কালকান্দি গ্রামের মেয়েরা চৌদ্দ বছর বয়েসে নারী হতো।
শেফু নামের মেয়েটা-
তেরো'র শেষ দিনেও রান্নাবাটি খেলায় ডালে লবণ কম দিয়েছিল বলে
আমরা যার কোঁকড়ানো চুলকে কাকের বাসা বলতাম।
মুন্নি- অলকা- শাহেদা-
যাদের পুতুলের ঘর ধ্বংস করে দিয়ে হাসানুল নদীতে ঝাঁপ দিত- বলতো-
পারলে আমারে ধর দিখি নি।
চৌদ্দ বছরের প্রথম দিন তারা আর এলো না।
আমরা তখনো পুরুষ হইনি-
তাই ঠিক ঠিক দলবেঁধে চলে যেতাম শেফুর জানালায়।
দেখতাম শেফু সেই আগের মতোই আছে।
যৌবনপ্রাপ্তি হয়েছে কিনা- সেটা দেখতে পেতাম না।
চোখদুটোতে দুষ্টুমি খেলা করে- একটুও লজ্জা হয়না।
হাতদুটোতে এখনো দশটি আঙুল- আলো এখনো সমগ্রতায়।
শুধু দেখা যেতো- সেই কোঁকড়ানো চুল- যাকে আমরা কাকের বাসা বলতাম
তাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছে।
মুন্নি-অলকা- শাহেদারাও আর আসতো না রান্নাবাটি খেলায়।
পাপের শাস্তি হিসেবে হাসানুলের তৈরি করা পুতুলের ঘর তাই-
অক্ষতই থেকে যায়।
ক্রমে ক্রমে আমরা বুঝে যাই-
চৌদ্দ বছরের পরে মেয়েরা ঘরের বাহির হতে পারে না।
এতে কালকান্দি গ্রামের অসুখ হয়।
যদিও-
এতে নদীর জল থেমে থাকে না।
যদিও-এতে আমাদের খেলা ভংগ হয়না একটুও।
যদিও-কালকান্দি গ্রামের পুরনো বটগাছটা এতে
ছায়া বর্ষণ থামিয়ে দেয় না।
সুতরাং-
চৌদ্দ বছর বয়েসে মেয়েরা নারী হলে এমন কিছু আসে যায় না।
বয়েসের সাথে সাথে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার অধিকার পেলাম-
বয়েসের সাথে সাথে শেফু-অলকা- মুন্নি- শাহেদা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ঘরে বন্দিনী হলো।
চৌদ্দ বছর বয়সেই শাহেদার বিয়ে হলো।
পনেরোতে শেফুর জানা হয়ে গেলো- ডালে লবণ কম দেয়া নারীর অপরাধ।
ষোলতে মরা বাচ্চা জন্ম দিয়ে অলকা হতভাগিনী।
আর-
স্বামীর ঘর টিকেনি বলে সতেরো বছরে
মুন্নি আজ পরিত্যক্ত।
মন্তব্য
আমার ছোটবেলার নিষ্পাপ সময়টুকু আলো করে চারপাশে ঘুরে বেড়ানো চরিত্রগুলোর প্রতিচ্ছবি, যাদেরকে নিয়ে বহুদিন ভাবা হয়না, তাদেরকে আবার দেখতে পেলাম।
ধন্যবাদ।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
তোর অবশ্য সমস্যা হওয়ার কথা। অনেক তো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমারে নিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে খ্রাপ কথা বলায় পরিবর্তনশীলের আইপি শুদ্ধ ব্যাঞ্চাই।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
ঠিকাছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কবিতা !
এবং যথারীতি খুব খুব খুব ভালো লাগা, বিষাদমাখা অনুভুতি।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
থ্যাংকু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বস,
খুব ভালো লাগল।
চেবা গল্প, চেনা মানুষ---আর কবিতার মত গদ্য---
সত্যি, চমৎকার
বস,
ভালো লাগছে জেনে আনন্দিত হইলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
খুব ভাল।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল
খুব খুব ভাল লাগলো।
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মন ছুঁয়ে যাওয়া লেখা।
ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কিই বা বলতে পারি!
কিছু বলতে হয়না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সুন্দর কবিতা
কবিতা?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ভাইজানরে কবিতায় ধরলো কেন হঠাৎ?
কবিতার কী হাত আছে নাকি যে ধরবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
চমৎকার কবিতা। খুব ভাল লেগেছে।
— বিদ্যাকল্পদ্রুম
কবিতা কই দেখলি?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গুল্লি লেখছো মিয়া!!!!!!!!!!!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
[পান্থ বিহোস] ভালো লাগছিলো কিন্তু শেষে এসে মন খারাপ হয়ে গেলো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ব্লগরব্লগরের ট্যাগ লাগিয়ে দিয়েছেন । আর সমানে চলছে কবিতা(!?)র প্রশংসা !! দুর্দান্ত এক গল্প লিখলেন, পরিবর্তনশীল ! চেনা কাহিনী আর অচেনা বয়ান ! গাথুঁনিটা যা হয়েছে না - পুর্ণাঙ্গ এক গল্প-ই তো ।
অভিবাদন ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
ট্যাগ যাই হোক- আপনার অভিবাদনে ধন্য হলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অসাধারন !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এটা কবিতা নয়, গল্প নয়। করুণ ও মর্মষ্পর্শী সব ইতিহাস। এই ইতিহাস ছিল, আছে।
মাকসুদা চৌদ্দ বছরে স্ত্রী হলেন ছমাস পর ঋতুবতী, আটাশ বছরের স্বামী তার।
নারকীয়, নারকীয় সব রাতদিন ...
প্রফাইল
....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে
ভালো বলেছেন তো- এটা ইতিহাস।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কীভাবে লেখেন আপনি এসব?
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
চেষ্টা করি। ভালো হয়না তবুও চেষ্টা করি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নুতন আঙ্গিকে পুরাতন গপ্পো ভালই লাগল।
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
থ্যাংকু আফামণি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কি লিখলা এইডা ? কবিতা কমু না গদ্য কমু বুঝতারলামনা।
পুলাপাইন খালি মাথার মধ্যে গিয়াঞ্জাম লাগায় দেয় !
তয় চারপাশের মানুষের কথা তুলে ধরছ। ভাল্লাগলো তাই।
শ্যাষে কি কমু ? দুলাভাইয়ের কমেন্ট কপি মারি বিশেষণসহ- "পুরাই গুল্লি ল্যাখস মিয়া"।
-----------------------------------
--------------------------------------------------------
পুলাপাইনরে ধইরা মাইর দেয়া দরকার।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এটা ইতিহাসও নয় খুব একটা বরং বর্তমানই বলা যায় ৷ সাধারণত: আমরা তো এগুলো থেকে মুখ ফিরিয়ে থাকতেই ভালবাসি ৷ বড়জোর একটু "আহা' কিম্বা মহিমান্বিত করার চেষ্টা ৷
আপনার এই নিজস্ব কোন মন্তব্য ছাড়া নিরাসক্ত ভঙ্গীতে ঘটনার বর্ননা খুব ভাল লাগল৷
---------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- হুমমম...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিকাছে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ওরে কাক্কা! পুরাই উড়াধুড়া হইসে।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
থ্যাংকু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আপনার আভতার ঠিকাছে পরিবর্তনশীল। এরকম লেখকদের হাতের কলম পিস্তল সমান বটেই। এগেইন হ্যাটস অফ টু ইউ।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আপনার মন্তব্যটা অনেকদিন মনে থাকবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ছন্দময় গদ্য।
থাম্বস আপ ম্যান।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ধইন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
পরিবর্তনশীল,
লেখা চমত্কার।
এসবের পরিবর্তন কবে আসবে বলতে পারেন? আসবে কি কোনোদিন?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কিছু কিছু ঘটনা চোখের সামনে দেখি তখন আর আশাও করতে ইচ্ছে করে না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হুম।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আইচ্ছ্যা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গল্পটা খুব ভাল্লাগছে। কঠিন বাস্তব।
=============================
Ok.
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গল্বিতা (না গল্প না কবিতা অথবা দুটোই) চ্রম লাগলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ধনিয়াবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন