মানুষমাত্রও জীবন্ত

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ০৪/১০/২০০৯ - ১০:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোনো মহাদেশে এখনো জানা যায় নাই মনের ক্ষমতা আছে কি-না
টাকার মতো মর্মন্তুদ। মানুষ নির্দ্বিধায় মাছি-মশা মারে। আর বলে
হাতির দাম মরা হলেও লাখ টাকা। সব মহাদেশের মানুষে মানুষে
টাকার দাম বিষয়ে মনোমতে মিল আছে।

আর মানুষ সভ্য হয়ে যাওয়ার পরে বনের পশুপাখির মরণের খবরেরও
তার কাছে দাম আছে। বনে কেউ মারা গেলে খবর হইতেছে। মানুষের চাকরি
চলে যাচ্ছে বনে কেউ মরার দায়ে। মরা প্রাণীর কারণে মানুষ হারাইতেছে
টাকা রোজগারের সুযোগ। অথবা চিড়িয়াখানায়ও যদি মরে। মানুষ বিনিময়ে
চাকরি খোয়াইতেছে।

অথচ মানুষের বাচতে টাকা লাগে। সব মহাদেশে।

আবার মানুষ দেশে-দেশে বনের প্রাণীদের জন্য অভয়ে পূর্ণ অরণ্য গড়তেছে। লাগামবাধা
অরণ্যে যেখানে বনের প্রাণীরা চরে। তার বিনিময়েও টাকা পাইতেছে মানুষ। কেননা
লাগামবাধা অরণ্যকে অভয়ে পূর্ণ করে রাখা ওইসব মানুষের চাকরি।

মানুষ আসলে অরণ্য আর তার ভিতরের প্রাণীদের ভালোবাসে।

তাই দুনিয়ার সকল মহাদেশে, সুপ্রাচীন বলা হইতেছে- বন্যেরা বনে সুন্দর। আর
মানুষমাত্রও জীবন্ত- যখন সে থাকতেছে টাকার হাতে।।


মন্তব্য

মামুন হক এর ছবি

অনেক পুরানো কথা মনে করিয়ে দিলেন কবি।

অতিথি লেখক এর ছবি

পলাশ দা,
'কোনো মহাদেশে এখনো জানা যায় নাই মনের ক্ষমতা আছে কি-না
টাকার মতো মর্মন্তুদ।'----- এখানে মর্মন্তুদ কি হে দাদা?
তবে 'টাকা ও জীবন'-- এই ধারণাটা চমৎকার। প্রকাশ ভঙ্গি যদিও রুগ্ন।
নমস্কার রইল দাদা।
এস হোসাইন

---------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

পলাশ দত্ত এর ছবি

মর্মন্তুদ >> র্মমান্তিক / হৃদয়বিদারক / অতি করুণ

রুগণ শতাব্দির রুগণ জীবনের রুগণ মানুষ। প্রকাশভঙ্গি রুগণ হলে ধরে নিতে হবে এই শতাব্দির মানুষেরা এমনই রুগণ। তাদের জীবনের মতো।


*রুগ্ন বানানটা রুগণ (-এর নিচে একটা হস চিহ্ন পড়তে হবে যা অভ্র কী-বোর্ড দিয়ে লেখা যায় না।)

ধন্যবাদ।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অথচ মানুষের বাচতে টাকা লাগে। সব মহাদেশে।

হ রে ভাই... হ... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির লালন এর ছবি

আহা, কাব্যিক। ভালো লাগলো।

পলাশ দত্ত এর ছবি

অনেক ধন্যবাদ।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।