একজন বালকের কাছে যদি ভালোবাসা শব্দের অর্থ জানতে চাওয়া হয়,
সে বলবে- ভালোবাসা সেই মেয়েটাই নয় কী?
যার গালের কালো তিলে পৃথিবীর শ্রেষ্ঠতম সৌন্দর্য লুকিয়ে
শিউলি ফুলেরাও ভরা বিকেলে যার সামনে নতজানু হয়।
সে বলবে- ভালোবাসা মানে একটা নীল খামে অবিরাম চুম্বন-
ভালোবাসা মানে বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা একটা ফোন নম্বর-
ভালোবাসার অর্থ সেই চঞ্চলা কিশোরীর হৃদয়ে চিরন্তন আশ্রয়।
একজন বালকের কাছে যদি জানতে চাওয়া হয়- "ঘর কী?"
সে বলবে- ঘর মানে যেখানে আপন মানুষেরা অপেক্ষায় থাকে।
ঘর মানে প্রতি সন্ধ্যেবেলা ধূলো মাখা পায়ে ফিরে এসে দেখা-
দরজার কাছে দাঁড়িয়ে আছে একটা কোমল মুখ।
সে বলবে- ঘর শব্দের অর্থ হলো কোন কোন রাতে চোখে ঘুম না এলে,
পরম মমতায় চুল স্পর্শ করে পাঁচটি আঙুল।
একজন বালককে যদি বলা হয়- জীবন দিয়ে একটা বাক্য রচনা করো।
সে লিখবে- জীবন মানে নিজের মত করে গড়ে নেয়া একটা স্বপ্নের শুরু।
আর আমাকে যদি জিজ্ঞেস করো এইসব শব্দার্থ-
আমাকে যদি প্রশ্ন করো- বন্ধু ভালোবাসা ঘর কিংবা জীবনের মানে কী?
আমি বলবো- বন্ধু মানে কোনরকম টিকে থাকা একটা শব্দ।
আমি বলবো- ভালোবাসা মানে হারিয়ে যাওয়া কয়েকটা অক্ষর।
আমি বলবো- ঘর মানে ভেসে যাওয়া একটা দ্বীপ।
আমি লিখব- জীবন মানে ডুবে যেতে থাকা একটা স্বপ্নের উপসংহার।
মন্তব্য
আমি লিখব- জীবন পরিবর্তনশীল, যদিও মাঝে মাঝে মনে হয় পরিবর্তনে অপরিবর্তনীয়।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
ঠিক। পরিবর্তনশীল জীবনের পরিবর্তনগুলোই অপিরবর্তনশীল।
পাঁচতারা দিলাম।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ধন্যবাদ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
চমৎকার!
ধন্যবাদ।
অনেকদিন পর একটা সুন্দর কবিতা পড়লাম।।।। সারাদিনের ক্লান্তি আর হতাশা কিছুটা হলেও দূরে গেল।।। অনেক ধন্যবাদ।।।।
সবচাইতে ভালো লাগলো এইটুকু
আহা!, আমার ভালোবাসার মানুষটাও যেন এমন ভাবে ।।।
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
এই জঘন্য লেখারে কবিতা বানাইয়া দিলেন!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
বাহ!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
এরকম অদ্ভুত সুন্দর লেখার এমন জঘন্য শিরোনাম কেনু ?
একটানে পাঁচতারা।
----------------
স্বপ্ন হোক শক্তি
দারুন।।।।।।।।।।।।।।।।।।।।।।
জঘন্য লেখার শিরোনাম জঘন্য না হইলে কি হবে?![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আপনার লেখা পড়ে দিন শুরু করা মানে একটা অদ্ভুত অনুভূতি; বিষন্নতা ছুঁয়ে থাকা ভালোলাগাময় সূচনা![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
অসাধারণ।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
ধন্যবাদ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
জঘন্য রকম সুন্দর!!!
তয় শেষ লাইন লইয়া সন্দ আছে
অতীত
জঘন্য রকমের ধন্যবাদ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আর শিরনামটা বুঝলাম না
আপনাকেও সাতবার ধন্যবাদ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
এই চার লাইনের কোথাও আলো নেই। তবু এত সুন্দর সাজানো শব্দ পড়ে বিষাদেও ভালো লাগা, অন্ধকারেও নিয়নবাতির ইশারা।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অসাধারণ মন্তব্য নীড়'দা! স্যালুট।
আপনার মন্তব্যটা দারুণ লাগল।
হোয়াই দিস ক্যালিভারি ডি?
______________________________________
পথই আমার পথের আড়াল
এমনেই।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
মেঘলা আকাশের মত সুন্দর কবিতা।
এই ছেলেটার দুঃখগুলোকেও আমি ঈর্ষা করি!!
এত জঘন্য লেখাকে এত সুন্দরভাবে বিশেষায়িত করা ঠিক না।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
খুবই ভাল লাগল ।
![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
কী অনায়াসে কী সহজে এত সুন্দর ভাব প্রকাশ করলেন !
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ব্যতিক্রমী ভালোলাগা।
ধন্যবাদ অনেক।
অসাধারণ !
ধন্যবাদ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আমার মত পাঠক যে কবিটা এত সহজে বুঝতে পারে, সেটা আসলে কোন কবিতাই না
কবিতা তো এটা কখনোই না।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বেশ লাগল।
মনে মনে অনেককিছু আউড়ে নিলুম। দারুন লিখেছেনগো দাদা।
অনেক ধন্যবাদ।
বাহ, সুন্দর
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অনেক ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আর আমি বলবো, কোনো কিছুরই আসলে কোনো মানে নেই।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আসলেই তাই।
সুন্দর!! কিন্তু এই লেখাটার নাম জঘন্য লেখা কেন?
জঘন্য লেখা তো তাই নাম এটা।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
হুমম ! অতঃপর কবি কেঁদেই দিলেন !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শার্ল বোদলেয়ারের ঐ কবিতাটাই মনে পড়ল আবার,
বার বার পড়তে চাই এমন লেখা।
সুন্দর
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মন খারাপ করা লেখা স্যার !
আপনার লেখার ভক্ত হয়ে গেছি।একখানা অনুরোধ করি ভাই,এত্ত চমতকার লেখার শিরোনাম টা বদলে দিন![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ও পাইছি পাইছি। অভিধান। অসাধারণ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বালকরাই ভালো, জানেন তো-বালকত্বের সীমানা পেরোলে কপোলের কালো তিলে আর সৌ্ন্দর্য খুঁজে পায় না মানুষজন... ফিকে হয়ে যায় সবকিছু।
দেবদ্যুতি
নতুন মন্তব্য করুন