একলা স্যাকরা

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বিষ্যুদ, ০১/১০/২০০৯ - ১০:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফুলের গন্ধ
উপহার দেয় ভাই-বোন-ছেলে-মেয়ে
আর প্রেয়সীকে।
বলে- নাও রজনীগন্ধার ফুলগন্ধ

তারপর বয়সে
মনে পড়তেছে রবীন্দ্রনাথ
না কোন লেখায় না কোন মুখবার্তায়
কোথাও বলে নাই ‘শরীর, শরীর’

তবু কোন স্যাকরা একলা
নিছিলো তালিম, জানছিলো তোমাকে তীব্র
শুষে ছিবড়ে নেয়া শিল্পের অন্তিম

তবু ফুলের রজনীগন্ধ
উপহার দেয়া ভালো-
বলে গেলো ব্যবসা
আর গোপন ঈপ্সা॥


মন্তব্য

মামুন হক এর ছবি

হুম...ব্যাটে বলে মিলছে কবি, কিন্তু রান হয় নাই হাসি

পলাশ দত্ত এর ছবি

দুনিয়ায় খারপ ফিল্ডারও আছে! তাদের কারো কারো হাত গলিয়ে বল বের হয়ে যাবে। তখন এই শটেই রান হবে। হাসি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।