শুরুতেই বলে দিই তিনি একজন বিরাট চাপাবাজ।
যে মানুষ বলে-''আমি কয়েকদিন আগেই মাত্র লেখালেখি শুরু করছি'' আর ''খুন'' ''জ্যোতি' 'দ্বিতীয় প্রহর' কিংবা ''ট্রাফিক সিগন্যালে একদিন'' ইত্যাদি অসাধারণ সব লেখা লিখে ফেলেন- তাকে চাপাবাজ না বলে কী আর বলব?
সেই চাপাবাজ আর সুন্দর সব'লেখার জন্মদাতা ''অতন্দ্র প্রহরী'' ওরফে রনি ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
রনি ভাই একের পর এক সুন্দর লেখার জন্ম দিয়ে যান। তাতে চাপাবাজিতে আমরা তেমন একটা অ-খুশি হব না।
শুভ জন্মদিন অতন্দ্র প্রহরী।
মন্তব্য
শুভ জন্মদিন অতন্দ্র প্রহরী।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
: হাবিলদার
: ইয়েস স্যার!!
: সচলায়তনে যে আমাদের একটা বিডিআর ঘাঁটি আছে জানোতো?
: ইয়েস স্যার!!
: সেই খানে যে আমাদের একজন অফিসার লেখক আছে সেটা জানো?
: এখন জানলাম স্যার!!
: হুম্ম... যাও তাকে উইশ করে এসো।আজ তার জন্মদিন।
: আবার জিগায় স্যার!!
শুভ শুভ শুভ জন্মদিন!!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ধন্যবাদ![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
শুভেচ্ছা ।
ধন্যবাদ শিমুল ভাই![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আইজকা দেখি হরির লুট থুক্কু জন্মদিনের লুট পড়ছে। মাগার ফায়দা কি? দাওয়াত ফাওয়াতের নাম গন্ধও নাই। যাউকজ্ঞা...শুভ জন্মদিন ব্রাদার।
দৃশা
দাওয়াত দিবেন নাকি?
খাইতে আমার না নাই! ![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ধন্যবাদ
দৃশার লগে একমত।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
বিনাখাইদ্যে জন্মদিন। মানি না মানব না ...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমিও। মানি না মানব না!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
হুমম।... বিডিআর এর অপারেশন ডাল-ভাত তথা ন্যায্যমূল্যের দোকানে দরিদ্র মানুষের দীর্ঘ লাইন দেখলেই মেজাজ খিঁচড়ে যায়। অক্ষম মানুষ...মনে হয় হাতের কাছে এই ব্লগার বিডিআর কে পেলে নির্ঘাৎ একটা গাট্টা মেরে বসতাম!![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
কিন্তু আজ সে সব থাক। আজ তার জন্মদিন। আজ অহিংসার দিন। আজ ভাব-ভালোবাসার দিন।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ধন্যবাদ! শুভেচ্ছা জানানোর জন্য এবং গাট্টা না মারার জন্যও!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
শুভ জন্মদিন
— বিদ্যাকল্পদ্রুম
শুভ জন্মদিন। শুকনা কাঁথা রইলো। ঘুম থেকে উঠেই এস্তেমাল করুন।
হাঁটুপানির জলদস্যু
ধন্যবাদ। কাঁথা নিয়েই ঘুমাতে গিয়েছিলাম!![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
শুভ জন্মদিন
ধন্যবাদ!![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
শুভ জন্মদিন।
বিডিআর রহস্য কি?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বিডিআর সাহেব,
আইইউটি তে কবে আইতাছেন। আইসা আওয়াজ দিয়েন...শুভ জন্মদিন জানায়া দিমু। খালি হাতে আইসেননা আবার।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
আওয়াজ তো দিবই! তোমাদের গিফট কেনার সুযোগ দিতে হবে না!![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
শুভ জন্মদিন
কল্পনা আক্তার
...........................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
সচলায়তনের বিডিআরকে জন্মদিনের শুভেচ্ছা।
ঘুমিয়ে পড়বেন না খবরদার!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ঘুমাবো কেমনে! কারেন্ট যে ডিস্টার্ব করতেছে!![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
মোঃ বিডিআর ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। ( বস্, কাঁথা তো মোটে একটা পাইছেন। পোষাবে? যত্ন কইরা রাইখেন।)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বউ নাই। একটা কাঁথাই এনাফ!![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ধন্যবাদ
শুভ জন্মদিন
--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
এক সচলের যে এত নাম সেটা জানলাম....
রনি,অতন্দ্র প্রহরী, চাপাবাজ,বিডিআর সবাইকে জন্মদিনের শুভেচ্ছা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সবাই মন থেকেই জানালো আপনাকে ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
জন্মদিনের শুভেচ্ছা..
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
অসংখ্য ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
শুভ জন্মদিন, অতন্দ্র প্রহরী
সচল থাকুন, সচল রাখুন
জনৈক "বেক্কল ছড়াকার"
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
- বিডিআর- হাহাহাহা![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
গুড, তাইলে আকীকাটা জনগণ এক্সেপ্ট করছে!
চাপাবাজী করুক আর যা-ই করুক, হালায় ল্যাখে আগুন। অরে এক মশাল সমান শুভেচ্ছা আজকের দিনের।
শুভেচ্ছা-স্বাগতম-বিডু ভাইয়ের দুনিয়ায় আগতম!![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনে তো বস আমার নামখানই পাল্টায়া দিছেন!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
বস্তাখানেক ধন্যবাদ আপনারে
নিদ্রাহীন গার্ড সাহেব, আপনার লেখাতে আমাদের অনেকেরই ঘুমের কমতি হচ্ছে। দু হাতে লিখুন আরো। আপনারতো আর ঘুমের দরকার নাই, সো অফুরন্ত সময়।
জন্মদিন শুভ হোক। ভাল থাকুন আপনি।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
ধন্যবাদ। আপনি এবং আপনারা সবাইও ভালো থাকুন![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
শুভ জন্মদিন ...
চাপাবাজি কম কইরো![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
থেংক্যু। আমি মোটেও চাপাবাজি করি না!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
শুভেচ্ছা।
ভালো থাকুন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ধন্যবাদ। আপনিও।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
শুভ জন্মদিন অতন্দ্র প্রহরী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
নয়া সচলকে নয়া বয়সের নয়াচ্ছা... থুক্কু... শুভেচ্ছা।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আমি চিরকালের লেট লতিফ, ট্রেন মিস করি, পরীক্ষার হলে ঢুকি আধঘণ্টা পরে, পাতা সম্পাদকরে লেখা পেস্টিং-এর ঘণ্টাখানেক আগে... তাই দেরি অইল...
শুভ জন্মদিন!
-------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
নতুন মন্তব্য করুন