লেকের পানি

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: সোম, ২১/০৯/২০০৯ - ১:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিকালে লেকের পানিতে
তোমরা বিনোদন নিতে
কালো-কালো পানিতে নৌকা
চলতেছে পায়ের প্যাডেলে!

পুকুরে-পানি না দেখার দুঃখ
ভুলে যাবে তোমাদের বাচ্চা
ভাববে পানি মাত্রই এমন কালো
যাতে মুখ দেখা যায় না

তবু তো বিনোদন হবে
বাচ্চা পানি দেখবে


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

পড়লাম।
ভাল থাকুন।
ঈদ মোবারক।

বন্যরানা এর ছবি

হুমমমমম
বোঝা যাচ্ছে (যদিও কোবতে বোঝার কিছু নেই। নাকি আছে?)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।