আজ আষাঢ়ের এক তারিখ।
আজ বর্ষার প্রথম দিন।
এবং বর্ষা মানেই বৃষ্টি। আকাশ থেকে টপটপ করে পানি পড়ে।
এই বৃষ্টি জিনিসটা এককালে খুব বেশি ভালো লাগত। বাসা থেকে বের হতে না পেরে বারান্দায় দাঁড়ায়ে বৃষ্টির পানি গায়ে মাখতাম।
ইদানীং অবশ্য কেমন যেন হয়ে যাচ্ছি... বৃষ্টি মানেই কাদা ... বৃষ্টি মানেই তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেওয়া... নইলে কম্পিউটার ভিজে যাবে!
তবে সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল শরীরে কোন সূতো না নিয়ে বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা। আর লিখছিনা সে ঘটনা। অনেক আগে একদিন লিখেছিলাম।
আর আমাদের তো একটা প্লাস পয়েণ্ট আছেই।
বাদল দিনের প্রথম কদম ফুল!
এক টাকা দিয়ে দুইটা কদম ফুল পাওয়া যায়। কিন্তু এত সুন্দর! ক্লাস নাইন টেনে ইস্পাহানী স্কুলের সামনে থেকে কিনতাম। তারপর নিজেই নিজেকে দিতাম।
আমার আর তো দেওয়া বা নেওয়ার কেউ নাই।
সচলায়তন...
বাদল দিনের প্রথম কদম ফুল...
তোমার চরণে রেখে দিলাম।
সবাই বৃষ্টি দিনের একটা গান শুনেন।
|
মন্তব্য
কোথায় বৃষ্টি! কয় কি! ঢাকায় এখন ঠা ঠা রোদ! তাপমাত্রা চরম ডিগ্রী ছাড়িয়ে। প্রাণ ওষ্ঠাগত কি, কোনদিক দিয়া প্রাণ বাইর হবে তার তাল ঠিক পাইতাছে না। জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে পড়েছে। এই সময় বর্ষার গান! পরিবর্তনশীল ভাই, বাংলাদেশের আবহাওয়া এখন মারাত্মকভাবে পরিবর্তনশীল হয়ে গেছে। ভাই আপনি আছেন কোথায় এখন?
তবে,
আপনার লেখা পড়ে, মন আকুল হয়ে উঠেছে। বাইরের আবহাওয়ার সাথে মিলুক আর নাই মিলুক আজ আষাঢ়ের প্রথম দিন। বর্ষার প্রথম দিন। সচলের সবাইকে বর্ষার শুভেচ্ছা, আষাঢ়ীয় শুভেচ্ছা। আর পরিবর্তনশীল ভাইকে অনেক অনেক বর্ষার জলসিক্ত ধন্যবাদ।
হ। আজকে কইত্থেকে একটু বৃষ্টি হইব তা না। ক্যাম্নে কী?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ইসসস কদমফুল আমার এত্ত প্রিয় খুব মন খারাপ করায়ে দিলেন, প্রায় ১৫ বছর হয়ত আরো বেশি হবে এই ফুলটা দেখিনা, হাত দিয়ে ধরিনা, গন্ধ নেই না
বর্ষার বাদল দিনের শুভেচ্ছা রইল।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এক্ষুণি দেশে চলে আসেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ছোট বেলায় আমরা যে বাসাটায় থাকতাম তার পাশেই পুকুর পাড়ে একটা কদম গাছ ছিল। গাছ থেকে পড়ে পড়ে কদম ফুল গুলো পুকুরের পানিতে সাঁতরে বেড়াতো। ফুলটার প্রতি আমার ভালোবাসার শুরু সেই থেকেই।
ভালোবাসাটুকু আছে আজো কিন্তু সেই ভালোবাসার ফুলটা কতদিন ধরে দেখা হয়না!!
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আজ আষাঢ়ের প্রথম দিন। বৃষ্টি দেখলেই আমি ব্যাং হয়ে যাই। বর্ষা মারাত্মক রকমের প্রিয় আমার।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সুমনের এই গানটা অসাধারণ
এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর?
শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার
প্রতিবেশী মাঠে গেলো বর্ষায় দেখেছি সবুজ
এই বর্ষায় সে মাঠে উঠছে বাড়ি গম্বুজ
শিরোনামহীন ও অবশ্য মনের কথা বলে দেয় এক কথায় -
শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক ! হা হা হা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অসাধারণ গানটা। সুমন মানেই বস।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সারাদিন যা গরম ছিল, আজ যে বর্ষার প্রথম দিন তা মনেই হচ্ছিল না। অফিসে এক সহকর্মী তো বেশ সন্দেহের সুরেই জিজ্ঞেস করছিলেন আজ আসলেই আষাঢ়ের প্রথম দিন নাকি! তবে মাত্র বাইরে একটু বৃষ্টির স্পর্শ পেলাম। মনে হচ্ছে, নাহ্ শেষ পর্যন্ত প্রকৃতি তার মুখ রক্ষার দায়িত্ব নিয়েছে!
তোমার চমৎকার লেখায় আমার নিজেরও বৃষ্টিতে ভেজার অনেক সুন্দর স্মৃতি মনে পড়ে গেল।
কদম ফুল কি সবগুলোই নেবো?
আচ্ছা, মুমুকে নাহয় একটা দিয়ে দিলাম।
সবাইকে বরষার শুভেচ্ছা...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ক্যাম্নে ক্যাম্নে জানি প্রতি বর্ষাই বৃষ্টি দিয়ে শুরু হয়। অন্তত আমার অভিজ্ঞতা যা বলে আর কি।
এবারে ভাবছিলাম শেষ রক্ষা হবে না। কিন্তু অবশেষে শান্তি এলো। সারাদিন গরমে ছটফট করেছি। সন্ধ্যার সময় বৃষ্টি। বিকেলে গরমে ঘুমাতে পারিনি। সেটা উশুল হয়ে গেছে। সবাইকে বর্ষার শুভেচ্ছা।
— বিদ্যাকল্পদ্রুম
বৃষ্ট হওনের দর্কার নাই। ফুটবল খেলা অফ হইয়া যাইবো।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
সবাইকে আষাঢ়ে কদমফুলের সুভেচ্ছা।
ইশ্ ঢাকায় আসার আগে আমার ঘরের জানালার ধারে একটা কদম গাছ ছিল। এমনকি যে হলে থাকতাম(নজরুল ইসলাম হল) সেখানেও ছিল একটা বারমাসি কদম গাছ। সারা বছরই কিছু না কিছু ফুল থাকত সেটাতে। আর বর্ষায় তো কথাই নেই !!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
হুদাই... খালি নামেই বর্ষা... বর্ষা আর নামে না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আষাঢ়স্য প্রথম দিবস!
এরকম এক দিনে এই কদমফুল যোগাড় করা নিয়ে রীতিমতো বিশ্বযুদ্ধ করতে হয়েছে। তারপর যা পেয়েছি তা হলো হলুদ-সাদাহীন কেবল টাকলু কদমফুল!
অবশেষে সেটাই দিয়েছিলাম সেই মেয়েটিকে।
দিলেন তো ভাই মন খারাপ করে বৃষ্টি হলে এখন আমি ভিজতে পারি না। টিনের চালে বৃষ্টির শব্দও শুনতেও পারি না। ভিজতে হলে দোতলা থেকে সাত তলায় যেতে হয়। মানুষ কেন ইটের তৈরী দালানে থাকে? আগের লেখাটা বেশী সুন্দর ছিল।
-নিরিবিলি
সুখে থাকতে ভূতে কিলোয়। আমার মতন অবস্থাই পড়লে বুঝতেন ক্যাম্নে কী?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আহারে আমার দেশটা...
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
কোন তুলনা আছে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
লেখাটা পড়ে মনে পড়ল আষাঢ় মাসের প্রথমদিনে আমি অনেক দুরে থাকা খুব প্রিয় একজনের জন্য কদম ফুল কিনেছিলাম
নেক্সট টাইম আমার মইত কইরেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
জানেন তো, একটা মিথ চালু আছে, বাদল দিনের প্রথম কদম ফুল কোন প্রেমিক তার প্রেমিকাকে দিলে ছাড়াছাড়ি হয়ে যায়।
সচলায়তনরে বাদল দিনের প্রথম কদম ফুল দিলেন কিন্তু। সো . . . .
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
খাইছে! এখন উপায়!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
পাতা ভাই ঠিকই কইছে। এই লেখার কয়েকদিন পর থেকেই তো তুই অনিয়মিত হয়ে গেছিলি।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
শেষ পর্যন্ত ওটা তো একটা মিথ। আর আপনি তো পরিবর্তনশীল, সো নো চিন্তা ডু ফুর্তি....
অফটপিক: পূর্ণমুঠির প্রকাশনা অনুষ্ঠানে আপনাকে খুব আশা করেছিলাম। দেখা করার খুব ইচ্ছে ছিলো।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মাঝখানে বেশ কয়েকদিন ডুব দিয়েছিলাম। সেই সময়ে অনুষ্ঠান হয়ে গিয়েছিল।
খুব তাড়াতাড়িই একদিন দেখা হচ্ছে নিশ্চয়ই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন