জীবনে এভারেস্ট

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বিষ্যুদ, ২৫/০৬/২০০৯ - ১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুই ঘণ্টা খুব লম্বা সময় না
তুই যখন বিদ্যাপুষে জীবনঘরে
ধর খুঁজতেছিস প্রেম
তখন দুই ঘণ্টা কতো মিনিট
জানতে পারিস না

কিন্তু আমার মাঠে ব’সে
একলা
ঘাসমতো চিকন তোদের স্মৃতি গোণা-
মিনিট তো মিনিট
দুই ঘণ্টার সেকেন্ডগুলোও শূন্য এভারেস্ট

শৈশবে জয় করে তোরা
আজ ভুলে গেছিস বয়সে
খোলামাঠে স্মৃতিপাহাড় পিষে যাচ্ছে
তোদের কাউকে সঙ্গে পাবো না

মন মানেই এভারেস্ট-
জীবন থেকে নেয়া সত্য
তোদের আর জানা হলো না


মন্তব্য

মামুন হক এর ছবি

আহ কবিতা! চেটেপুটে খেলাম কবি সাহেব হাসি

অলস বালক [অতিথি] এর ছবি

ভাল লাগল পলাশ ভাই।

তীরন্দাজ এর ছবি

মন মানেই এভারেস্ট-
জীবন থেকে নেয়া সত্য
তোদের আর জানা হলো না

দারুন একটা কবিতা কবি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পরিবর্তনশীল এর ছবি

বস্ - অসাধারণ হইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আশরাফ মাহমুদ এর ছবি

সুন্দর লেখা!
----------------------------------------
শুধু শরীরে জেগে থাকে শরীরঘর
মধ্যবর্তী চরকায় খেয়ালী রোদের হাড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।