শোনো, কবিতায় তোমার মুখের কথা
বলা- মানে তুমি কতো সুন্দর-
এখন প্রায় নিষিদ্ধ
এবং একেবারেই সেকেলে।
কিন্তু, জীবনে ঘুরে-ফিরে
মাত্র একবার ঘুরে ফেলার কৌতূহলে
তোমার মুখ, ওইরকম মুখে
ব’সে যাচ্ছে-
একটু লম্বাটে
খাড়া নাক, আর তীক্ষè চিবুক;
দেখে, বসন্ত কোথায় আর খুঁজতে ইচ্ছা করে না
বিনাপয়সায় বাঁচতে পারছে ব’লে
ভালোবাসা ছাড়া আর কিছুকে
ইদানিং কাজ মনে হয় না তার
যদিও কবিতায় প্রেমিকার মুখের
কথা- মানে তুমি কেমন সুন্দর-
বলাটা এখন নিষিদ্ধ প্রায়
সঙ্গে, ভাষা না-বোঝার
অপার ওই হৃদহারী বেদনা॥
মন্তব্য
এই ছেলে, ৩০ বছর বয়সে বুঝি এইরকম দিনপঞ্জি হতে পারে না? দাঁড়ান, ক্যাটাগরি বদলে দিচ্ছি।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
দত্ত কবি অনেক দিন পর লিখলেন।
কোবতে ভালু পাইলাম। সময়ের ছাপ-ছাপ একটা গন্ধ আছে ।
-বুদ্ধু
সময় জিনিসটা তো অনন্ত। কোথায় যে অতীত, আর কোথায় যে ভবিষ্যৎ এসে মিশে যায় কে জানে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নামটা দেখে কেমন চেনা চেনা মনে হল।
পরে মনে পড়ল "ফাদার লুকাস" এর কথা। সচলের ২য় সংকলন পড়ছি ৩ দিন ধরে।
বয়সের ছাপ, ভালই।
পলাশ রঞ্জন সান্যাল
বয়সরে ছাপ, কোথায় !
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
বিনাপয়সায় বাঁচতে পারছে ব’লে
ভালোবাসা ছাড়া আর কিছুকে
ইদানিং কাজ মনে হয় না তার
ভালো লাগলো...
---------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
কবে আমি ৩০ বছর হবো! কবে এই কবিতা পড়তে পারবো!!? হুমমম...!!
নতুন মন্তব্য করুন