নির্জর প্রজ্ঞা এর ব্লগ

পাতার অপেক্ষায় যে বাবুই

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: রবি, ১৫/০২/২০০৯ - ৩:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেদিনো ব্যর্থতা ছিল আমার, ছিল সেই অসহায় বিধ্বস্ত হৃদয়
হঠাৎ অস্তিত্বে আর্শীবাদ, সামনে তুমি দাঁড়িয়ে-এক অবিশ্বাস্য বিস্ময়!
আকাশের পাঁচিল বেয়ে বৃষ্টিরা নেমেছিল; দিয়েছিল স্ফটিক শুদ্ধতা
আমার চোখে মাদক বিহ্বলতা, তোমার দৃষ্টিতে নিষ্পাপ শুভ্রতা।
স্তব্ধ সম্মোহনে দেখেছি ধীরে ধীরে তুমি হলে দূর্লভ পাতা
চারপাশে অস্থিরতা শুধু তোমাকে ঘিরে এক আশ্চর্য স্থিরতা।
একে একে জল নিলে তুলে, সেই ...


ছবির নাগরিক

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছবিতে বাঁধানো মন বের হয়ে আসে
হৃদয়ো মন্দিরে প্রিয় চুপ করে হাসে
কত কথা বলি তবু দেয়না সাড়া
আদরের হাতছানি দেয়না নাড়া।

বরফ-পাথর বলে অভিযোগ করি
কাজের নুড়ি দিয়ে সময় ভরি
তারপরো অকারনে চোখ চলে যায়
বারবার এ হৃদয় থমকে দাঁড়ায়।

চোখেতে চোখ রেখে ভাবনাতে দোলায়
আমার গানের সুর কুয়াশায় মিলায়
আবেগের জল-পাহাড়; তার নেই বিষ্ময়
জোয়ারের ঝাঁপি ফেলে নিশ্চল মৃন্ময়।

মেঘলা শ্রাবণ ডুবে চোখের দিঘ...


মায়ের ছেলে

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/১২/২০০৮ - ৭:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সূর্যে দিবি ডুব- তুই এমন কথাও বলিস
চাঁদকে নিয়ে ইচ্ছেমতো ফুটবলটাও খেলিস
আস্ত প্রজাপতিটাকে মুঠোর মাঝে পুরে
আবার তাকে উড়িয়ে দিস মুঠো থেকে দূরে।

গাছটাকে তুই বানাস ঘোড়া- লাগাম ধরিস হাতে
দিগ্বিজয়ের স্বপ্ন নিয়ে ছুটিস মাঠে মাঠে
কদম ফুল তোর পায়ের কাছে- ঠিক যেন সব নুড়ি
আকাশ সাগর থমকে দেখে তোর চালানো ঘুড়ি।
আবোল তাবোল বাতাস আসে জাহাজ ঘুড়ির চোখে
নাবিক তুই! সাধ্য কার এমন আছে রাখবে তোকে রু...


নিঃশব্দ পতন

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: শনি, ২৯/১১/২০০৮ - ৭:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুরুকথাঃ তখনো ইংরেজী সাহিত্য নিয়ে পড়ার ঝোঁকটা মাথায়। ৮ টা ক্লাস নেয়া হয়ে গেছে; টুকিটাকি ইংরেজী কবিতা লিখছি। একটা কবিতা প্রকাশিত হওয়ায় আগ্রহ বেড়ে গেল সাতগুন। বাংলা কবিতা তখনো আমার পড়া এবং লেখার আমার চৌহদ্দির বাইরে। রবীন্দ্রনাথের গদ্য ভাল লাগে কিন্তু কবিতা টানেনা। এরকমই চলতো যদি না আমি জীবনানন্দ দাসের কবিতা পড়তাম। আমি যার কাছে চিরদিন ঋনী হয়ে থাকতে চাই তাঁর লেখা থেকে অনুপ্রা...


দূরত্বের ভেতর-বাহির

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৭/১১/২০০৮ - ৭:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যে ছেলেটা পরীক্ষাতে একশ পায় !
তাকে ঘিরে আনন্দ সব, তাক ঘিরেই সুবর্ণ
পেছন সারির নাম না-জানা সেই মেয়ে
ছেলের জন্য সবুজ পাতায় ভরিয়ে তুলে অরণ্য।

যে ছেলেটা পরীক্ষাতে একশ পায় !
শুনেছিল কবে মেয়ে নীল রঙ তার ভীষণ প্রিয়
যত্ন করে মেঘ জড়ালো আকাশ-ছোঁয়া নীল রুমালে।
ছেলের ভুবন ছড়ান-ছিটান সীমাহীন এক নীলের মাঝে
শিউলি গন্ধে ভেজা রুমাল থমকে যায় তার মেঘ-দেয়ালে।

সবাই জানে, ছেলে কেবল পরীক্ষাতে একশ প...


বর্ষার মেলা

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৫/১১/২০০৮ - ১১:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্যাঁতস্যাঁতে পোড়োবাড়ি, বৃষ্টির দুপুর
এক কাণে দাঁড়ানো গুটিকত কিশোর
অবেলায় মেঘ দেখে থমকে দাঁড়ায়
নিজেরে আড়াল করে দেয়ালের ছায়ায়।

লোকজন ছাতা নিয়ে হাঁটাচলা করে
কেউ কেউ বসে আছে চুপচাপ ঘরে।
এখানে ওখানে মেঘ গড়েছে পুকুর
বুড়োবাম ব্যাঙ বাঁধে কোরাসের সুর ।

পৃথিবীটা সাঁতরায় জলের ধারায়
সূর্য আঁচল টানে খুব লজ্জায়।
এ ওরে খুব করে দেয় ভিজিয়ে ।
সাধ্য নেই পাতারো থাকে লুকিয়ে।
পাঁচিলে...


শিশিরের ট্রেন

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: শনি, ২২/১১/২০০৮ - ১১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরু কথাঃ "স্ফটিক পৃথিবী" নামে আমার একটি আনকোড়া কবিতার পাণ্ডুলিপি আছে যেটাকে নিয়ে চলছে ঘষা-মাজা। কবিতাটি সেখান থেকেই নেয়া।

এক কণা ধুলোর আশ্রয় মিলেছিল পাতায়
সর্ম্পক গভীর গাছের সাথে তবু ক্ষুদ্র বলয়
সবকিছু তার সীমানার বাইরে মনে হয়
তবু কি এক আশা তাকে জাগায়
শত অণু স্বপ্ন আঁকে পৃথিবী দেখার নেশায়।

অতঃপর সুযোগ এসে যায়
সাহসী হতে হয় নিরুদ্দেশী এই যাত্রায়
বুকের ভেতর জানার নেশা ম...