ছেলেটার মন বড় নরম। কাউকে না বলতে পারে না। তাই মাঝে মধ্যে রুমে উঁকি দিলে দেখা যায়- মনিটরে কয়েক পদের মেসেঞ্জার চালু রয়েছে আর লাল নীল বাতি জ্বলছে তো জ্বলছেই। কাঁধের একপাশ দিয়ে কায়দা করে ধরে রাখা মোবাইলটা তার কাজ করে যাচ্ছে। মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন নোটপ্যাডে কয়েকটা লাইন লিখে ফ্যালে- আর কিভাবে যেন সেই লাইনগুলা ছন্দে বাঁধা পড়ে যায়।
আজ সেই ছেলেটার জন্মদিন! ছন্দ যার হাতে যেন না চাইলেও ধরা দেয়। ফেসবুকে যার ফ্রেণ্ডলিস্ট বালিকাদের কলতানে মুখরিত।
আজ সেই ছেলেটার জন্মদিন যার হাত কনফু ভাই সোনা নয়- প্লাটিনাম দিয়ে বাঁধিয়ে দিতে চেয়েছেন- মোবাইলের মেসেজের ইনবক্স যার পঁয়ত্রিশ মিনিটে ওভারলোডেড হয়ে যায়।
আজ আষাঢ়- শ্রাবণ- পৌষ- মাঘ - কিংবা নাম না জানা কোন বঙ্গ বালিকার ফ্রেণ্ড অথবা জাস্টফ্রেণ্ডের জন্মদিন।
সবচে বড় কথা- আজ আমার আমাদের অতি প্রিয় বন্ধু স্বপ্নাহত ( স্বপ্নার কাছে ছ্যাঁকা খেয়ে আহত) মানে জিহাদ ভাইয়ের জন্মদিন্
হ্যাপি বাড্ডে টু ইউ- হ্যাপি বাড্ডে টু ইউ
হ্যাপি বাড্ডে ডিয়ার জিহাদ
হ্যাপি বাড্ডে টু ইউ।
মন্তব্য
শুভ জন্মদিন স্বপ্নাহত!
তো এ উপলক্ষে নতুন ছন্দের কিছু আমাদের জন্য ছাড়ো।
অনেক অনেক শুভকামনা রইল।
শুভ জন্মদিন স্বপ্নাহত ।
স্বপ্নগুলো সত্যি হোক ছন্দে গীতিতে...
অনেক অনেক শুভকামনা ।
শুভ জন্মদিনে এই কামনা আহত স্বপ্নগুলো সুস্থ হয়ে উঠুক দ্রুত....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
স্বপ্ন যেন আজকে আর আহত না হয়।
সুন্দর স্বপ্নের শুকনো কাঁথার শুভেচ্ছা।
তোর থেকেও দেখি ব্যাটার ক্যারিয়ার ভালো এখন। আমারে দিয়াই কিচ্ছু হইলো না।
হেপি বাড্ডে জিহাদ।
=============================
প্রিয় স্বপ্নাহত শুভ জন্মদিন
প্রিয় ছড়াকার (গদ্যেও কম যান না) জিহাদের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শুভ জন্মদিন বড়ভাই
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন স্বপ্নাহত।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
- অনেক অনেক শুভকামান জন্মদিনে
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন!
স্বপ্নাহতকে জন্মদিনের শুভেচ্ছা! স্বপ্নগুলো সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
স্বপ্নাহত, শুভ জন্মদিন।
আমি আপনার ছড়ার ভক্ত। জিহাদী জোশে লিখতে থাকুন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
স্বপ্নাহতের জন্মদিন সুন্দরীদের কোলাহলে
হতাহত হয়ে যাক
এরশাদ স্বপ্নাহতকে দেখে জ্বলে যাক হিংসায়।
শুভদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
শুভ জন্মদিন
...........................
Every Picture Tells a Story
প্রেম না করে করলে বিয়ে স্বপ্নাহত...
দুইটি শিশুর গর্বিত মা স্বপ্না হত!
শুভ জন্মদিন!
বিয়ে করুন সময়মতো, শুভ জন্ম দিন...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
শুভ জন্মদিন স্বপ্নাহত
এইবার স্বপ্নার গল্পসমেত পোস্টটা ছাড়।
শুভ জন্মদিন
শুভ জন্মদিন স্বপ্নাহত
শুভ জন্মদিন স্বপ্না কর্তৃক নির্যাতিত তরুন। তরুন হইছেন তো নাকি আরো কয়েক বছর বাকী আছে?
--------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
শুভ জন্মদিন স্বপ্নাহত!
আপনার জন্য অনেক অনেক শুভকামান
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ফেসবুকে যার ফ্রেণ্ডলিস্ট বালিকাদের কলতানে মুখরিত, সেই স্বপ্নাহতকে জন্মদিনের শুভেচ্ছা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
স্বপ্না... এই-ই জীবন... বিয়া করিস না ব্যাটা... চালায়া যা প্রেম।
যা থাকে কপালে...
হেভি বাড্ডে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন প্রিয় স্বপ্নাহত।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন স্বপ্না হইতে আহত - স্বপ্নাহত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন জিহাদ...
— বিদ্যাকল্পদ্রুম
শুভ জন্মদিন বাবা। কাছে আসো, দুইটা চুম্মা দিয়া দেই।
ললনা-পরিবেষ্টিত হয়ে জন্মদিন উদযাপন করো। সারা বছর জুড়ে শ'য়ে শ'য়ে ললনার টেক্সটে উপচে পড়ুক তোমার মোবাইলের ইনবক্স। তাদের নাম্বারে ভরে যাক সমস্ত মেমোরি, উপহারে পুরো সাউথ হল, আর ভালবাসায় "এক টুকরো নিঃসঙ্গ মেঘ"
ভাইজানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
জন্মদিনের মত নিষ্পাপ একটা দিনে আমার নামে এত এত এত মিথ্যা অপবাদ দিয়ে পোস্টানোর জন্যে প্রথমেই পরিবর্তনশীলের আইপিসুদ্ধ ব্যাঞ্চেয়ে আমার এই মন্তব্য শুরু করলাম।
আমার বয়সকালে কখনো জন্মদিন পালন করেছি বলে মনে পড়েনা। কিন্তু এবারের জন্মদিনে এতগুলো উইশ একসাথে পেয়ে সত্যিই অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমার আটপৌরে ৩৬৫ দিনের একটি হয়েও আজকের দিনটা একটু অন্যরকম।
তাই যারা উইশ করেছেন এবং শুভকামনা জানিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের দিনটাকে একটু অন্যরকম করে দেবার জন্য।
জন্মদিনে কিছু চাওয়া হলে সেটা নাকি ফলে যায়। যদিও আমার তেমন কোন চাওয়া নেই। আমার স্বপ্নগুলো কখনো ডালপালা মেলে আকাশ ফুঁড়ে ওপাশের আকাশ ছোঁয়নি। এদের মধ্যেও আবার অনেকগুলো স্বপ্ন আছে যারা এর মধ্যেই জানিয়ে দিয়েছে ওরা চিরজীবন স্বপ্নই থেকে যাবে। শুধু প্রার্থনা যারা এখনো যায়নি তারা যেন একসময় না একসময় আমার বন্ধু হয়। নিজের মত, নিজের পৃথিবীতে বাস করা একজন বোকাসোকা মানুষের স্বপ্ন শুধু এটুকুই।
এবং সবকিছুর পরেও এই বোকা মানুষটা একদিন তার স্বপ্নের সমান বড় হতে চায়.....
পুনশ্চ ১: ছেলেটার মন নরম সেটা ঠিক আছে। কিন্তু সেই নরম মনের সুযোগ নিয়ে পরবর্তীতে যেগুলা বলা হৈসে সেগুলা মোটেও ঠিক নাই। অসত্য, বানোয়াট এবং দুষ্টু মনের কল্পনাপ্রসূত।
পুনশ্চ ২: আমার ফেসবুক লিস্ট মোটেও বালিকাদের কলতানে মুখরিত থাকেনা। যারা আছে তারা নিতান্তই সংখ্যালঘু। আগ্রহীরা চাইলে গিয়ে দেখে আসতে পারেন ।
পুনশ্চ ৩: আমি আজকের দিন ছাড়া লাস্ট কবে এসএমএস পাইসি মনে করতে পারতেসিনা কিছুক্ষণ চেষ্টার পরেও। ৩৫ মিনিটে ওভারলোডেড হয়ে যাবার কাহিনি তাই আমার জীবনে শোনা সবচে ডাহা মিথ্যাগুলার মধ্যে তিন নাম্বার।
পুনশ্চ ৪: আষাঢ়,শ্রাবণ মাস নিয়ে আরেকবার খোঁটা দিলে মহিব তোর খবরাছে। এই চামে তোর আরো একবার ব্যাঞ্চাই।
পুনশ্চ ৫: মহিব, আই লাভ ইউ ম্যান।
পুনশ্চ ৬: আই লাভ ইউ অল।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
স্বপ্নাহতকে জন্মদিনের পারিজাত শুভেচ্ছায় -
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
এই সব কয়টা পিচ্চিই জিনিয়াস। শুভেচ্ছা জন্মদিনের।
শুকনা কাঁথা জার্মানী থাইকা আসবে, ব্যাপার্না।
আবার লিখবো হয়তো কোন দিন
শুভ শুভ জন্মদিন মালটি-টাংকিং মানে মালটি টাসকিং মেঘ বাবাজি
দোয়া করি অনেক অনেক বড় হয় (লম্বায় না ক্যারিয়ারে)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ও রে রে
স্বপ্নাহতকে জন্মদিনের বিশাল শুভেচ্ছা।
সোরভকে কোট করি
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
কথা সইত্য। চার খলিফারেই খুব বালা পাই।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আর চার খলিফাই আপনেরে নবী মানে
রায়হান আর আমি মাঝে মাঝেই প্ল্যান করি যে দোস্ত, চল ইউক্রেন যাইগা
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
জীবনের নতুন বছরে স্বপ্নাকে কম কম আহত কর এই শুভ কামনায় -
শুভ জন্মদিন স্বপ্নাহত
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
@মানিক ভাই - অনেক অনেক ধন্যবাদ
@ সৌরভ ভাই - কি যে বলেন! তারপরও ধন্যবাদ।
@ পুষ্পবনের মালকীন - ইদানীং অবজেক্ট ওরিয়েন্টেড টাংকিং এর দিকে মনোযোগ দেবার চেষ্টা করতেসি থ্যাংকু ।
@ অমিত ভাই - কি যে বলেন নাম্বার ২!! অনেক ধন্যবাদ বস্ ।
@সবজান্তা ভাই - আপনি যেমনটা ভাবেন আমি ততটা নির্দয় নই শুভ কামনার জন্য ধন্যবাদ।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
শুভ জন্মদিন স্বপ্নাহত ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অনেক অনেক শুভকামনা ।
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
শুভ জন্মদিন, প্রিয় ছড়াকার।
স্বপ্নের সমান বড় হও।
----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আরে ! জিহাদের আইজ দেহি বাড্ডে হইতাসে !
জিহাদ ভায়া কেমন আছ ? ক্যামনে কাটাইলা আজকের দিনডা ?
আশা করি ভালাই যাইতাসে।
পুলাপাইন সব বড় হয়া যাইতাসে বুঝলা ?
নিজেরে বুড়া লাগে আইজকাল !
ভাল থাইকো।
-----------------------------
--------------------------------------------------------
শুভ জন্মদিন..
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শুভ জন্মদিন ছোটভাই ... অনেক ভালো থাকো
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
শুভ জন্মদিন স্বপ্নাহত
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
স্বপ্নাহত হল সচলায়তনে আমার অন্যতম প্রিয় ছড়াকার।(বাকীরা মাইন্ড খাইয়েন না)
একশো বছর আগে জন্মালে স্বপ্নাহতের নাম হত 'সত্যেন্দ্রনাথ দত্ত'।
মাঝে মাঝে এমনো মনে হয়--- সত্যেন বাবু-ই নতুন ছন্দাবতার হিসেবে স্বপ্নাহত নাম নিয়ে আমাদের মাঝে এসেছেন।
শুভ জন্মদিন বস!
You are THE Man!!!!
আর পরিবর্তনশীল, দারুন একখানা লেখা উপহার দেয়ার জন্যে দশ হাজার পঞ্চ-তারকা!
শুক্না কাঁথার শুভেচ্ছা।
হাঁটুপানির জলদস্যু
প্রিয় ছড়াকার,
অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের উপলক্ষ্য ধরে। ভালো থাকো, সব সময়।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
এইটা হলো সচলায়তনে কয়েকটা পোলাপানের একটা, সুন্দর লেখে, সুন্দর কমেন্ট করে, জমিয়ে রাখে সচলায়তন। দেরীতে হলেও শুভেচ্ছা নাও স্বাপ্নিক! স্বপ্নে আহত হয়েছ তো কী হয়েছে, বাস্তবে অন্যকে হত করতে পারলেই হবে।
স্বপ্না কে???????
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
@কনফু ভাই, নিবিড়, অভ্রনীল ভাই, কিংকং ভাই, শ্যাজা আপু, পুতুল ভাই - অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
@ভুঁত ভাই - দিনকাল আল্লায় দিলে খারাপ যায়নাই। বুড়া হইসেন? কি যে কন। আমি তো জানতাম ভুতের রাজ্যে সবার বয়েস নাকি আঠারোতে থেমে থাকে
@অনিকেত দা - কি বলবো। আপনার কমেন্ট আমার ছোট জীবনে পাওয়া গুটিকয়েক বড় কমপ্লিমেন্টগুলার অন্যতম। যত না সত্যি তার চে স্নেহের প্রাধান্যটাই বেশি বলে ধরে নিচ্ছি। তবু সবকিছুর পরেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
@হিমু ভাই, তিথি আপু - অসংখ্য ধন্যবাদ। শুকনা কাঁথার একটা বিজনেস শুরু করবো এই চামে ভাবতেসি
@প্রকৃতিপ্রেমিক ভাই - সচলে আমার প্রিয় মানুষগুলার মধ্যে আপনি অন্যতম। আর প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া কমপ্লিমেন্ট সবসময়েই বিশেষ কিছু। অনেক ধন্যবাদ বস্ ।
@ S-S আপু/ভাইয়া - স্বপ্নারে আমিও হারিকেন দিয়া খুঁজতেসি। সফল হলে সবার আগে আপনাকে জানাবো। প্রমিজ
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
ভাই স্বপ্নাহত! স্বপ্নারে পান বা না পান, তাড়াতাড়ি স্বপ্নদীপ্ত হয়ে উঠেন, এই কামনা।
'হ্যাপি বাড্ডে' স্বপ্না।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
শুভ জন্মদিন স্বপ্নাহত
নতুন মন্তব্য করুন