আত্মমগ্ন বিপ্লবী :: তিন

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শনি, ০৬/০৬/২০০৯ - ১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আদিতে অখণ্ডে একত্রে বাঁচা!- কে বলে তা ঐশ্বর্য?
কে বলে তা সত্য?

দিনেদিনে আগায়েছে, কিন্তু কী তা? কী নাম তার
যা আগায়ে গেছে অনর্গল?- স-ভ্য-তা, সভ্যতা

সুতরাং দিনেদিনে আগায়েছে মানুষ, হইছে সভ্য
খামারের যৌথতা ছাড়ছে, বাদ দিছে একত্রপরাণ
-চিনছে পরিবার-

কিন্তু সভ্যতা যে! সুশীল সভ্যতা!
পরিবারও নাকি যৌথতা ছিলো!!
কোন্ এক কালে!!
সেই কালটা উড়ায়ে এসেছে বাঙালি; সে এখন সুশীল

সুশীলেরই মতো আরো যারা দুই পা দুই হাতের মালিক?
তারা সব সুশীলের গাড়ির চাকার পাশে, ফুটপাথে-
ঘুমায় নাকি?!

হ্যাঁ, তারা সব সুশীলের পায়ের পথে প'ড়ে-প'ড়ে ঘুমায়
সুশীলের পা আর গ্রামবাঙালির মাথা একই তলে
তখণ, যদি যখন রাত বাড়ে ক্রমশ বাড়ে ক্রমশ

আর সুশীল? সে এখন প্লটে আর ফ্ল্যাটে দোদুল্যমান
মুগ্ধতার মৌছাঁচে
খুঁজতেছে মাথা গোঁজার নিজস্ব খণ্ডঠাঁই
এক খণ্ডজমি ফ্ল্যাট;
জানে জগৎ বড়ো ফাঁকা
মরার আগে এইখানে, মাথা ঢাকার কোনো ছাদ নাই

সুশীল তবু, সুশীল তাই?,- হাউজিং-প্লট-ফ্ল্যাটে;
গৃহনির্মাণে, আর আবাসনে

(২০০৪ সালে লেখা)


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

জটিল। বুঝতে সময় লাগবে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।