সাল মনে পড়তেছে না। অপারেশন ক্লিন হার্টের সময়ে লেখা। এখনো প্রাসঙ্গিক?
আজ রাতে তেজগাও রেলক্রসিঙে দুই মোটর সাইকেলআরোহী আর রিকশাচালকদের সাথে র্যাবের আচরণ দেখে তো তাই মনে হলো।
==============================================
কী? না,
আমরা নাকি
মন ভেঙেছি!
ওই
কাউকে হাঁটিয়েছি নর্দমায়
কাউকে কেবল উঠিয়েছি
আর বসিয়েছি; শুধু
দু'হাতে সে ধরেছে- ধরতেই
তাকে হয়েছে- নিজেরই
দুই কান; পাশে
থাকুক নাহয় স্ত্রী,
থাকলোই-বা কোনও
সন্তান
আইনই তো মানেনি
সে;
আবার
আমরা জানতে চাইতেই
রেগে কথা বলেছে
ওরা আমাদেরই সাথে
রাগ দেখিয়েছে!!
মন্তব্য
না, কোন অভিযোগ নাই। কার কাছে অভিযোগ? :(
ঠিক। কার কাছে অভিযোগ?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
জাফর ইকবালের 'দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর' বইয়ের কথা মনে পড়ে গেলো...মাঝে মাঝে ইচ্ছে হয় এই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
অথচ কিছু করার নাই। জাফর ইকবালের বইটা পড়া হয় নাই।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পলাশ দা,
অনেক ভালো লাগল কবিতাটা। ধন্যবাদ পড়ার সুযোগ করে দেয়ার জন্য।
ধন্যবাদ।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
কবি, এইসব ঘটনা রেগুলারই দেখতে হয়। দেখলে কী মনে হয় তা আর বললাম না। আপনার কবিতা সেই ক্ষোভ আর হতাশাকে আরো উস্কে দিল। কিন্তু কোন কার্যকর প্রতিকারের কথা কি কেউ বলতে পারবেন?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নাহ, কার্যকর প্রতিকারের কথা কেউ বলতে পারে না। :)
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
প্রতিকারতো নিজের কাছেই। আমি সারা সপ্তাহ জুড়ে আমার ঘর নোংরা করি, আর রবিবার পরিষ্কার করি। সেটাই আমার 'ড়্যাবের অভিযান' অথবা 'অপারেশন ক্লিন হার্ট'
পলাশদা ঘটনাটা ছাড়া শুধু কবিতা হিসেবে অতটা ভালো লাগেনি। ঘটনার ব্যাপারটা মাথায় রাখলে খানিকটা মানে দাঁড়ায় এবং তখন অতটা মন্দ লাগেনি। (y)
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
প্রথমত, এই কবিতাটা একটা সেটের অংশ। দ্বিতীয়ত, আমরা বাঙালি পাঠকেরা এখনো পর্যন্ত যে-ধরনের শব্দের উপস্থিতিতে কবিতায় কবিতার স্বাদ পাই সে-ধরনের শব্দের উপস্থিতি এই লেখায় নাই। শব্দকে আবেগ থেকে সরিয়ে নিয়ে লেখা বাংলা কবিতায় খুব কম।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
কবিতার ব্যাপারে বিদ্যা কম গো দাদা। :) সময়ের সাথে কবিতার পরিবর্তন নিয়ে একটা লেখা দ্যান না বস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক সমযসাপেক্ষ কাজ গো দাদা। :) বাইচা থাকলে পরে একদিন লিখবোই।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
এই সমস্ত অজুহাত দ্যায় ফাঁকিবাজরা। আপনে পর্ব পর্ব কইরা দ্যান। যা মাথায় আছে তাই দিয়া শুরু করেন। পাঠক খানিকটা শুধরায় দিবে, খানিক পরে নিজেই শুধরাই নিবেন। বড় কাজ ভাইবা কখনই শুরু করা হবে না তাহলে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কবিতা বিষয়ক লেখা তো ধারাবাহিক উপন্যাস না। তাহলে পর্ব পর্ব করে লেখা যেত। মানে উপন্যাস উপন্যাসের মতো এগুতো। কিন্তু এইটা তো কবিতা বিষয়ক লেখার কথা হচ্ছে। কাজেই আপাতত অনেকানেক ঔপন্যাসিকের মতো ফাকিহীন না হয়ে আমাকে ফাকিবাজই হতে হচ্ছে। ;)
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পলাশ ভাই, আপনার এই কবিতাটি আরও একবার পড়েছিলাম।
(মদিনা মার্কেটে হোটেল রাহাতে বসে কি?- ঠিক মনে পড়ছে না।)
তখন প্রাসঙ্গিক ছিলো খুব।
তবে একটা কথা, র্্যব যদি মিঁউ মিঁউ করে তাহলে আনসারের সাথে কোনো পার্থক্য থাকে কি? বাংলাদেশে আর যা-ই হোক মিঁউ মিঁউ করে আইন-শৃংখলা কতটুকু ঠিক রাখা যাবে সেটা ভেবে দেখার বিষয়।
আমার ঠিক মনে নাই। আপনার আসল নামটা বললে চিনতে পারতাম।
আর আইন-শৃঙ্খলা রক্ষা মানে তো এই যে আইন প্রয়োগকারী সংস্থার পোশাক গায়ে থাকার কারণে বল প্রয়োগ করতে হবে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নিক দিয়ে যদি চিনতে না পারেন তাহলে আসল নামেও চিনবেন না। তবে আপনি আমাকে ভালো করেই চেনেন, তা নাহলে 'ব্রতমুখে দিনান্তের কথা' (নামটা ঠিকমত লিখতে পেরেছিতো?) ১ কপি ফ্রি পেতাম কিভাবে?
নতুন মন্তব্য করুন