নুরু মিয়া সবেমাত্র ক্লাবঘরের সামনে এসেছে- এমন সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। নুরু মিয়ার হাতে চটের থলে- ভিজলেই কেমন ন্যাতা হয়ে যায়- থলের ভেতরে বাজার সদাই। অথচ পলিথিন কতই না ভালো ছিল। দেশ থেকে ভালো ভালো জিনিস সব উঠে যাচ্ছে- নুরু মিয়া ভাবল।
কয়েক কদম হাঁটতেই বৃষ্টির গতি আরো বেড়ে গেল। আশপাশ থেকে বিদঘুটে সব শব্দ আসছে। এমন বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা একশভাগ। তাই সে ক্লাবঘরের দিকে পা বাড়াল।
- নুরু ভাই ভালা আছেন নি?
- হ মিয়া। তুমরার কী খবর?
- এই ত। ভেতরে আহেন। মেম্বার সাব আছে। খেলা খেলমু একটা।
নুরু মিয়া সাধারণত এদিকটায় আসে না। কী খেলা হবে- সেটা সম্পর্কে তার তেমন একটা ধারণা নেই। মেম্বার সাহেবের দাবা খেলার শখ। হয়ত দাবা খেলবে। দাবাটা সে বেশ ভালো পারে।
খানিক পরেই ক্লাবঘরে অদ্ভূত খেলাটা শুরু হল। মাঝখানে মদের বোতল। বোতলটাকে ঘিরে সবাই গোল হয়ে বসা। নুরু মিয়া, সদরু মেম্বার, হাশেম, কদম আলি এবং আরো কয়েকজন। খেলার নিয়ম হচ্ছে- বোতলটাকে ঘুরিয়ে ছেড়ে দেয়া হবে- বোতল যার দিকে মুখ করে থামবে- সে প্রত্যেকবার একটা প্রশ্নের উত্তরে সত্য কথা বলবে। আরো শর্ত ঠিক করা হলো- সেইসব সত্য হবে এমন- যা কাউকে কোনদিন বলা যাবে না।
সবাই হাতে হাত রেখে 'কসম' কাটল- এসব কথা কেউ কোনদিন জানতে পারবে না।
প্রথম দান গেল সদরু মেম্বারের কাছে। মেম্বার সাহেব গলা পরিস্কার করার শব্দ করলেন। বললেন...
- কেউ একজন প্রশ্ন করেন।
সবাই অবাক হয়ে দেখল প্রশ্ন তেমন একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ নিঃশব্দে কেটে গেল। বাইরের পৃথিবী থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছে। হঠাৎ কদম আলি বলল...
- আমি জিজ্ঞাসা করি। ঠিক আছে নি? আইচ্ছা মেম্বার সাব, কামাল চেয়ারম্যান আসলে মারা গেছিল ক্যাম্নে?
হঠাৎ করে ক্লাবঘরে যেন বজ্রপাত হল। এতক্ষণ পর্যন্ত খেলাটা রসিকতার পর্যায়ে ছিল। কদম আলি প্রশ্ন একেবারে বেকায়দায় এসেছ। গতমাসে কামাল চেয়ারম্যান খুন হয়েছে। কে খুন করেছে সেটা গ্রামবাসী বুঝতে পারলেও না জানার ভান করে থাকে। সদরু মেম্বারের দিকে সবাই ভীত দৃষ্টি নিয়ে তাকালো। যদিও নুরু মিয়া এসব বিঃশ্বাস করে না। তার কাছে এবং আরো অনেকের কাছে সদরু মেম্বার ফেরেশতার মত মানুষ। কয়েকবার তিনি নিজেই বলেছেন- কামাল চেয়ারম্যানের মৃত্যুর সাথে তাকে জড়িয়ে যে গল্প প্রচলিত হয়েছে- তিনি তাতে খুবই দুঃখ পেয়েছেন।
মেম্বার সাহেব মুখটায় দুঃখের একটা ভাব ফুটিয়ে তুললেন...
- আপনাগো এই প্রশ্নের জওয়াব আমি আগেও দিছি। যান আবার বলতাছি। কামাল চেয়ারম্যান ক্যাম্নে মরছে আমি জানি না। আল্লার কসম।
আসরের কয়েকজন তৃপ্তির নিঃশ্বাস নিল। যাক! সদরু মেম্বার আসলেই নির্দোষ! এতদিন এটা তাদের মনের মধ্যে একটা কাটার মতন বিঁধে ছিল।
এরপর খেলা খুব সাবলীলভাবে চলতে লাগল। গ্রামে প্রায় সবার নামে বিভিন্ন রকম গুজব- কানাঘুষার চলন আছে। শহুরে ভাষায় যাকে বলে স্ক্যান্ডাল! এই আসরের প্রায় সবাই এর মধ্যে পড়ে। বেশিরভাগ প্রশ্ন সেইসব কানাঘুষার উপরই হচ্ছে। প্রশ্নের উত্তর দেওয়ার পর সবাই ''আল্লার কসম'' শব্দটা যোগ করে দিচ্ছে। এটাই যেন সত্যি কথার সার্টিফিকেট!
নুরু মিয়ার দান যখন আসল- তখন তার বুকের মধ্যে কাঁপন শুরু হল। সে নিশ্চিত- হাশেমের বউয়ের সাথে তার গুজবটাই প্রশ্নে উঠে আসবে। হলোও তাই। একজন হাশেমের দিকে তাকিয়ে একটু হেসে- নুরু মিয়াকে প্রশ্ন করল।
- নুরু ভাই। হাচা কইরা কন তো হাশেম ভাইয়ের বঊয়ের সাথে আপ্নের ঘটনা কী? আপ্নেরে হাশেম ভাইয়ের বঊয়ের লগে দেখা গ্যাসে।
নুরু মিয়ার বুকের কম্পন আকাশ ছুঁয়েছে। সে বলল...
- তুমরা এইসব কথা কার কাছ থেইকা পাও আল্লায় জানে! হাশেমের বউয়ের বাড়ি আমার বড় কাকার শ্বশুড় বাড়িত। তাই রাস্তাঘাটে দেখা হইলে কথাটথা কই।
এবার হাশেম মেম্বারই কথা বলে...
- হাচা কইতাস তো মিয়া?
- আল্লার কসম কইতাছি।
হাশেম নিশ্চিত হল। আল্লাহর নামে কসম কেটে নুরু মিয়া মিথ্যা কথা বলবে না।
সে রাতে নুরু মিয়া একটা মুরগী ছদকা দিল। ''আল্লার নামে কীরা কেটে মিথ্যা কথা বসলার পাপ'' তাকে কাটিয়ে নিতে হবে।
সদরু মেম্বার কিংবা অন্যরা কিভাবে পাপ কাটাল জানি না!
মন্তব্য
অন্যের সত্য শোনার অধিকার হরণের নাম যদি মিথ্যা হয় তাহলে এই অধিকার হরণ করে না এমন কেউ পৃথিবীতে নেই। অবশ্য মিথ্যা না থাকলে তো সত্য বলেও কিছু থাকত না।
গল্পটা চরম লাগছে। এর চেয়ে ভাল ভাবে গল্পের মধ্য দিয়ে মিথ্যা ফুটিয়ে তোলা বোধ হয় সম্ভব না। একেবারে পারফেক্ট।
— বিদ্যাকল্পদ্রুম
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অন্যরকম।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ধন্যবাদ আলবাব ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ভালো লাগছে, তয় কিনা এই ধরণের খেলা গাওগেরামে মাইনষে খ্যালে না, খ্যালে শহরের পুলাপাইন।
তয় ঐটা মাইনা নিলে, তুপা হইছে
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ঠিক! আমরা এই খেলা একবার খেলছিলাম।
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গ্রামের ক্লাবঘরে বুইড়া সব একসাথে বসে ট্রুথ অর ডেয়ার খেলছে এটা কল্পনা করতে কষ্ট হয়। গল্পের প্লটটি ভালো লেগেছে। ইন ফ্যাক্ট পরিবর্তনশীলের সব গল্পের প্লটই সুন্দর। তবে এই ছেলের বড়ই তাড়াহুড়া। প্লট মাথায় আসলে আর দেরি করে না। ধুমধাড়াক্কা পোস্ট করে। অথচ একটু সময় নিয়ে, ভেবেচিন্তে লিখলে প্রতিটি গল্পই অসাধারণ হয়ে উঠতে পারতো।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সমালোচনা মাথা পেতে নিলাম। আমার এইটা চিন্তা করতেই বেশি ভালো লাগছে যে।আপনি গল্পটা পড়েছেন।
কবে যে মানুষ হব?
এই কাজটা ইচ্ছা কইরাই করছি। জানতাম এটা সবাই মেনে নিতে পারবে না। বলতে পারেন তার জন্যই করছি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গল্পটা খুব ভালো হয়েছে। তবে মনে হলো তাড়াতাড়ি শেষ করে দিলেন। আরেকটু জমালে হতো না?
----------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
উপরের জন বলে গিয়েছেন। এই ছেলেটার বড়ই তাড়াহুড়া। তবে ধৈর্য্য বাড়ানোর চেষ্টায় আছি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এত ইন্টারেষ্টিং গল্পের প্লট পাও কোথায় ভাই?
একেবারে ১০ এ ১১!
অনেক ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আসলেই তো অন্য রকম!! কাহিনী অনেক মজার ছিল।
-নিরিবিলি
হাই নিরিবিলি! কেমন চলতেছে দিনকাল? বড় একা একা লাগে। একটা যোগাড় করে দাও। বুঝছ তো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- গুরু, এইরম বিশেষ উদ্দেশ্যে কাকুতিমনতি কৈলাম আমাগো ভিক্ষা কল্যান সমিতির সংবিধানের ঘোর পরিপন্থি!
আমি স্যাডি স্যাডি হৈয়া গেলাম আপনের একটিভিটিজে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কী করুম কন গুরু! বড়ই কষ্টে আছি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
একটা প্রশ্নঃ চায়ের কাপে গল্প মানে কি আপনি চা খেতে খেতে গল্প লিখেছেন, নাকি পাঠককে চা খেতে খেতে গল্প পড়তে হবে?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
চিন্তায় ফালায়া দিলেন। দাঁড়ান একটু ভেবে দেখি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- আইও রামা!! (তালিয়া)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কী কইলেন কিচ্ছু বুঝি নাই গুরু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- এইটা সিম্বলিক শট গুরু।
ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
একসিলেন্ট।
ট্রুথ এন্ড ডেয়ার খেলার স্মৃতি আমার জীবনে স্মরণীয়। কারণ প্রিয় মানুষ কে এমন একটা প্রশ্নে দুই একজন আমার নাম বলছিল।
তবে খেলা শুরুর আগে আমি কিছু ইতিহাস শুনেছিলাম যে এই খেলার ডেয়ার পার্টটা সেইরকম মজার। ক্যান মজার এইটা কওয়া যাবেনা।
এই গল্পে অবশ্য ট্রুথ ডেয়ার খেলাটা মুখ্য নয়। মুখ্য আমাদের ধর্ম নিয়ে খেলা করা। ভালো লাগছে।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
নিরিবিলি তো যোগাড় করে দিবে। তুই একটু সাপোর্ট দিস।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ইন্টারেস্টিং।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বিষয় এবং গল্পটা দারুণ
আপনার বিষয় নির্বাচনেও অনেক কেরামতি আছে
বাট
বাট
লেখা ড্রাফট করার পরে বোধহয় নিজে আর পড়েন না
অনেক ক্ষেত্রে কলসি থেকে পানি ঢেলে দেবার মতো বিষয়গুলো ঢেলে দেন অক্ষরের উপর
যার কারণে মোমেন্টগুলো যতটা উজ্জ্বল হবার কথা ততটা হয়ে উঠে না
এই লেখাটিই আরো দুবার পড়বেন এডিট করার মুড নিয়ে
দেখবেন বদলে গেছে ভাষা আর প্রেজেন্টেশন
০২
আমার কথাগুলো শুধু এইটাকে ধরে না
আপনার অন্যান্য যেগুলোতে হাবিজাবির কারণে কমেন্ট দিতে পারিনি সেগুলোকে ধরেও
এত সুন্দর এবং সত্যি একটা মন্তব্যের জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
আমার ধৈর্য্য যে কী পরিমাণ কম সেটা যদি বুঝাইতে পারতাম।
তবে আমার এই ধৈর্য্যহীনতা নিয়ে অচিরেই একটা পোস্ট দিব।
সত্যি কথা বলতে এই গল্পটাও আমি আধাঘণ্টার মধ্যেই লিখে ফেলছি।
তবে নতুন উদ্যোগ হাতে নিছি। পুরানো লেখাগুলা খুঁটায়ে পড়ি। আর ঠিক করার চেষ্টা করি।
কমেন্টের জন্য আবারো ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
লীলেন ভাই এর কথাগুলি আমার জন্যও হুবহু খাটে। আমি জীবনের সব লেখাই মনে হয় ৩০ মিনিট সময়ের মধ্যে লিখে ফেলি। একবার লিখে জীবনেও দ্বিতীয়বার পড়িনি কি লিখলাম, এমনকি বানানটা পর্যন্ত চেক করি না।
আমার ধৈর্য যে শুধু লেখার ক্ষেত্রে কম তা না, কোন একটা অংক পর্যন্ত একবারে না মিললে আমি সেটার দিকে দ্বিতীয়বার কমই তাকাই।
আমিও ভাবছি, নিজের লেখাগুলি আবার নতুন করে লেখা যায় কিনা ভেবে দেখবো !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মজা পাইলাম। তবে আরেকটু জমাইতে পারতা। ট্রেন ধরার তাড়া নিয়া গল্প লেখ নাকি মিয়া?
ইয়া হাবিবি।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আসলেই ট্রেনের গতিতে লিখে ফেলছি। একেবারে সুবর্ণ এক্সপ্রেস!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হাহাহা মজার খেলা ... পুরোন কথা মনে করায়ে দিলেন
আগে স্কুলে থাকতে মাঝে মাঝে এটা খেলতাম, তবে আমি কখনও ট্রুথ নিতাম না, কিনাকি প্রশ্ন করে ভেবে ডেয়ার নিতাম, আমাদের তখন সবচেয়ে কমোন প্রশ্ন ছিল কাকে পছন্দ করি বা ওমক তাকে পছন্দ করি কিনা, মনের সত্যি কথা বলে দেয়ার ভয়ে ডেয়ার নিতাম
আর বড় রকমের ডেয়ার হলে তো কথাই নাই ডাবল ডেয়ার করে বসতাম।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এত বিশাল মন্তব্যের মধ্যে মাত্র দুইটা ইমোটিকন ব্যবহার করলেন। ব্যাপার কী?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আসলেই বেশি কম হয়ে গেলো
ইমোটিকন ব্যবহারের বদ অভ্যাসটা ঠিক হয়ে যাচ্ছে নাকি হঠাত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এইটা পারফেক্ট।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
:D
)
=))
:)
;)
:(
আমার স্টকে এইগুলাই আছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমার আর কিছু আছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অসম্ভব সুন্দর একটা প্লট ও বিষয়। গল্পটাকে আরেকটু পরিচর্যা হয়তো করা যেতো।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ট্রুথ এন্ড ডেয়ার খেলা ব্যবহারের আগে
একটা চরিত্র কে দিয়ে যদি বলিয়ে দেয়া যেতো
কোন শহুরে আত্মীয় খেলাটা শিখিয়ে গেছে
তাহলে পড়তে আটকাতো না।
তার পরেও গল্পটা আমার খুব ভালো লেগেছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
পাপ করলো মানুষ, আর তার পাপস্খলনের জন্য প্রাণ দিতে হয় নিরীহ প্রাণীকে! এটা কেমন বিচার
ওপরের মন্তব্য আপনার উদ্দেশে করা নয়, বুঝতেই পারছেন।
আপনার আগের একটা লেখায় মন্তব্য লেখার সময় আপনার তাড়াহুড়ো করার বাতিক বিষয়ে কয়েক লাইন লিখেও পোস্ট করার সময় বাদ দিয়েছিলাম ওই অংশটুকু। এখন অন্যেরা বলেছে বলে আমিও পোঁ ধরলাম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনি কি বস ভেজিটারিয়ান সন্ন্যাসী নাকি?
নাইলে তো আপনার রসনার তৃপ্তির জন্যও পশু-পাখীকে রেগুলার প্রাণ দিতে হয়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধর্ম জিনিসটাই এরকম চিপায় লুকায়ে থাকে। চাপে পড়লে বাইরায়, আবার চাপে পড়লে চিপায়ও ঢুকে যায়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
গল্পের শেষটুকু অসাধারণ !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন