আহাদ চুরুটে একটা টান দিল। প্রত্যেকবার ভারোত্তোলন করার আগে সে একটা চুরুট ধরায়। অতিরিক্ত টেনশন এবং উত্তেজনাই চুরুট ধরানোর কারণ। মাঝে মধ্যে তার মনে হয়- অলিম্পিকে গেলে সে নির্ঘাৎ দেশের জন্য একটা স্বর্ণ জয় করে নিয়ে আসবে।
পাঁচবছর আগের কথা আহাদের মনে পড়ল। কত স্বপ্ন নিয়ে সে এই লাইনে এসেছিল। কিন্তু ইদানীং এ কাজটার প্রতি তার বিরক্তি ধরে গেছে। তার স্ত্রী বাপের বাড়ি চলে যাবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে। স্ত্রীকে অবশ্য সে দোষও দেয় না। বরং বেচারীর জন্য খানিকটা মায়া হয়। প্রত্যেক রাতে বেচারী মন খারাপ করে বলে...
- ঘুমিয়ে যাচ্ছ, না?
আহাদ হাই তুলতে তুলতে পাশ ফেরে...
- কী করব? সারাদিন যে পরিশ্রম গেছে। একটা হাতীকে তুললে শরীরে কোন শক্তি থাকে?... বল?
আহাদ চুরুটে টান দিতে দিতে চিন্তা করল... এই কাজে সে আর বেশিদিন থাকবে না। ব্যবসা- ট্যবসা কিছু একটা করবে।
চুরুটটা প্রায় শেষ হয়ে আসছে। ঠিক তখনই সিদ্দিক সাহেব ডাক দিলেন।
- আহাদ ভাই। আসেন।
আহাদ বিষন্ন মুখে এগিয়ে গেল।
সিদ্দিক সাহেব গম্ভীর মুখে হাসার চেষ্টা করলেন.....
- শুরু করেন।
আলো জ্বলে উঠল।
কমার্শিয়াল বাংলা সিনেমা'র হিট নায়ক আহাদ তার নতুন ছবি'র নায়িকাকে কোলে তুলে নিতে গিয়ে মনে মনে ভাবল...
এই নায়িকা'র ওজন জলহস্তীর চেয়ে কয়েক কেজি বেশি হবে।
মন্তব্য
হেঃ হেঃ এক্কেবারে বরবাদ!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বরবাদ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অফিসে শেষ মুহুর্তে লেখাটায় চোখ আটকে গেল॥
দিন শেষে ক্লান্তির পরিবর্তে বেশ ফুর ফুরে মেজাজে বেরিয়ে যাচ্ছি্ ।
একা একা আপনমনে হাসছি......
ধন্যবাদ পরিবর্তনশীল মেজাজ ভাল করে দেয়ার জন্য.......
আপনার মেজাজ ভালো করে দিতে পেরে আমারও ভালো লাগছে অনেক।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হাহাহহাহাহহা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আমিও হা হা হা হা হা হা।.।.।.
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মুনমুন না ময়ূরী?
জানি না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
লেখাটার সাথে -পরিবর্তনশীল- নামটা যায় না। আশা করি ভবিষ্যতে অণুগল্প লেখার ভীমরতি হবে না।
(ক্লান্ত পথিক)
.........................................................................
বালক ভুল করে নেমেছে ভুল জলে....
সিরিয়াস লেখা লিখতে লিখতে হাঁপায়ে উঠছিলাম।। তাই!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
(তালিয়া) (তালিয়া) (তালিয়া) (তালিয়া) (তালিয়া)
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
তালিয়া বাংলা সিনেমার কোন নায়িকার নাম নাকি?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সিরিয়াস এক বিষয় ভেবে শেষে কিনা এই--------?
অনেক ভাল--------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
পুরোটাই তো সিরিয়াস।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কাহিনী!
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কাহিনী!
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
পৃথিবীটাই তো একটা কাহিনী (এঁ। এটা কী বললাম)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মুনমুন-ময়ূরী চেয়েও নিশ্চয়ই বড় ধরনের কিছু...
রিজভী
--------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;
ঠিক!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হাহাহা বেশি মজা হইসে
আহাদের উচিত পেশাদার ভারোত্তোলনকারীদের মত ধুমপান না করা, তাইলে ওর পেশায় আরো ভাল করব হেহেহেহে
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হা হা হা। ভালো পরামর্শ দিছেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হাসতে হাসতে শ্যাষ
ক্লান্ত পথিক লিখেছেন, আশা করি ভবিষ্যতে অণুগল্প লেখার ভীমরতি হবে না...
আর আমি কই উল্টাটা। আরও লিখুন অণুগল্প। আমার খুব পছন্দ হইছে।
ভোগেন এখন দোটানায়
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হাসতে হাসতে শ্যাষ অইলে তো হবে না।
কামরাঙা আর গোল রুটি লিখতে হবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নাকি "গোল কামরাঙা রুটি" লিখবো?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এক্ষণি লিখে ফ্যালেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমি চাই আপনি বিভিন্ন রকম লেখা লিখুন। কারণ, আপনি যত ভাল লেখকই হোন না কেন, যদি একই টাইপের লেখা লিখে যেতে থাকেন, তাহলে পাঠক একসময় আপনাকেও ছুড়ে ফেলে দিবে, নাহয় শুধু একই পাঠক পাঠিকার মধ্যে ঘুরপাক খেতে থাকবেন। যেটা এখন হুমায়ুন আহমেদ করছেন।
অতএব, অণু গল্প, চায়ের কাপে গল্প, ইনফিনিটি গল্প, আমসত্বা গল্প সবরকম গল্পই চলুক।
~রেনেট
গুড সাজেশান। আমারও একই কথা!
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- হাইরালচে রে! অক্করে হাইরালচে!!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধর ধর। পইড়া গেল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন