ভদ্রলোক বারান্দায় আরাম কেদারাতে বসে খবরের কাগজ পড়ছিলেন। সকাল আটটার মত হবে। মেঘেদের আজ বুঝি ছুটি হয়েছে। কয়েক ফোঁটা রোদ্দুর এসে খবরের কাগজের অক্ষরের সাথে মিশে যাচ্ছে। এমন সময় একটা মেয়ে এসে বারান্দার সামনে দাঁড়াল। হাতে একটা কাগজ। ভদ্রলোক বিরক্ত হলেন। নীচ তলায় বাসা হওয়ায় এই এক সমস্যা। যখন তখন ভিক্ষুক-টিক্ষুক এসে হাত বাড়িয়ে দেয়। ভদ্রলোক বিরক্তি না চেপেই বললেন...
- কী চাই?
এইসব মানুষদের সাথে মনের ভাব আড়াল করতে হয় না।
মেয়েটা মাথা নীচু করে থাকল। অনেকদিন পর জোরেই রোদ নামবে বোধহয়। মেয়েটা মাথা নীচু করেই কথা বলল...
- স্যার। আমার মায়ের খুব অসুখ। টাকার জন্য চিকিৎসাটাও ঠিকমত করা হচ্ছে না। যদি কিছু সাহায্য করতেন।
কথাটা বলতে বলতেই মেয়েটা কেঁদে ফেলল আর হাতের কাগজটা বাড়িয়ে দিল। ভদ্রলোক পাত্তা দিলেন না। মুহুর্তের মধ্যে চোখে জল নিয়ে আসা- এইসব মানুষদের একটা বড় গুণ। ভদ্রলোকের বিরক্তি একেবারে রোদ্দুরের মতই ফেটে উঠল। তিনি মেয়েটাকে জোরে একটা ধমক দিলেন। এইসব মানুষদের একটা ধমক দিলে কাজ হয় না। এই মেয়েটার ক্ষেত্রে হল। ভদ্রলোক অবাক হয়ে দেখলেন মেয়েটা মাথা নীচু করে চলে যাচ্ছে। না! আজ ভালোই রোদ পড়ছে।
কয়েকদিন পর এক- বিকেলের দিকে ভদ্রলোক বের হলেন। বাসের টিকেট কেটে একটা সিগারেট ধরালেন। বেনসন সিগারেট। বাসস্ট্যাণ্ডের ঠিক পাশেই কয়েকটা ছেলে রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা মালাই আইসক্রীম নিয়ে কাড়াকাড়ি করছে। কমবয়েসী একজন আইসক্রীমের ভাগ না পেয়ে কান্নাকাটি শুরু করেছে। ভদ্রলোক সেদিকে তাকালেন না। তাকানোর কোন মানে হয় না!
বাস চলে এল। ভদ্রলোক সিগারেট পুরোটা শেষ করতে পারলেন না। স্যাণ্ডেলের নীচে পিষে ফেললেন। একটা মালাই আইসক্রীমের দাম দুই টাকা। একটা বেনসন সিগারেটের দাম চার টাকা। ভদ্রলোকের পায়ের নীচে পিষে যাওয়া অর্ধেক টুকরো দুই টাকাই হবে বোধহয়।
বাস থেকে নেমে ভদ্রলোক হাঁটলেন। একটা দালানের সামনে এসে দাঁড়ালেন। গেটের সামনে দাঁড়ানো কালো গোঁফওয়ালা লোকটা ভদ্রলোকের সামনে এসে নীচু গলায় বলল...
- স্যার। আইজকা নতুন জিনিস আসছে। এক্কেবারে টাটকা। আপ্নের জন্য রাইখা দিছি। অনেকে চাইছিল। দেই নাই।
ভদ্রলোক কিছু বললেন না। একটু তৃপ্তির হাসি হেসে পকেট থেকে বিশ টাকা বখশিস গোঁফওয়ালা লোকটার দিকে বাড়িয়ে দিলেন। গোঁফওয়ালা লোকটা তাকে একটা ঘরে নিয়ে গেল।
ঘরটা অন্ধকার। বাইরের রোদ্দুরের এই ঘরে আসার প্রয়োজন পড়ে না। কিন্তু এইসব মুহুর্তে অন্ধকার ঘর ভদ্রলোকের ভালো লাগে না। ঘরে ঢুকেই ভদ্রলোক বাতি জ্বালালেন।
সেদিনের সেই কান্নাভেজা মুখ নিয়ে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে।
আশ্চর্য! মেয়েটা কাঁদার সময় কোন শব্দই হয় না!
মন্তব্য
আসাধারণ আপনার কল্পনা শক্তি!
~রেনেট
তাই নাকি? :D
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হঠাৎ ক্লাইমেক্স লম্ফ দিলে,
ছোট্ট একটা "ভালবাসি, আশ্চর্য মেঘদল ! " - এর স্বাদ পেলাম ।
বিন্দুজল হুমায়ূন-আনিসুল_ইয়, পরিবর্তনশীলিয় জলাধারে ।
--------------------------------------------------------
মাঝ রাতের বর্ষণ
ই-মেইলঃ
:(
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শেষ মুহূর্তে থমকে গেলাম।
দুর্দান্ত!
থ্যাংকু!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এবারের শেষ লাইনটা বেশী ভাল লেগেছে।
— বিদ্যাকল্পদ্রুম
তাই নাকি?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মুহাম্মদ এর মন্তব্য কপি মারলাম।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ভালো করছস... স্বপ্না+আহত :))
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বরাবরের মতই আমি মুগ্ধ পাঠক...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বরাবরের মতই অনেক ধন্যবাদ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কিছু বলার নেই...।
সুন্দর, সুন্দর, সুন্দর! যদিও কাহিনীটা বিষন্নতা জাগায়।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক ধন্যবাদ তীরুদা!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সুন্দর একটি প্লট-------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
হুম...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এই ছেলের প্রতিভা আছে, কিন্তু তার অনেকটাই টিউশনি আর আশুলিয়ায় খরচ হয়ে যায় বলে দুঃখ হয়।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আশুলিয়া টাইপ ঘটনা প্রসঙ্গে বলি: জীবনে সাধ-আহ্লাদ বলে একটা কথা আছে না! সেসব অপূর্ণ থাকলেই বরং লেখালেখিতে ডিস্টার্ব হয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? :-?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
:))
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গল্পের কাহিনীটি নতুন না হলেও আপনার গল্প বলার ভংগীর কৌশলে এটি নতুন মাত্রা পেয়েছে। আশুলিয়ায় একটু কম-কম গেলে হয়না? ঐ সময়টুকুতে আমরা তাহলে আরো কিছু গল্প পেতাম।
গল্পের শেষটি একেবারে সাংঘাতিক! ওয়াহ-ওয়াহ!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
একটা সত্যি কথা বলব?
আমি কখনো আশুলিয়ায় যায় নাই। সিরিয়াসলি... হে হে হে...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ওফ!!
কি আর বলতাম...তুই একটা মাল আছস...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
ওফ!! ক্যান কইলি? ব্যথা ট্যথা পাইছস নাকি?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বাহ
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অনেক ধন্যবাদ মোরশেদ ভাই!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বেশি জোস!!!
বেশি ধন্যবাদ !
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অফিসে বসে মাঝে মধ্যে মোবাইলে ঢুঁ মারি সচলায়তনে, লেখাটি তখনই পড়েছিলাম। আমি জানি না...হয়তো আপনার সব লেখা পড়া হয়নি। অবশ্য ইদানিং সচলায়তনে ঢুকে যে কজনের লেখা খুঁজি তার মাঝে আপনি একজন। যাই হোক, আমি সাহিত্য সমালোচক নই। তবু কিছু কথা বলতে চাই। অনেক সময় আপনার গল্প পড়ে মনে হয় হুট করে শেষ করে দেন। অথবা শেষে কেমন যেন একটু তাল গোল পাকিয়ে যায়। 'টিপ' গল্পটিতে ও অনেকটা এরকম লেগেছে।
আজকের গল্পটি শুধু অসাধারন বলতে চাই না...এর চেয়েও বেশি কিছু...গল্পটি পছন্দের তালিকায় যুক্ত করে রাখলাম।
আপনার আরেকটি বিষয় খুব ভালো লাগে। সাধারনের মাঝেই অসাধারন কিছু ফুটিঁয়ে তুলতে পারেন দাঁত ভাঙ্গা শব্দের ব্যবহার ছাড়াই। আরোও অসাধারন লেখার জন্ম দিন...এই শুভকামনা রইল সবসময়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্যের জন্য। এত সুন্দর মন্তব্য দেখলে মন্তব্যে রেটিং দিতে না পারার জন্য দুঃখবোধ হয়। শেষে তালগোল পাকানোর ব্যাপারে যে কথা বলেছেন সেটা পুরোপুরি সত্য। এর প্রধাণ কারণ আমার কাছে যা মনে হয়... লেখক হিসেবে আমি এখনো পরিপক্ক হয়ে উঠতে পারছি না। এরকম আরো মন্তব্য চাই।
আর এই গল্প সম্পর্কে যা বললেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো সুন্দর গল্প লিখতে চাই। সাথে থাকবেন।
আবারো ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অভয় দিয়েছেন বলে বলছি।
যথারীতি সুন্দর।
তবে পায়ের নীচে পিষে ফেলা বেনসনের সাথে
মালাই আইসক্রিমের তুলনাটা
কেমন যেন মনে হয় জীর্ন।
গোঁফওয়ালা লোকের সাথে সংলাপ
গল্পের উপসংহার আগেই অনেকটা উন্মুক্ত করে দিয়েছে।
তাদের মধ্যে কোন সংলাপ না থেকে
যদি ভদ্রলোক সরাসরি
রুমে গিয়ে মেয়েটাকে পেতেন
তবে শেষ অংশের চমক - আবেদন
দুটোই থাকতো অনেক বেশী।
তবে গল্পের শেষ বাক্যটা এতো সুন্দর।
আর কিছু ভাবতে ভালো লাগেনা।
শুধু বিষন্ন লাগে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আপনার মন্তব্যে (বিপ্লব)
ভুলগুলো ধরিয়ে দিয়েছেন দেখে অনেক ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
পরিবর্তনশীল তো ভালোই রূপ বদলাচ্ছে।বরাবরের মত.... লা জবাব!
-নিরিবিলি
লা জবাব।.।.।.মানে কী?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
(Y)
তবে
যদি কিছু মনে না করেন, একটা আপত্তি করি -
পুরা গল্পে 'ভদ্রলোক' শব্দটা এতবার ব্যবহার করেছেন - খানিক বেমানান মনে হয়।
একটা নাম নিশ্চয় দেয়া যেতো!
বিশেষ একটা কারণে শব্দটা বারবার ব্যবহার করেছিলাম। তবে কিছুটা বেমানান কিংবা বাড়াবাড়ি মনে হয় সত্যিই হয়ে গেছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ভালো লেগেছে ,,,,
একটা তীর্যক প্রশ্ন করি:
অন্ধকার ঘরে ঢুকে ভদ্রলোক যদি সকালের সেই মেয়েটিকে না পেয়ে অন্য কোন মেয়েকে পেত, তাহলে কি গল্পটা জন্ম নিতোনা?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
খুব কঠিন একটা প্রশ্ন করেছেন ভাই।.।.।.
কী বলব বুঝতে পারছি না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সবাই সব বলে গেছে।
আবার লিখবো হয়তো কোন দিন
হ !
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ক্লেদমাখা জীবনের পুরনো গল্প।
আমি ভাবি, এত এত প্লট পায় কই এই পোলা? যে কোন চিন্তারেই গল্প বানাইয়া নেওনের ক্ষমতার জন্যে বিপ্লব!!
ঈর্ষা হয় খুব। আমি লেখার কিসুই খুঁজে পাই না :(
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কার মুখে কী কথা!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নুতন লেখা চাই!!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন