কর্মসূচি : হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো
কবে-কখন : মঙ্গলবার, ৩ মার্চ; সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা
কোথায় : বিডিআর গেইটের পাশে রাইফেলস স্কয়ারের সামনে
কি করবো : ঘুচাবো কালো জ্বালবো আলো
কারা আসবেন : যারা মানুষ ভালোবাসেন এবং হিংসার অবসান চান
আমার দেশটাই যেন এমন। এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলে শুধু ভালোবাসা বিছানো থাকার কথা ছিল। সাঁইত্রিশ বছর আগে এই মাটি আমাদের হলো, শুধুই আমাদের। যে মাটির গভীরে গেলে আমার মা, যে মাটির প্রত্যেকটা কণা আমার বাংলাদেশ সে মাটি আমরা অনেক মমতা নিয়েই গড়তে পারতাম। কিন্তু কিছু অমানুষের কারণে বারবার সে পবিত্র মাটিতে মানবহত্যা হচ্ছে, আমার ভাই মারা যাচ্ছে, আমার প্রিয় বন্ধুর কান্নাভরা মুখের দিকে আমি তাকাতে পারছি না, খবরের কাগজের প্রথম পাতার ছবিগুলো দেখে বারবার আমাদের চোখ ঝাপসা হয়ে উঠছে।
তবু বারবার একটা কথাই মনে আসে- সেই অমানুষদের বিরুদ্ধে লড়াই যেন না থামে কোনদিন।
আমরা উঠে দাঁড়াতে জানি। আমরা আবার ঘুরে দাঁড়াই। বারবার জেগে উঠতে উঠতেই একদিন আমরা সেই কাঙ্খিত ভোর পাবো- আমাদের সোনার বাংলা পাবো। একটা পরিণত জাতি আমরা হবোই। আমরা নিজেদের আবেগকে কাজে লাগাতে জানি।
আসুন- সবাই ৩ মার্চ মংগলবার বিডিআরের চার নম্বর গেটের পাশে রাইফেল স্কয়ারে মোমবাতি আর ফুল হাতে জড়ো হই। প্রদীপ জ্বালিয়ে পিলখানার নৃশংস হত্যাকাণ্ডে শহীদদের সম্মান এবং ভালোবাসা জানাই।
আসুন, সবাই উঠে দাঁড়াই। আগুনের পরশমণি আমাদের সবার হৃদয়ে ছুঁয়ে যাক। সবাই হাতে হাত রাখি।
(আরো দেখুন সিসিবি'র সানাউল্লাহ ভাইয়ের লেখায়।)
মন্তব্য
দুর থেকেই একাত্মতা ঘোষনা করছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমরা উঠে দাঁড়াতে জানি। আমরা আবার ঘুরে দাঁড়াই। বারবার জেগে উঠতে উঠতেই একদিন আমরা সেই কাঙ্খিত ভোর পাবো-
সত্যিই পাবো। তবে সেই দিন যেন খুব বেশি দূরে না হয়।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
যারা ঢাকায় আছেন তারা আসবেন আশা করছি। সাথে করে একটা মোমবাতি নিয়ে আসবেন। দরকার হলে ফোন করুন। রায়হান:- ০১৬৭০৪১৪৭৮২
=============================
সমবেদনা ও সহমর্মিতা ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
জানি না অফিস শেষে সময়মতো ধরতে পারবো কি না, তবে অবশ্যই চেষ্টা করবো আসার, এবং ওইদিন অফিসে তেমন কাজ না থাকলে কিছুটা আগে বের হওয়ার চেষ্টা করবো।
আশা করি দেখা হবে।
আশা-জাগানিয়া এই লেখাটা ছুঁয়ে গেলো খুব...
আগুনের পরশ মনি ছুঁতে প্রাণের শোকান্তরে; আসব আশায় আছি। আর প্রতিজ্ঞা হোক সকল তথ্য জানার সামাজিক অধিকার মানবিকতার এই দেশে।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
আমি বিছানায়, সাতদিনের বিশ্রাম, হয়তো আসা হবেনা
...........................
Every Picture Tells a Story
সশরীরে থাকতে পারবোনা, তাও সাথে আছি জানবেন।
সশ্রদ্ধ বিদায় জানাই বিনাদোষে হত্যা হওয়া সবাইকে।
এত মৃত্যুর কোন মানে নেই, তবু মনে প্রাণে চাই এই মৃত্যুগুলোকে দিয়েই শুরু হোক, সুবিচার প্রতিষ্ঠা শুরু হোক এই অভাগা দেশে।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
সমবেদনা
ছুঁয়ে যাওয়া লেখা-----
দূরে থেকেও কাছেই রইব----
ঢাকার বাইরে থাকায় উপস্থিত থাকতে না পারলেও সবার সাথে আছি।
আসতে চেষ্টা করব অবশ্যই ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
চোখ হারিয়ে চোখের মানুষ উল্টো পথে চলে।। ।।
এই আলোয় দূর হোক সকল কালিমা
ভেসে যাক বেদনার কালো মেঘ
উদ্ভাসিত হোক আমাদের অন্তর্গত শক্তি
শরীর নিয়ে দূরে থাকি, তাই কেবল মন দিয়ে সাথেই আছি।
নদী
দূরে থেকেও আছি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
পাশে নেই, সাথে আছি।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
নতুন মন্তব্য করুন