১.
আমি আর রায়হান মোবাইল নিয়ে গুঁতোগুঁতি করছিলাম। এমন সময় অরূপদা এসে হুংকার ছাড়লেন...
- আজ বাড়িতে একটা বিয়ে... আর তোরা মোবাইল নিয়ে পড়ে আছিস। তোদের বিচার বুদ্ধি কী কোনদিন হবে না?
আমি একটু লজ্জা পাওয়ার ভান করলাম। রায়হান মুখে সিরিয়াস একটা ভাব এনে বলল...
- সরি অরূপদা। বলেন... আমাদের কী করতে হবে?
আজ হিমু ভাইয়ের বিয়ে। আমাদের বাড়িতে তাই উৎসব উৎসব একটা ভাব সকাল থেকেই। অথচ কাল রাতেও এই ব্যাপারটা আমরা কেউই জানতাম না। আজ সকালে খাবার টেবিলে হিমু ভাই ঘোষণাটা দিলেন। জুবায়ের ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললেন...
- জুবায়ের ভাই, আপনি মুরুব্বী মানুষ। আপনার সামনেই কথাটা বলতে চাই।
আমরা সবাই বেশ অবাক হলাম। আমি, দ্রোহীদা, গোধুদা, শিমুল ভাই, সুমন ভাই, তারেক ভাই, কিং কং ভাই-বিপ্রতীপ দা, আলবাব ভাই,তারেক ভাই, কনফু ভাই... সবাই। হিমু ভাইয়ের মুখে এত গাম্ভীর্য আমরা কেউই কখনো দেখিনি। জুবায়ের ভাই কথা বললেন...
- বল।
- আজ রাতে আমি বিয়ে করছি।
আমার হাত থেকে চামচ পড়ে গেল। আমি ইঙ্গিতপূর্ণ দৃষ্টি নিয়ে দ্রোহীদার দিকে তাকালাম। যার অর্থ... ঘটনা কি?
হিমু ভাই পানির গ্লাসে বেশ সময় নিয়ে একটা চুমুক দিলেন। তারপর বললেন...
- মেয়ে ঠিক করে ফেলছি। মেয়ের বাবা মা বোধহয় রাজী হবে না। তাই কাজী অফিসে গিয়ে বিয়ে হবে।
জুবায়ের ভাই ঠাণ্ডা মাথার মানুষ। একটু হাসলেন...
- বিয়ে করবা ভালো কথা। কিন্তু ব্যবস্থা করার একটা ব্যপার আছে না? হুট করে তো আর বিয়ে রে ফেলা যায় না। কয়েকদিন টাইম নাও। আমরা সবকিছু সাজিয়ে নিই। তারপর ...
হিমু ভাই মাথা নাড়লেন। যার অর্থ হচ্ছে- আজ হিমু ভাইয়ের বিয়ে হতে যাচ্ছে এবং আমাদের 'সচলায়তন কুটির' এ নতুন বউ আসছে!
বাড়ির আনাচে কানাচে আজ বিয়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।
অরূপদা বাড়ি সাজাচ্ছেন... আমি, রায়হান, জিহাদ ওনাকে সাহায্য করছি। জলিল ভাই নতুন বউয়ের আগমনী উপলক্ষ্যে গান লিখছেন... মুর্শেদ ভাই, কনফু ভাই, শিমুল ভাই আর অমিত ভাই সবকিছু দেখাশোনা করছেন।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অরূপদা'র কাজ দেখছি এমন সময় লীলেন ভাই রুমে ঢুকলেন...
- মহিব। দ্যাখ তো... কেমন হয়েছে?
আমি লীলেন ভাইয়ের হাত থেকে কাগজটা নিলাম।
- এটা কী?
- আরে ব্যাটা... মানপত্র। বধূ বরণের মানপত্র।
আমি দাঁত বের করে হাসলাম। লীলেন ভাইয়ের মাথায় এত আইডিয়া কোত্থেকে যে আসে। আমি লীলেন ভাইয়ের দিকে তাকিয়ে বললাম...
- লীলেন ভাই, আমি তো ভালোমন্দ বুঝব না। আপনি বিপ্লব ভাইকে দেখান।
- আরে বিপ্লব ভাই তো সে কখন বেরিয়ে গেছে। হিমু'র বিয়ে উপলক্ষ্যে নাকি পত্রিকায় একটা লেখা দিবেন।
পাশের ঘর থেকে দ্রোহীদা আর গোধূদার চিৎকার ভেসে আসছে। ঝগড়ার বিষয় বস্তু মনে হচ্ছে... হিমু ভাইয়ের আসন্ন শালী। শিমুল ভাই ঝগড়া মেটানোর চেষ্টা করছেন!
২.
দুপুরের মধ্যে সচলায়তন কুটির মানুষে ভরে গেল। অতিথিরাও এসেছে... রেনেট ভাই... স্পর্শ...
আমি... রায়হান... গোধূদা... সন্ন্যাসীদা বারান্দায় বসে বসে বিড়ি টানছি। কাজ কর্মের হাত থেকে রেহাই পাওয়া গেছে। তিথি আপু আর শিমুল আপু এসে সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এক ঘণ্টা আগে বাড়িতে ঢুকেই তিথি আপু চেঁচামেচি শুরু করলেন...
- তোমরা বাড়িটার কী অবস্থা করেছ?
অরূপদা নীচু গলায় বললেন...
- না। বাড়ি সাজাচ্ছি।
- এটা কোন সাজানো হলো। দেখে তো মনে হচ্ছে একটু পর এখানে বাংলা সিনেমার শ্যুটিং হবে। যাও এখান থেকে সবাই। এটা ছেলেদের কাজ না।
গোধূদা বিড়িতে টান দিতে দিতে বললেন......
- টেনশনে আছি রে রায়হান।
- ক্যান?
- হিমু'র শালী কেমন হবে আল্লাহ জানে!
আমি বিরাট দীর্ঘশ্বাস ফেললাম...
- হুঁ। চিন্তার বিষয়।
গোধূদা খটমটিয়ে উঠলেন...
- তুই চিন্তা করস ক্যান? খবরদার... অসব কথা মনেও আনবি না। এমনিতেই দ্রোহীটা লেগে আছে।
সন্ন্যাসীদা ভাবের সাথে বললেন...
- এসব বউ... শালী সংসার আর কয়দিন?
এমন সময় বারান্দায় হিমু ভাই আসলেন। সাথে কনফু ভাই, শিমুল ভাই, দ্রোহীদা, মুর্শেদ ভাই, জাহিদ ভাই। হিমু ভাই বক্তৃতার ঢঙ্গে বললেন...
- সবাই মনোযোগ দিয়ে শোন...
এরপর হিমু ভাই কোত্থেকে কখন মেয়েকে বাড়িতে নিয়ে আসা হবে সব বর্ণনা করলেন। আমি বললাম...
- রাত বারোটায় কাজী কই পাবেন?
- কাজীর দায়িত্ব শিক্ষানবিসকে দিয়ে দিয়েছি। কাজী বাসায় নিয়ে আসবে।
৩.
রাত এগারোটা পঞ্চান্ন।
আমরা কলাবাগান মোড়ে দলবেঁধে দাঁড়িয়ে আছি। কনফু ভাই বললেন...
- কী হিমু ভাই? মেয়ে কোথায়?
- আরে ধৈর্য্য ধর। আসবে।
রায়হান ম্যান ম্যন করে বলল...
- না। বারোটা বেজে যাচ্ছে।
- ধৈর্য্য ধরতে বললাম না। তোমার এত টেনশন কীসের? বিয়ে তো তোমার না... আমার।
আমাদেরকে ধৈর্য্য ধরতে বলে... হিমু ভাই নিজেই পায়চারী করতে লাগলেন। একবার রাস্তার ঐ পাড়ে যান... আবার এ পাড়ে আসেন।
ঠিক এমন সময় রিকশা করে মেয়ে হাজির হল। আমরা সাথে সাথে পজিশন নিয়ে নিলাম। তীরুদা মাইক্রোবাসের ড্রাইভিং সীটে বসে গাড়ী স্টার্ট দেয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিং কং ভাই মাইক্রোবাসের দরজা খুলে দাঁড়িয়ে গেলেন... অত্নদ্র প্রহরীদা নিরাপত্তা কর্মী হিসেবে হৈ চৈ করছেন... আমি চিৎকার করে উঠলাম...
- হিমু ভাই। ভাবী চলে আসছে।
আমরা অবাক হয়ে দেখলাম হিমু ভাই আমাদের মত খুশী হচ্ছেন না। আরেফীন ভাই চিৎকার করে উঠল...
- আরে হিমু ভাই। ড়্যাব ট্যাব চলে আসলে সমস্যা হতে পারে ... এত রাতে।
ওদিকে হিমু ভাইয়ের টেনশন মনে হয় আরো বেড়ে গেছে। আমি হিমু ভাইয়ের কাছে গেলাম। কোমল কণ্ঠে বললাম...
- হিমু ভাই, সমস্যা কী? মেয়ে তো চলে আসছে।
হিমু ভাই আমার দিকে তাকিয়ে হুংকার দিলেন...
- ধুর বেকুব। মেয়ে তো একটা না... দুইটা আসার কথা।
মন্তব্য
ভাবাভাবি'র কিছু নাই।
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তোর ভাবি, আবার কে?
হাঁটুপানির জলদস্যু
তোর ভাবি না... ভাবিগণ হবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গল্প বইলা মনেই হইলো না...মনে হলো হাসাই ঘটছে এই ঘটনা!!! হিমু আমাগো সবাইরে তার বিয়াত দাওয়াত দিলে ভালোই মজা হইবো!!
বেশী জোশ!!
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
মজা হৈব মানে? মজার দেখসস টা কি?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হেঃ হেঃ ...
শিরোনাম দেখে একটু চমকালেও সাথের ক্যাটেগরী/কী-ওয়র্ড লিস্ট দেখে নিশ্চিন্ত মনে পড়তে ঢুকেছি।
ফিনিশিং ভাল হৈছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ভাল হতেই হবে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
জাঝা
সচলে এমন একটা বিয়ের উৎসব হলে মন্দ হয় না!
=============
"আগে কী সুন্দর দিন কাটাইতাম"
ইস! আসলেই হৈলে সেরকম হইত!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অসাধারণ!
হিমু ভাইকে একটি শুকনো কাঁথা। দুটো দিতে চেয়েছিলাম, কিন্তু ...
শুকনো কাথায় রোদ ওঠেছে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এই অনুষ্ঠানের মডারেটর কে ছিলো? আমি তার ফাঁসির দাবি নিয়ে এসেছি। ডুয়াল বিয়ে করতে চাই করতে দিচ্ছে না!
হাঁটুপানির জলদস্যু
হিমু ভাই... আমরা কী পুরা ঘটনা জানতাম? অরূপ ভাই মনে হয় জানত।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
পড়লাম, হাহাহা কাহিনী !!
ডুয়াল বিয়া ব্যাপারটা খারাপ না, ফাঁসির দড়ি একটা পড়লেই কি আর দুইটা পড়লেই বা কি, তয় দুইটা পড়লে ফাঁসিটা পোক্ত হইব
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ফাঁসিটা পোক্ত হইলে কুন সমসা নাই গো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
লেখা দুর্দান্ত! অলমোস্ট বিরিয়ানীর গন্ধ পর্যন্ত পেলাম।
তবে ডুয়াল বিয়ার পয়লা রাতে কয়টা বিড়াল লাগবে (মারার জন্যে)
তাই ভাবছি।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
ডুয়াল বিয়াই বিড়াল না মারলেও চলে।
হিমু ভাই কি বলেন?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সমাপ্তিটা বুদ্ধিদীপ্ত।
কিন্তুক আমি যে বিড়ি-সিগারেট একদম খাই না! আমার হাতে বিয়ারের বোতল বা মদের গেলাশ ধরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
গুরু এই নেন...---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- এই ব্যাটা অলওয়েজ চেঞ্জিং খালি উলটাপালটা করে। গুরু মানুষ, কিছু কৈতেও পারি না। আবার সৈতেও পারি না। বাজেটের কারণে কী সিগারেট হাতে ধরাইয়া দিছে কে জানে। হয়তো কে-টু নাইলে ইশটার ফিল্টার- দুজনে দুজনার।
আরে ব্যাটা, ইট্টু ঘাসপাতার আয়োজন থাকলে কী ক্ষতিটা হৈতো শুনি?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আরে গুরু।।।
বাড়িতে এট মুরুব্বি মানুষ।।। কি করুম কন? সিগরেট খাইতে হই লুকায়া শুকায়া।। ঘাসপাতা দেখলে উপায় আছে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- হ, তা অবশ্য ঠিকই। ঘাসের ভাগই পামুনা পরে ময় মুরুব্বিগো লাইগা!
এইটা এট্টা ভালো বুদ্ধি হৈছে বটে! (তালিয়া)
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাহাহাহাহাহাহহাহহাহহহা।।।
একডা বড় হাচা কথা কইছেন গো গুরু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ঘাশ-পাতা দরকার হইলে ধান্মন্ডি ৭ এ, এর দিকে চইল্লা আইসেন।
টুম-সোল
খুব বেশী মজা পাইলাম গল্পটা পড়ে। সচলায়তন পরিবারের সেইরকম রূপায়ন। লং লিভ সচলায়তন ফ্যামিলি!
— বিদ্যাকল্পদ্রুম
গল্পের সবচেয়ে আকর্ষনীয় জিনিস আসলে সেইটাই...গল্পের কোনো চরিত্রকে আমি কখনও দেখি নাই...তাও সবাইকে কাছের কেউ মনে হচ্ছিল...আসলে সামনা সামনির চেয়ে লেখা পড়ে মানুষকে বেশী চেনা যায়...
---------------------------------
লং লিভ সচল পরিবার...
আমি আসলে এই কারণে গল্পটা লিখছি। লিখতে লিখতে দেখছিলাম।।। মানুষ গুলোকে কি ভয়ংকর আপন মনে হচ্ছে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমি জানতাম এরকম একটা পেঁজগি হবে , এজন্য বিয়েতে যাই নি ।
জেবতিক ভাই,
পরের ফেইজে আপনারে অবশ্যি আসতে হবে...হিমুর ভাইয়ের আগের ঘরের দুই বউ আর আমরা সবাই মিলা জোট গঠন করে হ্যারে একটা সাইজ দিতে হবে।
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
রায়হানের সাথে একমত।
রায়হান তুমি এগিয়ে চল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
দিনকাল খারাপ। হিমু ভাইয়ের আরও বেশি খারাপ মনে হয়
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আপনে তো মিয়া ভালই আছেন। পহেলা বোশেখে চারুকলায় বসে থাকেন!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এত ঘটা কইরা বিয়া হইল, অথচ খবরই পাইলাম না! রাখেন দেখাইতেছি মজা, নতুন বউয়ের কানে হিমুর নামে বানোয়াট এক নারী-কেলেঙ্কারী রটাইয়া দিমু।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আপনেরে খবর দিছিলাম। কিন্তু আপনি বললেন পরমাণু গল্প নিয়া বিজি আছেন। তাই আসতে পারবেন না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এই হইল রিয়েল গল্প। বুঝতেই পারি নাই যে সানন্দে বোকা হওয়ার দিকে গড়িয়ে নামছি। কিন্তু মদিনার ঘরে ঘরে আজ যতই আনন্দ হোক, কয়েকটি বালক এককোণে দাঁড়িয়ে। আমি যাইতাছি তাদের নিয়া অপর কন্যাটিকে খুঁজতে। দেখি বরপক্ষ হইতে না পারলেও কন্যার বরাতে নতুন একটি কনেপক্ষ সাজিয়ে নামতে পারি কিনা। বঞ্চিতরা কনেপক্ষ হিসাবে দলে আসতে পারেন। আর যিনি নিরপেক্ষ তিনিই বর। নিরপেক্ষ একাধিক হলে নিজেদের উদ্যোগে ডুয়েল লড়ে আমাদের ফলাফল জানালেই চলবে। মারামারিতে আমরা নাই।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
মারহাবা আইডিয়া।
বরপক্ষ ঢাল তলোয়ার নিয়া রেডি হইয়া পর।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমি সবজান্তা। তাই জানতাম যে হিমু ভাই এর কপালে কোর টু ডুয়ো নাই।
তবে হিমু ভাই, চিন্তা করবেন না, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে সিঙ্গেল কোর পেয়েছেন তিনি একাই ৬৪ বিট।
গুডলাক উইথ দ্য কম্পুটিং
---------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আরেকটু হলেই হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম আর কী!
(বিপ্লব)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
তাও ভাল ।।। পড়েন নাই। পত্রিকায় লেখার কি হইত তাইলে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আহারে দুইটা বউ। অথচ খাবার দাবারের কোন নাম নিশানা নাই? একী করলে ভাই পরিবর্তনশীল?
খাবার আপনার রান্না করার কথা!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তীরুদারে ডেরাইবার বানাইছেন! খাইছি আপ্নেরে! সব পরিবর্তন কইরা দিমু!
তবে ইদানীং আমি ড্রাইভারই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা রাগ করলেন নাকি?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বিয়ার আসর বরাবরই আমার বোরিং লাগে... সেইটা কাটাইতে আমি একটা তরিকা বাইর করছিলাম... গ্রিন স্টোর বা ওয়াইন এম্পোরিয়াম থেকা একটা কেরুর (জরিনা) পাইট নিতাম আর বিয়ার আসরে একের পর এক বোরহানি খাইতাম... সবসময়ই আমার হাতে বোরহানির গ্লাস থাকতো... এক কোনায় বইসা বইসা বোরহানি খাইতেছি...
আমি আবার র বোরহানি খাইতে পারি না...
এখন বিয়াতে বউ বাচ্চা নিয়া যাইতে হয়... আমার বোরহানি আর খাওয়া হয় না... কপাল... এইজন্যই হিমু ভাইয়ের বিয়াতে যাই নাই...
লেখা ভালো হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
কই আপনেরে দেখলাম মনে হইল!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- এক হিমুরে আর কয়বার বিয়ে দিবেন?
ও না জর্মন দেশে আসার আগে একবার বিয়ে করলো লুকিয়ে! অরূপ জানেতো ঘটনা, জিজু এখন চুপ করে আছো কেনো?
মনে নাই, ঐ যে একবার সান্ধ্যকালীন সংসদভবনীয় অভিযানের পর হিমুর কি একটা জটিল রোগ হলো, একেবারে হসপিটালাইজড। আমরা যে সবাই দোয়া করেছিলাম ওর জন্য। সে যাত্রা বেঁচে গেলেই না আন্টি অনেক ধরে টরে 'নষ্ট' হয়ে যাওয়া কয়লার টুকরাটিকে বিয়ে দিয়ে দিলো!
আর শিমুল তো জানে আরেক কাঠি সরেস ঘটনা। এটা নাকি হিমু'র প্রথমবার 'ফ্রি-সেক্স' দেশে ভ্রমনের কিচ্ছা। ঐটা বললে অবশ্য আমি বলোকড!
পরিবর্তনশীলের লেখাটা জম্পেশের ইট্টু বেশি হৈয়া গেছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খাড়ান। আপনেরে লইয়া গল্প আইতাছে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
পরবর্তী কাহিনী কী রকম হতে পারে?
দুই মেয়েই চলে এসেছে। চাঁদতারা সাক্ষী রেখে বিয়ে হয়ে গেছে। বাংলা একাডেমি অভিধান দিয়ে পবিত্র গ্রন্থের কাজ চালানো হচ্ছে। কাজী শিক্ষানবিস বলছেন, "বলুন, আপনি সিজিপিএল এর আওতায় এই দুই জেনানাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে সম্মত আছেন?"
হিমুর হাত থেকে বিয়ারের হাফলিটারি গ্লাস পড়ে গেলো মাটিতে। "সিজিপিএল মানে? রীতিমতো কপিরাইট করা বউ এই দুইজন! ফাইজলামি পাইসো?"
শিক্ষানবিস জিভ কাটে। নিচু গলায় বলে, "হিমু ভাই, বাংলা উইকিপিডিয়া ভাবিদের কিছু আর্টিকেল যোগ করতে বলবেন।"
হিমু বললো, "আচ্ছা কমু, দেখি, সময় পাইলে টুকিটাকি যোগ করবে। কিন্তু সময় কি পাওয়া যাবে, বলো? কতো কাম এখন সামনে!"
মাহবুব লীলেন হাসিমুখে এগিয়ে এলেন এক কৌটা লুব্রিক্যান্ট আর একটা মাইক হাতে, সাথে দু'জন বাজারলক্ষ্মী। "সব পিছলা পিছলা নয়, আসল পিছলা কারে কয়, ধইরা দ্যাখো ...।" বাজারলক্ষ্মীদের ওড়না খসে পড়ে মিয়াবাড়ির ইঁটকাঠের মতো, দুমদাম।
হিমু আড়চোখে তাকিয়ে দ্যাখে। সদ্যবিবাহিতা দুই স্ত্রী চার চোখ পাকায়।
এক কোণায় শালি নিয়ে ভাগবাঁটোয়ারায় ব্যস্ত ধূসর গোধূলি আর পরিবর্তনশীল। রায়হান ল্যাপটপে মিলার গানের ভিডিও দেখছে আনমনে। জাহিদ হোসেন ডুয়াল বিয়ে নিয়ে একটা অণুগল্প লিখে দেখাচ্ছেন মুজিব মেহদীকে, তিনি বলছেন, "গল্পাণু লিখুন বরং।" জ্বিনের বাদশা একটা দুষ্টু গেসবল লিখছেন, বাসর ঘরে ক্যাম্নে কী ঘটতে পারে তা নিয়ে। মাশীদ আর বিবাগিনী কী যেন রান্না করেছিলো, কিন্তু কেউ সেটা খেতে রাজি হচ্ছে না, সবাই নাকি বাসা থেকে খেয়ে এসেছে। সবুজ বাঘ গল্প শোনাচ্ছেন সুমন চৌধুরীকে, "তারপর ন্যা দুইটা নরমসরম বিড়াল আইসা বিছারা বাঘটারে কাইত কইরা ধরল ...!" সুমন চৌধুরী বলছেন, "গুল্লি!" শোহেইল মতাহির চোধুরী স্মরণ করছেন পুরনো বন্ধু মুখফোড়কে। অরূপ বিরস মুখে উপহারের প্যাকেটের ওপর লেখা নামধামগুলি স্পেলচেকার দিয়ে পরীক্ষা করছে।
হই হট্টগোল চলছে চারদিকে, এর মাঝে কনফুসিয়াস এগিয়ে এসে বললো, "হিমু ভাই, বিয়ে তো হয়ে গেলো। ভাবিদের বাসায় রেখে এসে এবার কাজ করতে বসেন। অতিথি লেখকদের অনেকগুলি কমেন্ট জমা হয়ে আছে।"
হাঁটুপানির জলদস্যু
- বাসায় বউদের কোনো মতে ঢুকিয়ে ফিরে এসে সবার সঙ্গে অতিথি লেখকদের এন্টারটেইনে যোগ দিলো হিমু বিরাস বদনে। মনে মনে ব্যাটা কনফুসিয়াসকে প্যাদানোর পাঁয়তারা কষছে। ব্যাটা নিজে ঐদিকে পুরান ঢাকার খিলি পান মুখে দিয়ে তিথির সঙ্গে খিলখিল করছে আর হিমু'র এই মহৎ দিনে কি না তাকে দিয়ে কমেন্ট আর পোস্ট পড়াচ্ছে তাও অতিথি লেখকদের। কালো মুখটা আরও কালো হয়ে চারকোলের মতো যায় হিমুর। হঠাৎই তার খেয়াল হয়, এখানে তো সবাই আছে কিন্তু ঐ পাঁজি হতচ্ছাড়াটা গেলো কই?
দুঃস্বপ্নের প্রমাদ গোণে হিমু। তার আশে পাশে সবাই হৈ-হুল্লোর করছে কিন্তু কেবল ধুসর গোধূলিই নেই সেখানে!
উঠতে গিয়েও উঠতে পারে না হিমু। মুষলধারে কমেন্ট আর পোস্ট পড়তে থাকে অতিথিদের। আগামি এক ঘন্টায় হিমুর তার জায়গা থেকে নড়ার শেষ সুযোগটিও নষ্ট হয়ে যায়...।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জলদি হাতে বেছে-বুছে কয়েকটি কমেন্ট সচলায়তনে ছেড়ে দিয়েই মনটা প্রফুল্ল হয়ে উঠলো তাঁর। বহুপ্রতীক্ষিত বাসররাত শুরু হতে যে দেরি নেই আর!
বউ দু'জনকে ঘরে ঢুকিয়ে সবে হাঁটা ধরেছেন বাথরুমের দিকে, ঠিক তক্ষুণি বেজে উঠলো কলিং বেল।
- কলিং বেল তো নয়, কলিং াল! - গজগজ করতে করতে দরজা খুলেই বাকরুদ্ধ হয়ে পড়লেন তিনি।
দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন গোয়েন্দা ঝাকানাকা আর
পুলিশের গোয়েন্দা বিভাগের ডাকসাইটে দারোগা কিংকু চৌধারি!
(চলবে)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- জনাব, আপনার তথ্যগত ভেম হয়েছে। মহামতি কনফুসিয়াসের বক্তব্য খিয়াল করার আবেদন জানাচ্ছি। তাঁর ভাষ্যমতে, হিমু বউদের বাসায় রেখে বেরিয়ে গেছেন কাজে! আপনি কেনো কর্তব্যপাগল হিমুকে বাসাতেই বসিয়ে রাখতে চান?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভেম স্বীকার বা শুদ্ধ করতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু আমার মন্তব্যে লেজুড় জুড়ে দিয়ে সম্পাদনা অপশনের বারোটা বাজিয়ে দিয়েছেন আপনি
এখন পরিবর্তনশীল ইচ্ছে করলে আমার মন্তব্যটি ঘ্যাচাং করে দিতে পারেন গল্পটিকে টেনে লম্বা করতে চাইলে। আমার কুনো আপিত্ত নাই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- তাইলে তো এইবার আমার ভেম স্বীকার কত্তে হয় ধাধা।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা হা হা হা হা।।।।।।।।
থামলেন কেন??
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- থামলাম কৈ?
আমাদের ভেম স্বীকার করলাম।
আপনে গুরু ভেম ঠিক কৈরা দ্যান। পুনরোদ্যমে আবার বিসমিল্লাহ করি।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পরের কাহিনি কিন্তু আপনেরে লইয়া আইতাছে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এইসব ঠিক না, সবাইরে ভাল দেখাইয়া আমারে দায়িত্ব-অসচেতন বানানোর চেষ্টা!
ভাল হইবো না কইলাম! সব রোষ্ট কইলাম একাই খাইয়া ফালামু!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হ...কনফু ভাই। আমি আপ্নের লগে আছি।
পোলাপাইন বেশি বাইড়া গেছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কাজী না পায়া শেষে নিজেই কাজী হইলাম! ঐ সিজিপিএল এর আওতায় বিয়া করানোর বুদ্ধিটা কিন্তু আমার না, ঐটা পরিবর্তনশীল আর রায়হান আবীর দিছিলো।
হিমু ভাই, আপনি তো পুরা মনের কথা কইয়া দিলেন। আমি কাউরে পাইলেই বাংলা উইকিতে লিখতে কই।
— বিদ্যাকল্পদ্রুম
হাহাহাহাহা
এতবড় ডাবল বউ বিয়ের দাওয়াত পেলাম না
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনি না তিথি আপু- শিমুল আপুর সাথে আসলেন। তারপর আমাকে জোরে একটা ধমক দিলেন
- এটা কোন ঘর সাজানো হল! তোদের বুদ্ধিশুদ্ধি হবেনা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
জনাব হিমু , আপনার বিবাহ অনুভূতি নিয়ে তাহলে হয়ে যাক একটা স্বাক্ষাতকার...?
তবে ইতিপূর্বে বিবাহিত বউয়েরা অভিযোগ করেছে তাদের না জানিয়ে আপনি ....সেই বিষয়ে কি প্রশ্ন করা যাবে...??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হা হা হা।।। এটা হইতেই হবে। আপনি বিয়েতে আসলেন না কেন?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমি আসলামনা...হিমু বেচারা শখ করছে, পাছে আবার মেয়েগুলো আমার প্রেমে পড়ে যায়.....ওইদিকে শালি আসক্ত ধু গোর একটা কিছু হবার সম্ভাবনা ....সব মিলিয়ে এযাত্রায় হলোনা , তাই ভাবলাম হিমু বিবাহে যৌতুক দাবী করেছে কিনা, মেয়ের বয়ষ কুড়ির কম কিনা এই বিষয়গুলো খানিকটা খতিয়ে দেখা দরকার....
---------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আপনেও তাইলে...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সত্যি কথাটাই বলেন না! ফোনে তো বললেন যে আপনার স্যুট আর টাই ধোপাবাড়ি থেকে তখনও আসে নাই। স্যুট-টাই না পরে বিয়ে খেতে গেলে বিয়েবাড়ির লোকজন নাকি আপনাকে খাটিয়ে নেয়। এটা একটা কথা রে ভাই? নাহয় বোরহানি দুই গ্লাস বেশি খাইতেন।
পরেরবার কিন্তু কোন না শুনবো না। দরকার হলে লুঙ্গি পরে চলে আসবেন।
হাঁটুপানির জলদস্যু
- পরেরবার কীরে আবার!
তুই কি আরও একবার যুগল বিয়া করতে চাস নাকি?
ডিসপ্যানসারী কি খালি কইরা ফেললি নাকি?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হিমু ভাইয়ের বিয়েতে আমার কোনো ভূমিকা নেই কেন?? মাংসের তরকারিতে লবণ হয়েছে কি-না, সেটা আমি ছাড়া আর কে দেখবে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ...ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কে বলছে আপনে নাই?
সচলায়তনের সবাই আছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ব্যাপক। কিন্তু আমার বউ পোলা কই???
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপ্নের স্বপরিবারে দাওয়াত করা হইছিল।
কিন্তু আপ্নে নিয়া আসেন নাই।
আমরার কী দোষ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
খাইছে।
আমি কই ছিলামরে-------------
ঐখানে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কাল রাতেই লেখাটি পড়েছিলাম । এক কথায় দুর্দান্ত... সচল পরিবার দীর্ঘজীবী হোক...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
এই গল্পের মূলকথা কিন্তু এটাই।
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কাজকর্ম শেষ করে গভীর রাতে বাসরঘরে ঢুকল হিমু।
বড্ড ক্লান্ত লাগছে। কিন্তু মনের ভেতর বাজছে দামামা। আহ! এতদিন পর সেই সাধের দুই বউ...
কোন বউয়ের ঘোমটা আগে সরাবে ভাবতে ভাবতে অন্ধকার ঘরটার দরজা আটকাল সে। এমন সময়...
এ কী? বিছানা খালি কেন?
হিমুর বুকটা ধ্বক করে উঠল!
পাশেই ছোট একটা ব্যালকনি। সেখানে উঁকি দিয়েই আবার মনে স্বস্তি ফিরে এল তার। ঐ তো দুজন দাঁড়িয়ে পাশাপাশি, গল্প করছে...
হিমু এগিয়ে এল সামনে। নিচু গলায় রোমান্টিকতার সুর এনে বলল, কেমন আছ বধূরা?
দুই বউ একইসঙ্গে পেছনে ফিরল। সমস্বরে বলল, ভালো আছি হিমু!
হিমু নরম গলায় বলল, এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থেক না, চল ঘরে চল!
দুই বউ একজন আরেকজনের দিকে তাকাল। তারপর হিমুর দিকে ফিরে একজন বলল, আমরা দুজনই?
হ্যাঁ, সমস্যা কী?
মানে...
মানেটানে কিছু নেই, আমার ওপর ভরসা রাখ, ঘরে চল...
হিমু সেটা হয় না, দুই বউ নিয়ে তো এক ঘরে যাওয়া যায় না! আমাদের লজ্জা করবে, আমরা একজন একজন করে তোমার সঙ্গে বাসররাত কাটাতে চাই...
হিমু বিরক্ত লাগছিল। এমনিতেই টায়ার্ড, রাত পার হয়ে যাচ্ছে, তার মধ্যে এত সব আদিখ্যেতা! এইসব বিনয়ী টাইপের ভদ্র মেয়েদের চয়েস করাটাই তার ভুল হয়েছে!
বলল, ঠিক আছে! ঠিক আছে! তাহলে কে প্রথমে যাবে বাসরঘরে?
প্রথম বধূটি দ্বিতীয় বধূকে বলল, আপনিই আগে যান আপা!
দ্বিতীয় বধূ আরো বিনয়ী, সে বলল, না না, আপনি আগে...
আরে না, আপ প্যাহেলে...
আপ প্যাহেলে--
আপ...
আপ...
আপ--
আপ...
চরম ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আরো ঘণ্টাখানেক এই বিতর্কের সমাপ্তি ঘটার আশায় ব্যালকনিতে দাঁড়িয়ে রইল হিমু।
তারপর আবার বেডরুমে ঢুকে শেরওয়ানিটা খুলে শর্টস আর টি-শার্ট গায়ে চাপিয়ে আবার পিসির কাছে ফেরত গেল! মডারেশনের জন্য এতক্ষণে নির্ঘাত্ আরো অনেক কমেন্ট জমা হয়েছে...
--------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
হা হা...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হবে, হবে, আপনাকে দিয়েই হবে। কিন্তু আমাকে কি আবারও সেই শনি-সোম-বুধ আর রবি-মঙ্গল-বৃহস্পতির শিফটে "সংসার" করতে হবে?
হাঁটুপানির জলদস্যু
না না ... এইটা হইলে আর ডুয়াল বিয়ের মজা কী? সব বউ একসাথে একঘরে থাকতে হবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মেয়ে দুইটার একটা জার্মান, আরেকটা ক্যামেরুনের। এইবার বাকিটা বুইঝা লন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আমিও এটাই সন্দেহ করতেছিলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হিমুর বিয়েতে বরযাত্রী দলেই আমার থাকার কথা কিন্তু সচেতন বা অচেতন ভাবে যেহেতু আমার নাম লিস্টে দেখছি না , অগত্য ফারুক ওয়াসিফের সাথে কন্যার দলেই থাকার স্বিদ্ধান্ত নিলাম ।
এতে লাভ হবেই মনে হয়। কন্যা দলে পাব বান্ধবী আর হিমুর দলে এক ঝাক বেয়াইন সাহেবান !!!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আপনি তো ছিলেন। মনে নাই? ডুয়াল বিয়া এই ফার্স্ট না... আগেও ইতিহাসে ঘটছে... এটা কইতেছিলেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এতবড় একটা ঘটনা কোন খবরই পেলাম না । দাওয়াত না পাইলেও কিন্তু গেছিলাম । পরিবর্তনশীল একটা বিড়ি চাইছিলা মনে আছে।
হ... আমারও মনে আছে।
আমি আপ্নের কাছে বিড়ি চাইলাম। আপনি বললেন...
- বিড়ি নাই। তবে লাইটার আছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এইসব পোলাপাইন পারেও!
ফাতরার দল ... ...
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
ভাইজান ফাতরা মানে কী?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সচল শেষ পর্যন্ত বঊয়ের আঁচলে ঢাকা পড়ল!
(ক্লান্ত পথিক)
................................................................
যদি এতদিন পর মনে হয়
দেরি হোক, যায় নি সময়।
ভাইজান কী কইলেন? না মানে ... বুঝতেছি না। বউ না কী বললেন যেন!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আজব!!!
হিমু ভাইয়ের বিয়ে তে আমি নাই মানে??
রান্না করবে কে?? সবাইকি হাওয়া খাবে নাকি?
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
বিরাট ভুল হয়ে গেছে। আপ্নের রান্নার কথা লেখা হয় নাই। ফাঁকিবাজী রেসিপি দিয়ে একটা স্যুপ রান্না করছিলেন। আমি আর গোধূদা বিশেষ একটা জিনিস মনে করে আনন্দের সাথে গেলাসের পর গেলাস খাচ্ছিলাম। আপনি হঠাৎ হাজির।
- এই । তোরা এখন খেয়ে ফেলতেছিস কেন?
গোধূদা লজ্জায় মাথা নীচু করলেন। আমি ভেড়ার মত বললাম।
- আমরা তো এটাকে ইয়ে মনে করেছিলাম! খাইতেও ঐরকম হইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মাইর দিব
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
স্যুপ খেয়ে শক্তি বেড়ে গেছে। মাইর দিলে কোন লাভ নাই। একটুও ব্যথা পাব না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমার নাম ও অতিথি লিস্টে দেখতে পাইলাম বইলা মনে হইলো
গল্প যথারীতি সেইরকম।
~রেনেট
আর কী? আপনি হিমু ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে নাচার অপচেষ্টা করে পুরা শিবলী ভাইয়ের মত নেচে ফেললেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বেশ ভালভাবেই সকল চরিত্রকে একীভূত করেছেন। প্রথম প্রথম ঠিক বুঝে উঠতে পারছিলাম না; ভেবেছিলাম সত্যিই বোধহয় আপনারা একে অপরকে চেনেন...
আপনার শব্দচয়ন আসলেই জোস্। 'আসন্ন শালী' শব্দটা আমার খুব মনে ধরেছে...
রিজভী
--------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;
সত্যিই তো চিনি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সাতানব্বই ...
আর তিন রান লাগে ...
আছেন কি কোন দয়ালু ভাই (বা বোন)?
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
- আপনে কি কনেপক্ষ জনাব?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সেঞ্চুরি।
সচলায়তন ফ্যামিলি আসলেই সেইরকম। বিয়ার অনুষ্ঠানে আসেন নাই এমন কেউ তো বোধ হয় নাই। সেঞ্চুরি কি আর সাধে হইল।
— বিদ্যাকল্পদ্রুম
বাংলাদেশি ব্যাটসম্যানদের মত সেঞ্চুরি কইরাই আউট।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
যেহেতু এই আক্রার বাজারে হিমুর দুটো বিয়ের মোহরানা দেওয়ার সামর্থ না-ও থাকতে পারে, আমি ইউনুস সাহেবকে বলে রেখেছি হিমুকে মাইক্রো-বিবাহ ক্রেডিট দিতে। বলা বাহুল্য এই মাইক্রো-বিবাহ বিরিয়ানী খাওয়ার পরেই নাল এন্ড ভয়েড হয়ে যাবে। বাসরঘরের খরচ বেচে যাবে, দেশের জনসংখ্যা অক্ষুণ্ণ থাকবে। ইউনুস আরেকটি নোবেল পাবেন।
পরবর্তী সচলের বিয়েতে বিভিন্ন খরচের দায়িত্বটা আপনাকেই দিতে হবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
...এবং ঋণের কিস্তী দিতে অসমর্থ হওয়াতে ইউনুসের পাইক বরকন্দাজরা এসে হিমুর কাপড়-চোপড় খুলে নিয়ে যাবে। তা দেখে এক হাফ আমেরিকান পরীর মত মেয়ে এসে বলবে "হাউ কিউট!" এবং তাকে সাত দিনের জন্য বিয়ে করবে এবং ইউনুসের পাওনা মিটিয়ে দেবে। তবে ইউনুসের শর্ত থাকবে এসব কথা আমেরিকাতে ফিরে লিখতে পারবে না।
ইউনুস যদি সুন্দরী ও তন্বী কাউকে পাঠায় কাপড়চোপড় সংগ্রহের জন্যে, তাহলে আমি নিজের হাতে খুলে দিতে রাজি আছি। সাথে কিছু সমাদরও করতে ইচ্ছুক।
হাঁটুপানির জলদস্যু
হিমু ভাইকে আসলে ৪টা বিয়ে একসাথে দেয়া উচিৎ। একবারে সুন্নত সমাধা।
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
কারেকশানঃ চারটা বিয়ে না।
একটা বিয়ে কিন্তু চারটা বউ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হুমম
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
এভাবে বললে লজ্জা পাই কিন্তু ... !
হাঁটুপানির জলদস্যু
হায় হায়
পড়ার সময় কিন্তু একেবারে সত্যি সত্যি মনে হচ্ছিলো !
ইশ ! ...এইরকম সত্যিই হলে কি দারুণ হতো, তাই না ?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
"আহারে " কইলেন না ক্যান?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- আপনে করেন 'আহারে'র চিন্তা আমি করি, হুজুরাইনের 'শখ কতো'র চিন্তা। শখ তো শখ না য্যান গাছে ধরে আরকি!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহা !
করি না একটু শখ, গাছে না হয় না-ই ধরলো, তাই বইলা...
নিজের রাস্তা শালীময় হইতেছে বলিয়া মনে মনে তো ডুগডুগি বাজাইতেছেন !!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
খাইছে!!!!!!!! আমি পরীক্ষা দিতে দিতে এতগুলো মন্তব্য পড়ে গেছে এই পোষ্টে!!!!!!!!!!!!!!
পরিবর্তনশীল, তোমারে হাতের কাছে পাইলে মাইর দিমু। নিজের শালী লইয়া বাঁচি না উল্টা হিমুর শালী নিয়া ধু.গোর সাথে গ্যাঞ্জাম করমু আমি?
কি মাঝি? ডরাইলা?
- ভায়রা ভাই, মাইর আমিও দিমু।
এইটা একটা কথা হৈলো? আপনের শালীর লগে তো আমার বিয়া একরকম ঠিকই কইরা ফেলছেন। এর মধ্যে কী না আমাদের দুইজনরে দেয় কাইজ্যা লাগাইয়া!
ধরেন অলওয়েজ চেঞ্জিংরে। আইজ অরে তক্তা মাইর দিমু।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইয়ে মানে আমার শালীর লগে আবার কখন কি ঠিক হইলো? কে ঠিক করলো?
কি মাঝি? ডরাইলা?
- মিছা কথা কইলে পরকালে আগুনের কেচকি দিয়া জিহ্বা কাটা হইবে, এইটা আমার না হাদিসের কথা।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দ্রোহী ভাই... এতক্ষণ পর কোত্থেকে আসলেন। খাবার দাবার তো শেষ। দেখি বিবাগিনী আপুরে বলে। কিছু একটা রেঁধে দেওয়ার জন্য।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আজকে আমি ডাল ভাত আর চিংড়ীর ভর্তা বানিয়েছি।
চলবে দ্রোহীর (যাকে এখন আমি আর কাকা ডাকিনা)?
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
শালার আমি সবখানেই লেট
খাবার দাবার কিছু আছে নাকি??
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
দুঃখিত... খাবার শেষ। তবে দাবার রয়েছে। লাগলে আওয়াজ দিয়েন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শ্যালিকার ভাগ বাটোয়ারা কি শেষ? হিমু ভাই এর সু দৃষ্টি কামনা করছি
এতক্ষণ পর আইছেন শালিকার জন্য। যুদ্ধের তীব্রতায় একজন শ্যালিকা আজ মৃত্যুশয্যায়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কম্পিউটারের মাউস টিপতে টিপতে ক্খ্ন যে স্চলায়তন এর পাতায় এসে পৌছলাম টের পাইনি। হিমুরে নিয়া গল্পটা এবং মন্তব্যগুলো ভালো লাগলো তবে হাসি পাইছে বেশি , আরে ভাইসব আপনারাতো হিমুর আসল ঘট্না জানেনই না । সেতো স্কুল জামানায় একবার বিয়ে করেছিল (যখ্ন সে সিলেট থাকতো) , তাও সিঙ্গুল কিংবা ডাবল ন্য় একেবারে ত্রিপল (হ্যট্রিক)। আমি নিজ কানে হিমুরে ৯ বার কবুল বলতে শুনছি (প্রতি জনের জ্ন্য ৩ বার করে) তবে শব্দদুষনের জ্ন্য পাত্রীত্রয়ের কবুল শুনতে পারি নাই।
হিমু ঘট্নাটা চেপে গেছে হয়তো লজ্জায় কিংবা আইনের প্রতি শ্রদ্বাশী্ল বলে (জেনেরাখুন ঃ আমাদের দেশী্য় আইনে বাল্যবিবাহ হারাম)।
পাত্রীত্রয়ের নাম (কবুল বলা অনুসারে)
১) K squre
২) Bottomless
৩) Four Double
--------------------------------------------------
হিমুর স্কুলবেলার বন্ধু
আলতুর ভাই ফালতু
বিঃদ্রঃ দোস্ত হিমু মাপ করে দিস!!
এমন অমূল্য তথ্য জানানোর জন্য আপনাকে (বিপ্লব)।
আরো কিছু কাহিনী শোনান।.।.।.
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কঠ্ঠিন হয়েছে তো!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভালো কথা। আপনি এত লেইট ক্যান?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হাসতে হাসতে পেটে খিল.. অসাধারন লেখা এবং মন্তব্য।
কল্পনা আক্তার
...............................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আপামনি... এতদিন কই আছিলেন?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শিরোনাম দেখে সত্যি ভাবলাম হিমু ভাইয়ের বিয়ে, পরে ক্যাটেগরী দেখে বুঝলাম ঘটনা অন্যকিছু।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
বিমলানন্দ পেলুম!!!
ওরে কত কথা বলে রে মানুষ!
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
নতুন মন্তব্য করুন