুষে পেশিশক্তি প্রদর্শন করেন ও সে মানসিকতা পোষণ করেন তাদেরই এখানে জয়জয়কার। এখানে সচেতনতার কোন ভাত নাই। (যেসব সৎরাজনীতিক তা পারেন না, তাদের পেটেও তাই ভাত নাই)
রাজনৈতিকভাবে সচেতন মধ্যবিত্তও তাই অবস্থা দেখে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকে।

রাজনীতি করতে হলে তাহলে সংগঠিত করার, ও হওয়ার, যোগ্যতাও একটা ব্যাপার?
কোন ব্যাপারই না। টাকা-পয়সা, ক্যাডার বাহিনী নিয়ে ময়দানে নামেন, দুইটা বড় দলের কোন একটার ধামা ধরেন, সংগঠিত করা ও হওয়া তখন ভূতে যোগাবে। বাংলাদেশে তেলাপোকাও পাখি, ডিপজলও পলিটিশিয়ান।

পলাশ দত্ত এর ছবি

বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক সচেতনতার তেমন কোন ভূমিকা নেই। রাজনৈতিকভাবে অসচেতন ব্যক্তি, যারা অগাধ কালো টাকার মালিক এবং আরো কালো টাকা বানাতে চান (এবং সাদা করতে চান) এবং মাস্তান বাহিনী/ক্যাডার পুষে পেশিশক্তি প্রদর্শন করেন ও সে মানসিকতা পোষণ করেন তাদেরই এখানে জয়জয়কার। এখানে সচেতনতার কোন ভাত নাই।

দৃশ্যমান এই বিষয়টিকে অপরবির্তনীয় সত্য বলে মানসিকভাবে বিশ্বাস করে বসে থাকার আমাদের যে-প্রবণতা সেটার ভূমিকাও খুব কম নয় আমাদের রাজনীতিতে না-নামার ক্ষেত্রে।

যে-আমি বা যে-আপনি ধনীর বিরুদ্ধে গরীবের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দুর্নীতির বিরুদ্ধে সুনীতির যুদ্ধ পৃথিবীতে একদিন অবশ্যই সম্ভব বলে মনে করি; তারাই কিন্তু ওপরে বলা বিশ্বাসটিকে অবিশ্বাস করার সাহস রাখি না। এখানেই আমাদের বন্ধ্যাত্ব।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অবাঞ্ছিত এর ছবি

রাজনীতি তো ভাই রাজার নীতি। আমরা সাধারন মানুষ। ভুট দেই।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ইশতিয়াক রউফ এর ছবি

জিএমটি একটা ভাল কথা বলেছিল একবার ইয়াহুতে... "সবাই ইমাম মেহেদী'র জন্য অপেক্ষা করছে"। আমার খুব মনে লেগেছিল কথাটা।

সবুজ বাঘ এর ছবি

আমি কিন্তু ওৎ পাইতা আছি। আফনেরা আইগিয়া আইলেই আফনেগো নগে নাইম্মা যামু।

পলাশ দত্ত এর ছবি

শাপলু ফিরত আইছে ফিরত আইছে ফিরত আইছে হাসি

সমস্যাটা হইলো ওইখানেই আমরা সকলেই অপেক্ষা করে থাকি অন্য কেউ এগিযে আসবে বলে। আমাদের আর নামা হয় না তাই। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আলমগীর এর ছবি

পলাশ পলিটিক্সে নামছে রে, কবিতা লেখার কী হবে?

পলাশ দত্ত এর ছবি

পলিটিক্স কি আর করা হবে। আমি তো শালার সেই মধ্যম মানের (বা তার কাছাকাছির/নিচের) বিত্তসম্পন্ন মানুষ। ওই কী-বোর্ড কাপানো পলিটিক্স ছাড়া গতি নাই। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতিথি লেখক এর ছবি

এ কথা অনেকদিন ধরেই, অনেকের কাছেই শুনতাছি, আমরা যারা রাজনীতিকভাবে সচেতন তারা রাজনীতিতে যায় না বলেই আজ আমাদের এই হাল। কথাটি সত্য, কিন্তু ভাল মানুষের যাবার সুযোগ কি আছে আমাদের দেশে?
এই ব্যাপারে তানভীর ভাইয়ের মন্তব্যের সাথে সহমত।
----------------
শিকড়ের টান

মাহবুব লীলেন এর ছবি

০১

আমরা যারা নিজেদের রাজনৈতিকভাবে সচেতন মনে করি তারা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করি না কেন?

উত্তর:
যে কারণে কিক্রেট ভক্তরা ক্রিকেট খেলায় নামে না সেই একই কারণে

০২

রাজনীতিকদের নানা সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, মত-অমত দিই। রাজনীতিবিদের কী করা উচিত তার পরামর্শ দিই। কিন্তু আমরা নিজেরা রাজনীতিতে নামি না কেন?

উত্তর:
যে কারণে স্টেডিয়ামে কিংবা টিভির সামনে বসে ক্রিকেটারদের গোষ্ঠী উদ্ধার করার পরেও কেউ ব্যাট আর বল হাতে নেবার কথা ভাবে না সেই কারণে

০৩

আমরা একজোট নই বলেই কি রাজনীতিতে নামতে পারি না?

উত্তর:
ক্রিকেটারদের গোষ্ঠী উদ্ধার করার পরেও ক্রিকেট ভক্তরা খেলায় নামতে চায় না কারণ তারা জানে যে ক্রিকেট কীভাবে খেলতে হয় তা মুলত তারা জানে না অথবা ক্রিকেট খেলার যোগ্যতা তাদের নেই

এই একই উপলব্ধি থেকে রাজনীতি বোদ্ধারা কিংবা ভক্তরা কিংবা সচেতনরা রাজনীতিতে নামে না

০৪

রাজনীতি করতে হলে তাহলে সংগঠিত করার, ও হওয়ার, যোগ্যতাও একটা ব্যাপার?

উত্তর
৩ নম্বর প্রশ্নের উত্তর প্রযোজ্য

০৫

এবং সেই যোগ্যতাটিই কি আমাদের রাজনীতি-সচেতন মধ্যবিত্ত মানুষগুলোর নেই???

উত্তর
১ থেকে ৪ নম্বর প্রশ্নের উত্তর প্রযোজ্য

পলাশ দত্ত এর ছবি

এইরকম পানির মতো সহজ করে কিভাবে যে কথা বলেন লীলেন ভাই! খালি মাথার ওপর দিয়ে গড়িয়ে যায়, মাথায় পড়ে না। চোখ টিপি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আহমেদুর রশীদ এর ছবি

মনে মনে ওৎ পেতে থাকাটা এক ধরনের ফ্যাশন।
আসলেই আমরা সুবিধাবাদের চরম অবস্থানে বাস করি। যে কারণে উপদেশ ছাড়া আর কিছু দেয়ার কথা আমরা ভাবতে পারিনা।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সবুজ বাঘ এর ছবি

না দাদা, এইবার নামুন। সত্যি সত্যিই নামুন। আফনেরা আহনে চাই নাই আহেন। আমি আর ফ্যাশেনেবল আর সুবিধাবাদী থাকা হারতাছি না।

আহমেদুর রশীদ এর ছবি

এ আগুন ছড়িয়ে পড়ুক সবখানে...........

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

জুম্ম [অতিথি] এর ছবি

হুম - ইউনির্ভাসিটিতে পড়ার সময় রাজনীতির খালে পা দিয়েছিলাম, ----এখন কোমর পানিতে খাড়াইয়া আছি, মানে আধা-আধা আর কি।

গৌতম এর ছবি

মধ্যবিত্ত পুরা সুবিধাবাদী একটা গোষ্ঠী। রাজনীতির পুরা সুবিধা নিতে চায়- কিন্তু রাজনীতি করতে চায় না।

পাশাপাশি ফার্মের মুরগীর সাথে মধ্যবিত্তের কোনো পার্থক্য নেই। টিভি সেটের বাইরে থেকে মারামারি দেখে হল্লাফেল্লা করতে পারে। সামনে মারামারি হলে দেখেই কাপড় ভিজে যায়। তাদের পক্ষে রাজনীতিতে নামা সম্ভব না।

আর তারপরও যেসব মধ্যবিত্ত রাজনীতি করতে যায়, সেইগুলা পুরা বেকুব।

আমি মধ্যবিত্তের দলে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।