আইডেন্টিটি

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বুধ, ২৩/০৯/২০০৯ - ২:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মন্দাক্রান্তা নাম্বার আমি ফেলে আসছি ভুল জঙ্গলে। নতুন নতুন
আইডেন্টিটি কার্ড আর পায়ের ছাপে ঢেকে গেছে জঙ্গলের রাস্তা
পরিষ্কার হয়ে গেছে। পথে কোনো দূরত্ব নেই ওই রাস্তায়।

যেখানে গ্রামের শেষ হয়নি সেখানেও অচেনা মোটর সাইকেলে চ’ড়ে
নতুন আসা জঙ্গল ঘোরে বরাভয়। পুরনো প্রতিবেশিরা চ’লে গেছে
প্রত্যেকের নিজস্ব জঙ্গলে
যার যার নাম্বারের খোঁজে।

সেখানে আবার সবার দেখা হলো একা একা
জঙ্গলও কি তবে সমুদ্রে গিয়ে মেশে নদীর মতো?

জানি না। আমরা তো শহরের বাইরে ফেলিনি পা শেষ গ্রাম ছাড়ার পর

আমাদের দেখা তবে কোথায় হলো আসলে? ডাস্টবিনে ফেলে আসা
আইডেন্টিটি কার্ডের কারসাজি না তো? এমনও তো হতে পারে লুকিয়ে সবাই
রেখে আসতে চাইছিলো শেষ স্মৃতিচিহ্ন
যার সামনে যা পড়েছে তাকেই ভেবেছে ডাস্টবিন। তাকেই ভেবেছে ভুলে জঙ্গল।
ছুড়ে ফেলেছে যার যার আইডেন্টিটি কার্ড
গাছের সব ডালে সবুজ খাতার সাথে সখ্যে।
ইট বিছানো লালগালিচায় রক্তে। দালানের খাঁ খাঁ সিঁড়িতে
মাঠের ছুটন্ত বলে। প্রেমিকার স্তনের গোলে।
কিলোমিটার-কে-কিলোমিটার মসৃণ কালো পিচে।
কিংবা শীতের ছুটিতে। সবখানে

সবখানে চোখ খুলে তাকিয়ে আছে। একে অন্যকে চিনে নিচ্ছে আবার
কে দেবে কাকে জীবনের অফার। কে কোন্ ছাদে ব’সে দেখে নেবে
চাঁদের আলো। কে কোন্ এসিরুম ফাঁকি দিয়ে আড্ডায় জমকালো। সব সব।

সব কথা আবার গোপনে গোপনে হয়ে যাচ্ছে চালাচালি
ফেলে আসা আইডেন্টিটি কার্ডে।
নীরবে নীরবে

এই ফাঁকে মানুষগুলি সমুদ্রে প’ড়ে যায়। মনে প’ড়ে যায় তারা ফেলে এসেছে
ভুলে জঙ্গলে মন্দাক্রান্তা নাম্বার। তারা জানে না কার্ডগুলি এখন
কথা বলে পরস্পর। তারা জানে না ফেলে আসা যায় যদি ভুল জঙ্গলে
কার্ডেরা গ্রামে-গ্রামে আমাদের আত্মার দোসর। অবিনশ্বর।


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

আহা.....

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পুরনো প্রতিবেশিরা চ’লে গেছে
প্রত্যেকের নিজস্ব জঙ্গলে
যার যার নাম্বারের খোঁজে।

বাহ্
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পলাশ দত্ত এর ছবি

হ্যা।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

মামুন হক এর ছবি

ভালো লাগলো। ভালো লাগারই মতো কবিতা।

s-s এর ছবি

চমৎকার লাগলো!

মণিকা রশিদ এর ছবি

সবসময় ভাললাগে আপনার কবিতা!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।