মিনিট দশেক আগে দোহারে নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিছেন আলী হোসেন
মানে আলী হোসেনের লাশ
তার ভাই সুমনের কাছ থেকে পাওয়া খবর
দেশ থেকে অবৈধভাবে বিদেশ গিয়ে মরে যাওয়া অথবা যাওয়ার পথে সাগরে মরে যাওয়া- এগুলো আমাদের কাছে নতুন কিছু না
তবু আলী হোসেনের বিষয়টা একটু বিব্রত করে
তিন মাস তার লাশ পড়ে ছিলো তাইওয়ানের এক মর্গে
মামুন হক, আপনি না থাকলে এই লাশ তার বাবা-মার কাছে আসতো না
একজন মাকে তার ছেলেকে শেষবারের মতো দেখার সুযোগটা করে দিছেন আপনি
মামুন হক, আপনাকে সশ্রদ্ধ স্যালুট
মন্তব্য
সালাম মামুন ভাইকে, সালাম মানুষের জন্য মানুষের মধ্যে ভালবাসাকে, সালাম মানবতাকে। আর কারো যেন এমন দুর্ভাগ্য না হয় ...
---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
মামুন ভাই,
আপনাকে সশ্রদ্ধ স্যালুট!!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
মানুষের পাশে মানবতা নিয়ে দাঁড়িয়ে মনুষত্বের মান রক্ষা করা মামুন ভাই এবং তার অন্যান্য সংগীদের সশ্রদ্ধ অভিবাদন। (শ্রদ্ধা)
---- মনজুর এলাহী ----
সালাম,মামুন ভাই।
-স্নিগ্ধা করবী
হ, মামুন ভাই এবং নেপথ্যে যারা এই অসাধ্য সাধন করলেন, তাদেরকে স্যালুট। ঢাকায় যারা কাজ করলেন তাদের কথাও জানতে চাই।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মাঝে মাঝে ভুলে যাই যে আমরা মানুষ। মামুন ভাইয়ের মত 'মানুষ' রাই মনে করিয়ে দেয় বিস্মৃত মানবতাকে। আপনি ভাল থাকুন মামুন ভাই, আপনার ভেতরকার আলো ছড়িয়ে দিন চারপাশে।
ভাই আমারে শরম না দিলেও হয়, দুইদিনের কাজ করতে পাঁচ মাস লাগাইলাম।
ঢাকা থেকে পলাশদা অনেক হেল্প করছেন, সংশোধিত পাওয়ার অভ অ্যাটর্নির কাজটা এবং সাথে আরও অনেক টুকিটাকি নিজ গরজে করে দিছেন।
পলাশ দা-কেও শ্রদ্ধা এবং ধন্যবাদ। মানুষের প্রয়োজনে যদি নিজেকে কাজে না লাগানো গেল তাহলে ধর্মই কি আর জন্মই কি, সবই বৃথা।
@মামুন হক,
খুব বিব্রত হলাম ভাই। আমি যা করার কথা তা যে শেষ পর্যন্ত করতে পারি নাই সেটা ভদ্রতা করে আর বললেন না, তাই তো? :(
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
সালাম পলাশ দা!!
-স্নিগ্ধা করবী
(গুরু)
স্যালুট মামুন ভাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মামুন্ভাই :)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
শ্রদ্ধা এবং শ্রদ্ধা মামুন ভাই আর পলাশ দা কে।
আমারা তাহলে এখনও মানুষই আছি-এটা আমাদেরকে বুঝিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা।
যুক্ত সবাইকে স্যালুট
শ্রদ্ধা মামুন ভাই, পলাশ দা আর এর সাথে যুক্ত সকলকে। মানবতার জয় হোক।
===অনন্ত ===
অভিনন্দন জানাই মামুন ভাই, পলাশ দা এবং সংশ্লিষ্ট সবাইকে।
কাজটা যত বড়, আপনাদের হৃদয়টা নিশ্চয়ই আরো বড়ো ! আপনাদের কাজ তা-ই জানিয়ে যায়।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন