বাতাসে সহাস্যে প্ররোচনার শিষ ঢেলে এখন
মানুষ কাঁদছে পানির কিনারে।
পানি কি আর অনুতাপ বোঝে!
বাতাসের ইঙ্গিতে সে ঝেরে ফেলছে বরফরূপ
দুনিয়াজোড়া ঢেউ মানুষের দুয়ারে-দুয়ারে
ধান গোপনে শুনতেছে মানুষের কান্না
মাটিও বধির আজকে-
মানুষের জন্য আর না!
বাতাসে বিষের বাসা বানিয়ে ম’রে গেছে অনেক
তবু তাদের ছেলেরা আর মেয়েরা
ওই দ্যাখো, গ্লেসিয়ারের পায়ের তলায়
করতেছে প্রার্থনা;
গতি-জ্ঞান-খাদ উপহার শেষে
মানুষ থেকে বিদায় নিয়েছে বিজ্ঞান
আর দুনিয়ার মাটি থেকে মানুষ;
এখনো তবু সন্তাপ-
আর একবার বেঁচে
আবার ধ্বংসে মাতবার আগে;;
৮/১২/২০০৯
মন্তব্য
অনেকদিন পর সচলে আপনার কবিতা দেখলাম! প্রতিটি পংক্তি চিন্তাজাগানিয়া! খুব ভালো লাগলো!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
সচলত্ব প্রাপ্তিতে অভিনন্দন !
নীড়পাতা.কম ব্লগকুঠি
ধন্যবাদ, হাসিব ভাই। ( মনে হয় আমারেই বলেছেন)
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
পলাশ দত্ত, কবিতা বোঝার উপায় নিয়ে একটা টিউটোরিয়াল মতো করে দিলে আমরা কবিতা পড়তে শিখতে পারতাম । আপনিসহ বাকি যারা এখানে কবিতা লেখেন তারা ছন্দ মাত্রা ইত্যাদি নিয়ে একটা ই-বই খুলতে পারেন ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
এই যে বললেন কবিতা বোঝার উপায় এবং ছন্দ মাত্রা ইত্যাদি- এইসব বিষয়কে আমি রীতিমত অপছন্দ করি।
কবিতা কম পড়া/একেবারে না-পড়া হওয়ার কারণ এই ধারণাগুলি যে কবিতা বুঝতে হয়/কবিতায় বোঝার কিছু থাকে; এতে ছন্দ-মাত্রা ইত্যাদি থাকে/থাকা উচিত।
'ক্যাশিয়ারের ডায়েরি' নামে যে কবিতার বইটা এবার বের হলো আমার তাতে এই বিষয়গুলি আছে।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পুরাপুরি সহমত।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
'তুমি ভালো আছো ভাই? তুমি বেঁচে আছো খোকা?' :)
এটি ও একটি কবিতার লাইন- আমার প্রিয় দত্ত কবির জন্য, তার শুভ প্রত্যাবর্তনে।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমারও প্রিয় দত্ত কবির পুনরাগমন--শুভেচ্ছা স্বাগতম। কবিতায় পাঁচতারা
@হাসান মোরশেদ, মামুন হক
আমি সচলায়তন ছাড়ছিলাম নাকি!!!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ভাল লাগল কবিতাটা। আসলেও মানুষের কান্নায় এখন সব নিরব, কারও কিছু বলার নেই।নিজেই নিজের চোখ নিংড়ানো জলে ডুবে মরবে এ আত্মবিধ্বংসী প্রাণী।
আশা করি সামনে এমন অনেক পড়তে পাব।
নতুন মন্তব্য করুন