প্রস্তাবনা পোস্টঃ হাসতে নাকি জানে না কেউ! কে বলেছে ভাই?

পরিবর্তনশীল এর ছবি
লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: সোম, ২৪/০৩/২০০৮ - ৮:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাহবুব মুর্শেদ ভাইয়ের ব্লগটায় খুব সত্যি একটা কথা উঠে আসছে। ইদানীং সচল কেমন বিষন্ন হয়ে থাকে। তাই দুঃসাহস নিয়ে একটা নতুন আইডিয়ার প্রস্তাব করছি। একটা পোস্ট থাকবে- যেখানে সবাই নিজের জীবনে ভিত্তিক মজার মজার ঘটনা বলবে... আর প্রাণ খুলে হাসবে। পৃথিবীকে দেখাতে চাই আমাদের মত হাসতে কেউ পারে না।
( তবে এই পোস্ট দিয়ে প্যাঁদানি খাওয়ার চান্স আছে...দেঁতো হাসি)

আমি পরীক্ষামূলকভাবে কিছু মজার ঘটনা লিখলাম। রিয়েল লাইফ জোকস যাকে বলে আর কি!! তবে ব্যাপারটা আরো গুছানো হলে ভালো হবে... এই ব্যাপারে গুরুদের সাহায্য দরকার। যেমন ধরা যাক... আড্ডাঘরের মত একটা হাসিবাড়ি থাকতে পারে... যে বাড়িতে একবার প্রবেশ করলে... মানুষ শুধু হাসবে।

বাঁচুম আর কয়দিন কন???
সময় থাকতে হাইসা লই...আসেন।
মজাক পাইলেও হাসেন... না পাইলেও হাসেন...দেঁতো হাসি

একঃ

ক্যাডেট কলেজে আমাদের এক ফ্রেন্ড ছিল... আসল নাম শামস... আর আমাদের দেওয়া নাম ''পাছা''। স্বাভাবিকভাবেই আমরা তাকে শামস নামে কখনোই ডাকতাম না। ''পাছা'' নামটা ব্যবহার করেই আমরা মজা পেতাম। তাছাড়া নামটা উচ্চারণ করতে তেমন কোন কষ্ট হয় না... বরং একটা আরাম বোধ হয়!!!

একদিন ক্লাসরুমে সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করছি। হঠাৎ আমিন নামের একজন বিকট শব্দে একটা ''পাদ'' দিল আর দাঁড়িয়ে শামসের দিকে তাকিয়ে দাঁত বের করে বলল...
- কী রে শামস... কথা কইলি ক্যান?

দুইঃ

ক্যাডেট কলেজেরই এক স্যার। বাংলার স্যার হলেও নিজেকে কম্পিউটারের একজন বিশেষজ্ঞ মনে করতেন আর তরুণ সমাজের মধ্যে এর প্রসারের জন্য চেষ্টা করতেন। একদিন ''কম্পিউটার বিশেষজ্ঞ'' স্যার এক ছাত্রকে জিজ্ঞেস করলেন...
- কী মবিন! বাসায় কম্পিউটার আছে তো?
- জ্বী না...স্যার।
স্যার মুখে হতাশা জাতীয় একটা শব্দ করতে করতে বললেন...
-
খুব খারাপ কথা! আধুনিক যুগের একটা ছেলের বাসায় কম্পিউটার নেই। এটা কেমন কথা! আমাকে দেখ... এই বয়সেও কিভাবে কম্পিউটার নিয়ে বেঁচে আছি।
তারপর স্যার মুখে একটা গাম্ভীর্য ফুটিয়ে বললেন...
- আচ্ছা কম্পিউটার না থাকুক। ইন্টারনেট আছে তো? নাকি সেটাও নাই?

তিনঃ

ক্লাস নাইনে খবর আসল... মেট্রিক পরীক্ষায় অপশনাল সাবজেক্টের নাম্বার যোগ হবে না। আমাদের কয়েকজনের অপশনাল সাবজেক্ট ছিল-কম্পিউটার। আমরা সবাই খুব খুশি হয়ে গেলাম... এবং এরপরের কম্পিউটার পরীক্ষায় খাতাভর্তি যা ইচ্ছা তাই লিখে জরিমানার ফাঁদে পড়লাম।

আমরা যেহেতু খারাপ ছেলে- তাই খারাপ খারাপ কথা লিখে জরিমানা খেলাম। কিন্তু অদ্ভুতভাবে আমাদের মধ্যে একজন ছিল ''হুজুর''। সেও জরিমানা খেল।
হুজুর মানুষ তো আর পরীক্ষার খাতায় অশ্লীল কিছু লিখতে পারে না। তাহলে তার কেন জরিমানা হল?

কারণ উইন্ডোজ ৯৮ সম্পর্কিত একটা প্রশ্নের উত্তরে সে লিখেছিল...
'' আল্লাহ এই পৃথিবীতে অনেক নিয়ামত দিয়েছেন। windows 98 তার মধ্যে একটি...''

(এইবার আপনাদের বিবেচনা)


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

৩ নম্বরটা ফাটাফাটি। কুরআনের বৈজ্ঞানিক প্রমাণ নিয়া মাথা নষ্ট করা পাবলিকগুলাই কুরআনকে হাস্যকর করার চেষ্টায় নিবেদিতপ্রাণ কর্মী।

তয় কথা হইলো, ক্যাডেট কলেজে আপনের ডাক নাম কি আছিলো? চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পরিবর্তনশীল এর ছবি

জনসমক্ষে কন যাইব না...
কানে কানে কওয়া লাগব দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
মজা পাইলাম।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

হা হা হা করে খালি তিনবার হা কইলে হাসি হইয়া যাব নাকি???দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিঘাত তিথি এর ছবি

তিন নাম্বারটা পড়ে ব্যাপক মজা পেলাম!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

পরিবর্তনশীল এর ছবি

আমি মনে করেছিলাম তিন নাম্বারটা সবচেয়ে বোরিং।
এখন দেখি বিপরীত ব্যাপার।
ক্যাম্নেকি?দেঁতো হাসি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অপরিচিতা এর ছবি

৩ নম্বরটা জোশ।

পরিবর্তনশীল এর ছবি

জোশ-টোশ বাদ দিয়া এবার আপ্নের পরিচিতিটা ইকটু খোলাসা কইরা কন তো দেখি অপরিচিতা ভাই/ভইন
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

থার্ড আই এর ছবি

'' আল্লাহ এই পৃথিবীতে অনেক নিয়ামত দিয়েছেন। windows 98 তার মধ্যে একটি...''
গুল্লি

সচলে আপনার আগমনটাও ব্লগিং কমিউনিটির নিয়ামত। চালায়ে যান।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পরিবর্তনশীল এর ছবি

চালায়া যাব।
রয়ে-সয়ে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

আপনি কোন ক্যাডেট কলেজে ছিলেন ভাই?

আমি একটা কৈ এহন।

ক্যাডেট কলেজের সেই রকম একজন কম্পু বিশেষ-অজ্ঞ স্যার আমাকে জিজ্ঞাসা করলেন,
"এই তোর হার্ডডিস্ক কত রে?"
-"স্যার, ২০ গিগাবাইট।"
-হুম ২০ গিগাবাইট, বুঝলাম তো। খুব ভাল। ইয়ে মানে, ওটাতে কয়টা roadrash গেম রাখা যাবে বলতো?

--------------------
কুচ্ছিত হাঁসের ছানা

অতিথি লেখক এর ছবি

সেই একই স্যার, arts & crafts এর। আমাকে জিজ্ঞাসা করেছিলেন,
-বাবু, তোর তো কম্পিউটার আছে তাই না।
-জ্বী স্যার।
-কম্পিউটার বিষয়ে আমি অনেক কিছু জানি, তোর চেয়ে বেশিই জানি। তারপরও, শ্যাখার (শেখার) তো কোন শ্যাষ (শেষ) নেই, আমাকে এবার একটু শ্যাখা তো, কম্পিউটার কি করে "আন" (on) কত্তে হয়?

---------------------------
কুচ্ছিত হাঁসের ছানা

পরিবর্তনশীল এর ছবি

আরে ভাই... আপনিও ক্যাডেট কলেজের...
তয় ইকবাল স্যার যে আর্টস এর স্যার কইয়া দিলেন ক্যান?
আমি পরিচয় গোপন রাখতে চাইছিলাম দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

কলেজের এক কাহিনি আরো হাজারটা কাহিনী মনে করায়া দেয়।সব লিখতে গেলে সচলায়তনের শাখা হিসেবে ক্যাডেটায়তন শুরু করতে হবে দেঁতো হাসি

তিন নাম্বারটা আমারো ভাল্লাগসে যদিও আগেও জানতাম।

আর তোর প্রস্তাবনাটা মনে ধরসে।যদিও কলেজে থাকতে পোলাপান নাকি তোকে ফ্লপার বলেই বেশি চিনতো খাইছে

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

জনসাধারণের জ্ঞাতার্ধে জানানো যাচ্ছে যে...
ক্যাডেট কলেজে হিট পাবলিকদের ফ্লপার বলা হয়...দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান আবীর এর ছবি

দুই চরম...

এইবার আমার কলেজের এক স্যারের কাহিনী বলি...

জনৈক হাউজ অধিনায়ক,
“sit down, বাংলা কথা বোঝনা”

---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

অতিথি লেখক এর ছবি

ভাই ফ্লপার, তোমার হিট জোকসগুলা পইড়া খুবই মজা পাইলাম। আমার কাছে তো তিনটাই জোস লাগল হাসি

আসলেই, মাঝে মাঝে এরকম মজার মজার জিনিস পড়তে বেশ লাগে কিন্তু। সবাই মিলে নিয়মিত এধরনের লেখা পাঠালে সচলায়তন মনে হয় আরো বেশি এনজয়েবল হবে।

তুমি ভাই এই পথের অগ্রপথিক। মাত্র তিনটা কেন, তোমার কাছ থেকে এরকম তিনশ টা (কমপক্ষে) মজার কাহিনী চাই!

"অতন্দ্র প্রহরী"

পরিবর্তনশীল এর ছবি

না বস...
এবার আপনার পালা।
আপনি ছাড়েন।
আইইউটি'র কাহিনী লেখেন ...
মানুষ হাসতে হাসতে গাছে উঠে যাবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জাহিদ হোসেন এর ছবি

আমাদেরকে একবার ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াতেন এক হুজুর টাইপের শিক্ষক। থার্মিডাইনামিক্স এর দ্বিতীয় সূত্র পড়াতে গিয়ে বলেছিলেন যে যেহেতু ইউনিভার্স এর এনট্রপি বাড়ছে, এটি বাড়তে বাড়তে একদিন চরমে উঠবে, এবং তখন কেয়ামত হবে। আমার এক ফাজিল বন্ধু তার পরীক্ষা দিতে গিয়ে সেটা লিখে দিয়ে এসেছিল, এবং পুরো মার্ক পেয়েছিল। আমরা তো থ'।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অতিথি লেখক এর ছবি

আমার ত সবগুলাই ভালো লাগল।আপনি তাহলে হাসাতেও জানেন।চলতে থাকুক এরকম আরও।

-নিরিবিলি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বেশ কয়েক বছর আগের কথা, যখন কম্পিউটারে ফ্লপি ডিস্কের ব্যাপক প্রচলন ছিলো।

এক পান-আড্ডায় সদ্য পরিচয় হওয়া এক মেয়ে কোনও এক অজানা কারণে সারাক্ষণ আমাকে খোঁটা দিয়ে কথা বলছিল। আমি যা-ই বলি, সেটা নিয়ে আমাকে অপদস্থ করার চেষ্টায় সে ব্যস্ত।

এক সময় কথা উঠলো কম্পিউটার বিষয়ে। মেয়েটি মুচকি হেসে আমাকে একটা ইঙ্গিতময় প্রশ্ন করলো, "তোমার প্রসেসর ঠিক মতো কাজ করে তো?"

আমি তত্ক্ষণাত্ জবাব দিলাম, "প্রসেসর নিয়ে আমার কোনও সমস্যা নেই। তা তোমার ফ্লপি ডিস্ক ড্রাইভের কী অবস্থা?"

সেদিন মেয়েটি আমার সঙ্গে আর কথা বলেনি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

সংসারে এক সন্ন্যাসী ২০০% নম্বর দিলাম ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্বপ্নাহত এর ছবি

আমি না হয় ভালো দেখে একটা ফ্লপি ডিস্ক দিলাম।

ডিস্ক ড্রাইভটা নিজ দায়িত্বে ভাল দেখে জোগাড় করে নিয়েন চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

সন্ন্যাসীজি'র ঘটনা হুইনা হাসতে হাসতে গাছের উপর উইঠ্যা গেলাম...
হে হে হে হে হে হে হে হে...টু দি পাওয়ার ইনফিনিটি

একবার এক আধুনিকা মেয়ে বসুন্ধরা সিটিতে হাঁটাহাঁটি করছিল।
গলায় সোনার একটা চেইনের সাথে লাগানো একটা প্লেন ঝুলছে।
পাশ থেকে এক ছেলে মেয়েটার বুকের দিকে হা করে তাকিয়ে আছে।
মেয়েটা হঠাৎ হেসে ছেলেটাকে জিজ্ঞেস করল...
- কী প্লেন দেখ?
ছেলেটা থতমত খেয়ে বল...
- জ্বীনা...রানওয়ে দেখি।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দিগন্ত এর ছবি

আমার দু'নম্বরটাই বেশী ভাল লাগল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জ্বিনের বাদশা এর ছবি

'' আল্লাহ এই পৃথিবীতে অনেক নিয়ামত দিয়েছেন। windows 98 তার মধ্যে একটি...''
হা হা হা হা হা হা হা হা হা .....
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

গৌতম এর ছবি

কেন, আমি যে প্রথমদিন চশমা ছাড়া 'সুবিনয় মুস্তফী' নিকের ছবিটা দেখে ভেবেছিলাম- ভদ্রলোককে চেনা চেনা লাগছে, সেটা তো বলবো না। বললেই আপনারা হাসবেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জ্বিনের বাদশা এর ছবি

কৌতুকের সাথেসাথে ধাঁধাও চলুক:
ওয়ান টাইম ইউজের কন্টাক্ট লেন্সের একেকটা প্যাকেটা ৩০ টা করে লেন্স থাকে। একটা লেন্স একদিনের বেশী ব্যবহার করা যায়না। এখন বলেন, ২০০৮ সালের জানুয়ারীর ১ তারিখ থেকে জুনের ২৮ তারিখ পর্যন্ত ব্যবহার করতে হইলে আপনাকে কয় প্যাকেট কন্টাক্ট লেন্স কিনতে হবে? চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

স্বপ্নাহত এর ছবি

বারো প্যাকেট ইয়ে, মানে...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

গৌতম এর ছবি

৬টা না?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জ্বিনের বাদশা এর ছবি

কোনটা ঠিক? ৬ টা না ১২ টা? চোখ টিপি
দুইচোখ যেহেতু , ১২ প্যাকেটই হবে
এখন যদি কেউ এসে প্রমাণ দেন যে শুধু একচোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করে এমন মানুষও আছে, তাইলে আমি পালাইলাম চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

গৌতম এর ছবি

দিলেন তো আউট কইরা...

আইচ্ছা, কইনচেন দেহি আপনার শর্ত অনুযায়ী জানুয়ারির ১ তারিখ থেকে মার্চের ১ তারিখ পর্যন্ত সময়ে কয় প্যাকেট লাগবে?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

××ব্লগস্পট ব্লগ ‍‍××ফেসবুক××

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জ্বিনের বাদশা এর ছবি

খাইছে!! কি কঠিন প্রশ্ন?
২০০৮ হইলে ৫ প্যাকেট, নাইলে ৪ প্যাকেট
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

স্বপ্নাহত এর ছবি

ভাইজানেরা হঠাৎ কনট্যাক্ট লেন্সের প্যাকেট নিয়া উইঠা পইড়া লাগলেন ক্যান।সিগারেটের প্যাকেট হইলেও না হয় একটা কথা টথা ছিল চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

জ্বিনের বাদশা এর ছবি

বয়েসের দোষ, বুঝলেন ভায়া
ডাক্তার সিগারেট খেতে মানা করেছে ,,, ইদানিং চোখেও কম দেখি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

এইমাত্র একটা মজার ঘটনা মনে পড়ল ,,,আমার আগের শহরে আমরা যে মসজিদে নামাজ পড়েতে যাইতাম সেখানে এক বানঘালী ব্যবসায়ী আসতেন, বেশ পাত্তিওয়ালা, ৫/৬টা রেস্টুরেন্টের মালিক ,,, তো আয়রোজগারের ব্যাপারে নিশ্চয়তা চলে আসলে মানুষ আল্লাহ-বিল্লাহ শুরু করে, ইনিও ব্যতিক্রম হননাই হাসি ,,, কিন্তু ঝামেলা হইলো গিয়া, ধর্মকর্ম বিষয়ে বেচারার তেমন জ্ঞান নাই ,,,,দেখা যাইত নামাজ পড়তে আইসা যখন লোকজনের সাথে কথা কইতেন, তখন ড়্যান্ডমভাবে "আলহামদুলিল্লাহ",
"ইনশাল্লাহ", "সুবহানাল্লাহ" বলেই যাচ্ছেন ,,, একটু পর পরই কারনে অকারণে চীৎকার করে বলে উঠছেন সুবহানাল্লাহ নাইলে আলহামদুলিল্লাহ
একদিন দেখলাম দুইটা মিশরীয় বাচ্চা দৌড়াইয়া মসজিদ থেকে বাইর হচ্ছে, তো দৌড়াইতে গিয়া সিড়ি থেকে ধপাস করে পড়ে গেল ,,, ****ভাই পাশেই দাঁড়ানো, বাচ্চাগুলারে পড়তে দেইখা বইলা উঠলেন, "আলহামদুলিল্লাহ" চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

পরিবর্তনশীল এর ছবি

এবার আমি একখান ধাঁধাঁ জিজ্ঞাস করি।
জানি সবাই পারবেন...
কিন্তু জিজ্ঞাস করতে ইচ্ছা করতাসে...
''বাতাসের গুল্লি
চামড়ার বন্দুক...''
কি???
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জ্বিনের বাদশা এর ছবি

শামস দেখি আবার কথা বলে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

পরিবর্তনশীল এর ছবি

আপনার উত্তরে (বিপ্লব) দিলাম
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জ্বিনের বাদশা এর ছবি

আচ্ছা, এই "আপনাকে বিপ্লব" কিভাবে দেয়?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

পরিবর্তনশীল এর ছবি

ফার্স্ট ব্যাকেটে বিপ্লব লিখেন
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জ্বিনের বাদশা এর ছবি

শেখানোর জন্য এবার (বিপ্লব)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি

-
উপরের তিনটাই ঝাক্কাস!
এইখানে খাইষ্টা কথা যোগ করাটা কি এলাউড?
_________________________________
<সযতনে বেখেয়াল>

গৌতম এর ছবি

অ্যালাউড হওয়ার তো কথা!
কারণ জীবনটাই তো খাইষ্টা...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পরিবর্তনশীল এর ছবি

ধূ গো গুরু শুরু করেন!!! দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, আপনে নিকি আমার চোখ কয়টা বুজা থাকে সেইটা বাইর করার লাইগা গিরগিটি নিয়োগ দিছেন?
_________________________________
<সযতনে বেখেয়াল>

পরিবর্তনশীল এর ছবি

হে হে হে...কী যে কন!!!!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।