দোকানে পুরির পর চা খেতে-খেতে
মনে পড়তেছে প্রভাকরণ।
বেশি কিছু না, নিজেদের
দেশমতোন এক বেচে থাকা
দ্যাখা যাচ্ছে কাছের দেশ- শ্রীলঙ্কা
বিদেশি আঘাত নয়-
শুধু প্রভাকরণদের আত্মরক্ষা
স্বদেশি খাচায় নিজস্ব ভাষায়
পুরির পর চা খেতে-খেতে
মনে পড়তেছে বন্ধুরা
সার বেধেছে বিবেকের দ্রোহমাঠে
আর তুমি
আবারও অসুস্থ কয়েকটা দিন
হৃদয়ে জপে
কিংবদন্তির দুটি মাত্র চোখ;
মন্তব্য
বেচে - বেঁচে
খাচায় - খাঁচায়
বাবামা স্কোর: ১১
বানানটা জানি। কিন্তু কী-বোর্ডের সমস্যার কারণে চন্দ্রবিন্দু লিখতে পারি না।
বাবামা-এর মানে কী।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
বাবামা - "বানানকে বাগ মানান"
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার মুখে শ্লেষ্মামিশ্রিত কয়েক দলা থুথু জমে আসছে ওসব সাম্রাজ্যবাদী বর্বর বেনিয়াদের জন্য যাদের লুকানো ইঙ্গিতে আর ইন্ধনে এ বীর বিদ্রোহীর দেহত্যাগ হল। এ নিয়ে লেখার জন্য পলাশদা! আপনার লেখা পড়ি আর মুগ্ধ হই, সত্যি!
'বিদেশি' নয় 'বিদেশী' (বিদেশি হয়ত প্রথম আলো সিদ্ধ, কিন্তু 'বাংলা একাডেমী' সিদ্ধ নয়)
'স্বদেশি' নয় 'স্বদেশী'
'বেধেছে' নয় 'বেঁধেছে'
স্কোর এখনো জানি না। পরে জেনে নেব।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
'বাংলা একাডেমী' অভিধানের পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ অনুযায়ী 'স্বদেশি', 'বিদেশি', 'দেশি' ঠিক আছে। এখানে 'দেশী' মানে সংগীতের রাগিণীবিশেষ বলা হচ্ছে। কিন্তু এর আগের ভার্সনে এই ব্যাখ্যা যুক্ত ছিল না। এ দুটো উইথড্র করছি।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
মুজিব ভাই, চন্দ্রবিন্দু লিখতে পারি না। কীবোর্ডে সমস্যা।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পোষ্ট পড়া বাদ দিয়ে এখন সবাই স্কোর বানানোতে ব্যস্ত
বাচ্চারা মোজা নোংরা করবেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সার্ফ এক্সেল আছে না?
কবিতার শিরোনামে "প্রভারকরণকে" সম্ভবতঃ বদলে "প্রভাকরণকে" করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ। ঠিক করে দিছি।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
এই লেখাটা দেখেই লগইন করলাম আবার এই মধ্যরাতে। কিন্তু কী মন্তব্য করব খুঁজে পাচ্ছি না।
...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
...
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
কবি,
বুঝা গেল চায়ের পেয়ালার ফাঁকে ফাঁকে প্রভাকরণের মৃত্যু সংবাদ...
কবিতাটি আমার খারাপ লাগেনি।
আপনি ভাল থাকুন।
কবিতাটা আমারও খারাপ লাগে নাই।
ভালো থাকুন আপনিও।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন