বাঁশবাগানের মাথায় চাঁদ উঠেছে...

পরিবর্তনশীল এর ছবি
লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: বুধ, ০৭/০৫/২০০৮ - ১২:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর ভাল্লাগেনা। সামনে ফাইনাল পরীক্ষা।
আর শেষ মুহুর্তে চলছে- রিপোর্ট, এসাইনমেন্ট, ভাইভা...
আর আমি বিক্ষিপ্ত মাথা নিয়ে বিক্ষিপ্ত কিছু লিখে ফেলার চেষ্টা করছি। এরই উদাহরণ দিলাম আজকে। এই দুটি গত সেমিস্টারের কোন এক বাঁশময় মুহুর্তে রচিত হয়েছিল। এবং আইইউটি'র ম্যাগাজিনে এসেছিল। নতুন সেমিস্টারে নতুন ভাবে আবার লিখলাম...

মাইক্রোপ্রসেসর এসাইনমেন্ট।

তোমাকে লেখার জন্য- হে মাইক্রোপ্রসেসর এসাইনমেন্ট।
আমি কত রাত চোখের পাতা এক করিনি।
শুধু বারবার মনে হত- সে মানুষটি'র কথা-
যার কাছে তোমাকে রেখে আসতে হবে।

তিল তিল করে যে তোমাকে গড়ে তুললাম-
সে তোমাকেই কিনা অন্যের ঘরে রেখে আসতে হবে-
সেই তোমাকেই কিনা- একজন পরপুরুষ
পরীক্ষা করবে।

কী নিষ্ঠুর! এই লাল ইটের পৃথিবী।

###########

অবশেষে বাঁশবাগানে (Auditorium)

[ আইইউটির পরীক্ষাসমূহ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়]

তবুও জীবন থেমে থাকে না।
সময়ের হাত ধরে একদিন সেমিস্টার ফাইনাল আমার কাছে এসে দাঁড়ায়।
বাঁশবাগানের মাথার উপর overhead transmission line দেখা যায়।
হাজার হাজার ভোল্টেজ বিদ্যুত প্রবাহ নিয়ে নবীন প্রবীণ বাঁশেরা জেগে ওঠে।

আমি মোটেও অবাক হইনা-
বাঁশেদের এই রূপ কত চেনা আমার!

চোখ বুজে দেখতে পাই- অগণিত quiz, class test, lab report
কিংবা assignment...
তারাও কত নির্জন রাতে- কত বাঁশঝাড়ে
আমাকে ডেকে নিয়ে ছিল।

আমি তো এই বাঁশবাগানেই বড় হচ্ছি।


মন্তব্য

জিফরান খালেদ এর ছবি

হাহাহা...

সিম্পলি কঠিন হইসে...ঐ ব্যাটা তোর কবিতা কই?

পরিবর্তনশীল এর ছবি

আমার কবিতা? বাঁশবাগানে... দেঁতো হাসি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ভাই, বাঁশগুলো কি আছিলা? হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

কেন? আপনি জানেন না? দেঁতো হাসি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

খুবই সুন্দর হইছে। ১মটা বেশি বেশি সুন্দর দেঁতো হাসি

ফেরারী ফেরদৌস

পরিবর্তনশীল এর ছবি

হাসেন কেন? আমি মরতেসি দুঃখে আর আপনি হাসেন! হো হো হো

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঞঁ!

পরিবর্তনশীল এর ছবি

ঙঁ!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মুশফিকা মুমু এর ছবি

হো হো হো মাইক্রোপ্রসেসর এসাইনমেন্ট -- দারুন
------------------------------------------------------
মূর্ছনা কেটে গেছে সুর
জোছনা ছড়ায় বেদনা, হৃদয় আনমনা ... চির চেনা তুমি অচেনা।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পরিবর্তনশীল এর ছবি

হাসবেন না বললাম। দেঁতো হাসি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঘোঁৎ!!!

(পুরোনো ব্যাথাটা চাগান দিয়া উঠল)

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পরিবর্তনশীল এর ছবি

আমার কাছে কখন পুরানো হবে!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্দেশ্যহীন এর ছবি

আর কিছু কওয়ার নাই...স্রেফ জটিল।
এই বাঁশ বাগানে-বাগানেই জীবন গেল! মন খারাপ

পরিবর্তনশীল এর ছবি

এই বাঁশবাগানেই মরতে হবে... মন খারাপ

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্... বেশ পরীক্ষামূলক (!) কবিতা হইছে!!______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

পরীক্ষামূলক নাকি পরীক্ষা-বিষয়ক?

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঐটাই... মূলে তো পরীক্ষাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

এক্সখিউজ মি, থার্ডাইয়ের স্যুটটাই আপনি কেন পরে আছেন?


হাঁটুপানির জলদস্যু

পরিবর্তনশীল এর ছবি

তাই তো বলি! থার্ড আই তার প্রোফাইলের ছবি চেঞ্জ করে ফেলল ক্যান!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিঝুম এর ছবি

ভাই হিমু, আমাদের যন্ত্রনায় থার্ডাই সুট টাও খুইলা পাঞ্জাবী ধরসে। নজ্রুল ভাইয়েরো এই দশা কইরেন না।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

শেখ জলিল এর ছবি

বাহ্! এতো দেখি দারুণ বাঁশকবিতা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পরিবর্তনশীল এর ছবি

বাঁশকবিতা... হো হো হো

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৌরভ এর ছবি

ষ্ণঁ!


আবার লিখবো হয়তো কোন দিন

পরিবর্তনশীল এর ছবি

ঙঁ! ঞঁ! ষ্ণঁ!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিন্দিতা এর ছবি

এবার পরীক্ষাকে ভাল করে বাঁশ দাও।
ভাল লেগেছে আগের মতোই।

পরিবর্তনশীল এর ছবি

পরীক্ষাকে বাঁশ দিব ক্যাম্নে। মন খারাপ

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তীরন্দাজ এর ছবি

বেশ কঠিন অবস্থায় আছেন বলে মনে হচ্ছে। তবে এর মাঝে যে সৃষ্টি থেমে থাকে না, তা প্রমান করলেন সাথে সাথে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পরিবর্তনশীল এর ছবি

পরীক্ষার খাতায়ও কম সৃষ্টিশীল হব না। নিজে বানায়ে বানায়ে লিখব।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- জার্মানীতে কাউকে মনে করেন আপনি আপনার পশ্চাৎদেশে আধা বের হয়ে থাকা বাঁশটা দেখিয়ে বললেন,
ভাই দেখো দেখি কী কান্ড, বাঁশ ঢুকে আছে জায়গামতো...!

উত্তর পাবেনঃ ফিল গ্লুক (মানে বেস্ট অফ লাক) অথবা ফিল শ্পাস (আপনার বাঁশায়ন আনন্দময় হোক)

মূলকথাঃ এইখানে বাঁশ খান আর রেলগাড়িই যাক জায়গামতো, সবাই আপনাকে বেস্ট অফ লাক উইশ করবে। কোনো হালায়ই সহমর্মিতা দেখাইবো না। এই হালাগো লগে থাইকা থাইকা আমিও ঐরকম কিচুইট্টা হইয়া গেছি গুরু। হের লাইগা-

আমিও আপনেরে এট্টা ফিল গ্লুক-শ্পাস দিলাম। হাসি
___________
<সযতনে বেখেয়াল>

পরিবর্তনশীল এর ছবি

বাংলাদেশে এখন দুপুর দুইটা বিশ। আড়াইটা থেকে পর পর দুইটা ল্যাব পরীক্ষা। আরেকটা ফিল গ্রুক- স্পাস দিয়া দ্যান গুরু।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- এই মন্তব্য যখন আপনে দেখবেন, ততোক্ষণে রেলগাড়ি জায়গামতো পগারপাড় হইয়া গেছে গুরু। মন খারাপ

শুধু কই, দাঁত কিড়মিড়ি দিয়া থাইকেন গো গুরু। ব্যাপার না, মাঝে মইধ্যে রেলগাড়ি খারাপ না। মন খারাপ

ফিল গ্লুক-শ্পাস
___________
<সযতনে বেখেয়াল>

পরিবর্তনশীল এর ছবি

গুরু গো। আপ্নের দোয়া কবুল হইছে।
বিশাল সাইজের একটা বাঁশ ভক্ষণ করে এই মন্তব্যের জবাব দিতেছি। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিন্দিতা এর ছবি

ভাল পরীক্ষা দিয়ে পরীক্ষাকে বাঁশ দিবে। বুঝছ?
মাথায় এত বুদ্ধি আর এই কাজ পারবে না?
ফিল গ্লুক !হা. হা.হা.

পরিবর্তনশীল এর ছবি

আমার মাথায় কোন বুদ্ধি নাই। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

বরবাদ !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পরিবর্তনশীল এর ছবি

হ! পোলাপাইন পুরা বরবাদ হইয়া গেল। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

বিপ্লব রহমান এর ছবি

আপনার বাঁশায়ন আনন্দময় হোক! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ফিল গ্লুক-শ্পাস !
কোন সমস্যা নাই।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

সিম্পলি জটিল...!!!
-নিরিবিলি

অতিথি লেখক এর ছবি

পরিবর্তনশীল, আপনার পদ্য ভালো হয়েছে........এবার বলেন পরীক্ষা কেমন হলো। আপনার জন্য মনে মনে ফিল গ্রুক শস্পাস কইছিলাম... কাজে লাগছে নাকি বাঁশ খাইছেন?

সৈয়দ আখতারুজ্জামান

ধুসর গোধূলি এর ছবি

- আখরোট ভাইকে আহবান করছি বানানের প্রতি যত্নশীল হবার।
আপনার বানান দেখে মনে হচ্ছে আপনি বেচারা অলওয়েজ চেঞ্জিং-এর ওপর 'প্রুফ সম্পাত' করছেন। (নাকি শম্পা নামের কাউকে স্মরণে রেখে লিখছিলেন, কে জানে!)
আসলে ঘটনা এইরকম না।

glück- এর সঠিক বাংলা উচ্চারণ লেখতে গিয়ে দাঁত ভাঙার সম্ভাবনা না থাকলেও হাতের আঙুল দুয়েকটা ত্যাড়াব্যাকা হয়ে যাবার পারে, কিংবা নিদেনপক্ষে কী বোর্ড থেকে দুয়েকটা কটি খুলে আসতে পারে। বিগত চাইর বছরেও এল আর সি এর মাঝখানে বসে থাকা বিদঘুটে জিনিষটার সঠিক উচ্চারণ বাঙাল জিহ্বা দিয়ে বাইর হয় না।

তাই সর্বসাধারণের কথা বিবেচনায় রেখে উচ্চারণটা গ্লুক বলেই চালিয়ে দেওয়া যায়। ইহা হইলো, গ+ল+ক

spaß- এর ব্যাপারটা নিয়া এই সেদিনও সাদাজামাপরিহিতা ললনা সার্ভিত একটা আইরিশ পাবের বাইরের বেঞ্চিতে বসে চুলছেঁড়া আলোচনা হইছে। কোনো কনসোনেন্টের আগে এস থাকলে তার উচ্চারণ আর স কিংবা জ থাকে না, ঐটা হইয়া যায় পুরা একখান তালব্য শ। আর শেষে যে বিটা'র মতো বিটলা একটা জিনিষ দেখতাছেন, ঐ হালার উচ্চারণ হইলো দুইটা এস-এর মতো। তাইলে মোদ্দা উচ্চারণ খাড়াইলো গিয়া,
শ+প+আ+স = শ্পাস

মনে থাইকপে?

এইবার ঝটপট কড়ি ফেলেন দেকিনি। মাগনা মাগনা বিরাট লেকচার দিয়া দিছি। এই জিনিষ নাকি পাবলিক গোয়েটে ইনস্টিটিউটে গিয়া শিখতে খরচা করে হাজার দশেক-পনেরো টেকা। আমারে দুই তিন হাজার দিলেই চলবো। বাকিটা কনসেশন হাসি

অবশ্য টেকা অনাদায়ে পেট ভরাইয়া ফার্মগেটের ব্রীজের নিচের পরোটা আর ডাইলভাজি খাওয়াইয়া দিলেই হবে। চোখ টিপি
___________
<সযতনে বেখেয়াল>

রেনেট এর ছবি

কবিতা আমি সাধারণত পড়ি না। কি ভেবে যেন আপনারটা পড়লাম। প্রথমটা ভালো লাগলো।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পরিবর্তনশীল এর ছবি

বিপ্লবদা, শিমুল আপা, হোটেল নিরিবিলি, আখতার ভাই, এবং ক্রিকেটার রেনেটকে অনেক ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।