মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ কাকা, আপনার দৈনিক কিংবা মাসিক বেতন কত?
গ্যালোবার বিজয় দিবসে আপনার ইশকুল পড়ুয়া মেয়েটার হাতে বিজয় পতাকা এঁকে দিতে পেরেছিলেন সময়ের অভাবে? বিজয় দিবসের উৎসবে এই শহরে মানুষের স্রোত বড্ড বিজয়স্তম্ভ মুখী বলে আপনার টিকেট কাউন্টারে উপচে ভরা ভীড় ছিল কী সেদিন?
মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ কাকা, আবদুল্লাহপুর বাস কাউন্টারে টিকেট বিক্রী করে আপনার দিনকাল কেমন চলে?
ষোলই ডিসেম্বর যুদ্ধশেষে ঠিক এ পথেই কী টাঙাইল থেকে রেসকোর্স ময়দানে ছুটেছিলেন রাইফেল কাঁধে, বিজয়ের পতাকা উড়িয়ে হাওয়ায় হাওয়ান্তরে?
কী কাকতালীয় ব্যাপার দেখুন! আপনার সাথে আমার দেখা হয়ে গ্যালো এই দিনে।
শহরের অন্য সবার মত আমার গন্তব্য ছিল স্মৃতিসৌধ। বিজয়ের ফুল রেখে আসবো প্রেমিকার হাত ধরে- বাস লেট বলে আপনার ওখানে দাঁড়িয়ে ছিলাম ঠায়।
আপনি বললেন সেদিনের কথা। কাঁদলেন এদিনের কথায়।
কত সরকার এলো গেলো- কত স্বপ্ন দ্যাখালো। মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ কাকা,
আটত্রিশ বছর আগের সেসব স্বপ্ন কী আপনার টিকেট কাউন্টারের এইখানে ফিরে ফিরে আসে?
বাস কাউন্টারের কোম্পানির মার্কা আঁকা ছাতাটার নীচে বসে আপনি আমাকে একেকজন রাজাকারের গল্প বললেন।
আমি লজ্জায় ঘৃণায় সেদিন বলতে পারিনি, শহরের অভিজাত এলাকায় তাদের ইমারত উঁচু থেকে উঁচুতর হচ্ছে, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ কাকা। আমায় ক্ষমা করুন।
মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ কাকা, আপনার অসুখের মূল্য কত?
গ্যালোবার শীতে খুব বেশি ঠাণ্ডা পড়েছিল? আপনার ছেঁড়া সোয়েটারই নাকি এত শীতলতা আটকে রাখতে না পেরে আপনাকে ভুগিয়েছিলো?
বাস কোম্পানির মালিক কড়া ধাতের মানুষ, টিকিট বিক্রী বাস্তবায়িত না হলে বেতন দেয় না।
মুক্তিযোদ্ধা আবদুর রশীদ কাকা, সেবার ঈদে পশ্চিমাকাশে চন্দ্রোদয় হয়েছিল?
মুক্তিযোদ্ধা আবদুর রশীদ কাকা, আপনাকে আমরা ভুলে যাবো- কিছু মনে করবেন না।
মুক্তিযুদ্ধ মাটির জন্য হলে, আপনার মাঝে মাটির গন্ধ এখনো অমলিন।
মুক্তিযোদ্ধা আবদুর রশীদ কাকা, আমাদের শহরে এখন বোধহয় মাটির প্রয়োজন নেই আর!
মন্তব্য
আমি অকৃতজ্ঞ বাঙালী জাতিকেও ঘৃণা করি অর মায়রে বাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লজ্জায় আমারও মাথা হেঁট হল, কিছু বলবার ভাষা নাই
বস যদি মাইন্ড না খান, "টাঙ্গাঈল" হবে, নিজের দেশের বাড়ী কিনা
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এসব পোস্টে দেয়ার মতো মন্তব্য পাইনা।
ধুগোর সাথে সুর মেলানো যায়। এর জন্য আমরাই দায়ী, দায়ী আমাদের (দূর-অতীত, নিকট অতীত এবং বর্তমানের) রাজনীতিবিদরাও। এবারও যদি কিছু না করা যায়, তাহলে এসব নিয়ে ভবিষ্যতে আর কথা বলার সুযোগও থাকবেনা।
...
(দীর্ঘশ্বাস)
কী আর বলব, এই অকৃতজ্ঞতার ব্যাপারটা আমাদের উপমহাদেশে বেশ স্বাভাবিক একটা বিষয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অনেক জীবন যৌবন সব বিলিয়ে দেয়া নেতারাও মানুষের কাছ থেকেই তেমন স্বীকৃতি পাননি, সরকার তো দূরের কথা। কে দায়ী এর জন্য? আমাদের জল-হাওয়া? মানসিকতা? ক্ষুধা-দারিদ্র? লোভ-নির্লজ্জতা? মুক্তিযোদ্ধাদের অবমাননা আর প্রতি সাধারণ মানুষের নির্লিপ্ততা দেখে নিজেদের প্রায়ই গোবরে পদ্মফুল বলে মনে হয়। আসলেই গোবরে ভরে আছে দেশ, মাথায় গোবর থাকলেও চলত, এখন তো দেখছি হৃদয় আর মননেও গোবর।
অভাবে থাকলেই যে স্বভাব নষ্ট হতে হবে বা কৃতঘ্ন হতে হবে সেটা মানতে পারিনা।
আমি লজ্জিত আমার দেশ আর জাতি নিয়ে। মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
দোস্ত, সেদিন আমার এক বন্ধুর মুখে শুনলাম-- তার এক বয়স্ক আত্মীয়ের মতে-- অভাবে স্বভাব নষ্ট হয়না, স্বভাবের কারণে অভাব হয়। শুনে আমার যে কী ভালো লাগছে, সেজন্য তোর সাথে শেয়ার করলাম।
আমরাও জেনে ফেললাম যে!
মহাজাগতিক ঝি কে মেরে আন্তর্জালিক বৌ কে শেখানোর ব্যাপার আছে না?
প্রকৃতিপ্রেমিক ভাই শিক্ষক হিসেবে আদর্শ, বুঝতে পারলাম
.........
.....................................................................................................................
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
বেঈমানী আমাদের রক্তে!
-----------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
...........................................................................................
— বিদ্যাকল্পদ্রুম
... ---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
কিছু ভালো লাগে না।
.............................
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
পড়ে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। কী বলবো, কী লিখবো বুঝতে পারছিনা কিন্তু কিছু বলার তাগিদ বোধ করছি।
ভীষণ লজ্জাবোধ করছি...।
উদ্ধৃতি
"মুক্তিযোদ্ধা আবদুর রশীদ কাকা, সেবার ঈদে পশ্চিমাকাশে চন্দ্রোদয় হয়েছিল?"
এরা হলেন সবচেয়ে সন্মানিত মানুষ অথচ.......................
নতুন মন্তব্য করুন