আত্মমগ্ন বিপ্লবী :: এক

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ৩১/০৫/২০০৯ - ১২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

মানুষের বীরত্ব মানুষ মারায়- এ-সত্যকে চোখ বুজে
ইতিহাস তার শৈশবে দিছিলো ঠাঁই

যে যাকে পারে যেভাবে মারে নিজের প্রতিষ্ঠায়
বিজ্ঞানও নাকি বলে : টিকে থাকে যোগ্যতাই।
কিন্তু কিভাবে
ছলে? বলে? কৌশলে?
বিজ্ঞান সে-কথা আমাদের জানায় নাই

ঘটনাটা অনেক পুরনো হয়ে গেছে; পুরনো হয়ে?
তা এখন যথার্থই ঘটনা

কথা উঠলো রাজনীতি কঠিন করা হবে, হলোও;
কঠিনে ছড়ায়ে পড়লো টাকা, আমমানুষে উঠলো
রব- নেতা নেতা

কে কাকে মারে? কেউ না কেউ, কাউকে না কাউকে
হিসেব যায় মিলে টাকা আর অস্ত্রের সরল অহঙ্কারে
পতনে আর পতনে গুলিতে আর গুলিতে

যে যার মতো আটকায়ে ঘরে
সামান্য হালকা অস্ত্রের গুলিতে সপরিবার

জানে নাই যেই পথে উত্থান সেই পথে বিনাশ

রাষ্ট্র নিজের ক্ষমতায়, গদি নড়েচড়ে বদলে-বদলে যায়
বহাল তবিয়তে ভোট-ব্যালটে রাষ্ট্র ‘হ্যাঁ/না’ ছাপায়

আমি রাষ্ট্র আমি পতি আমি সেনা; আমিই তো সে
সেই যে ৭১-এ দেশটাকে বাঁচায়ে ছিলাম, চেনো না!

রাষ্ট্র তার সৈকতে আশৈশব বাংলা ভূ-খণ্ডে জড়ায়ে
রাখছে বেশ পেশী, যে যারে পারে যেভাবে মারে

ঘরে আটকায়ে, হালকা অস্ত্রাক্ত গুলি

ঘটনাটা অনেক পুরনো হয়ে গেছে; পুরনো হয়ে?
তা এখন যথার্থই ঘটনা

মুখে-মুখে আপোসহীন, মুখে-মুখে জনতার, অন্তরে
ফন্দি ক্ষমতাই, মানুষের জোরে একদিন
জেতে, নিরাপোস মানুষ জিতে যায়;
ক্ষমতা অমানবিক, পৌঁছুনো গেলে ক্ষমতাই যায়

ফানুস জনতা ঠিক হাতে-হাতে খেলনা
হরতাল হরতাল, অসহযোগ অসহযোগ

ঘটনাটা অনেক পুরনো হয়ে গেছে; পুরনো হয়ে?
তা এখন যথার্থই ঘটনা

মুখে-মুখে আপোসহীন, মুখে-মুখে জনতার, অন্তরে
ফন্দি ক্ষমতাই, মানুষের জোরে একদিন
আবারো জেতে, জিতে যায় মানুষই;

ক্ষমতা অমানবিক, পৌঁছুনো গেলে ক্ষমতাই যায়
ফানুস জনতা ঠিক হাতে-হাতে খেলনা
হরতাল হরতাল হরতাল

রাজনীতি কঠিন হইছে।- টাকা ছুটেছে মানুষে-মানুষে
রাজনীতি এখন মানুষের মরণের আশায় র‌্যাব পুষেছে

আসলে মানুষ, আপনদোষে!, বছর চৌত্রিশে
সুমরণ-বন্দোবস্ত নিশ্চিত পাইছে!!


মন্তব্য

অনিকেত এর ছবি

চমৎকার!

পলাশ দত্ত এর ছবি

ধন্যবাদ।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

ইদানিং রাজনীতি নিয়ে চিন্তিত কবি, কবিতায় ছাপ পড়ছে।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পলাশ দত্ত এর ছবি

স্যার গো, এইটা ২০০৪ সালে লেখা। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

মামুন হক এর ছবি

এই জন্যই কই শেষ দুইটা লাইন বুঝতেছিলাম না ক্যান?
ভালো লিখেছেন কবি। দেখবেন দুই যুগ পরে লোকে পড়ে কেমন নস্টালজিক হয়ে যায়।
খালি কবিতা দিয়া হবেনা বস, রাজনীতিতে নামি চলেন...

পলাশ দত্ত এর ছবি

যোগ্যতা নাই রাজনীতির।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

অতি উত্তম হয়েছে পদ্যকার

পলাশ দত্ত এর ছবি

পদ্যকার বললা? জানো তো পাবলিক পদ্যকার কারে কয়?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।