দুনিয়ায় এখন
অস্ত্রের চেয়ে শক্তিমান
আর কিছুই কি নাই?
এই প্রশ্ন করতে-করতে
(ঘরে টিভি আছে বলে)
দুনিয়া সার্ফ ক'রে আসি
চ্যানেলে-চ্যানেলে
যার হাতে যতো কম
সে ততো সহজেই
বিলীয়মান;
একটামাত্র গুলি
বুকে গিয়ে লাগলে
মানুষ মরে যায়!
দুনিয়ায় কখনো
অস্ত্রের চেয়ে শক্তিমান
আর কিছুই তো নাই
মন্তব্য
অস্ত্রের মরণ হয়তো নাই, কিন্তু তার সংবরণ আছে, সেই আশাতেই আছি।
আসলেই কী অস্ত্রের চেয়ে শক্তিমান আর কিছু নাই?
থিমটা ভালো লাগলো। আপনি ইদানিং এসব নিয়ে চিন্তাভাবনা করছেন তা বোঝা যাচ্ছে।
নতুন মন্তব্য করুন