ছবির নাগরিক

নির্জর প্রজ্ঞা এর ছবি
লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছবিতে বাঁধানো মন বের হয়ে আসে
হৃদয়ো মন্দিরে প্রিয় চুপ করে হাসে
কত কথা বলি তবু দেয়না সাড়া
আদরের হাতছানি দেয়না নাড়া।

বরফ-পাথর বলে অভিযোগ করি
কাজের নুড়ি দিয়ে সময় ভরি
তারপরো অকারনে চোখ চলে যায়
বারবার এ হৃদয় থমকে দাঁড়ায়।

চোখেতে চোখ রেখে ভাবনাতে দোলায়
আমার গানের সুর কুয়াশায় মিলায়
আবেগের জল-পাহাড়; তার নেই বিষ্ময়
জোয়ারের ঝাঁপি ফেলে নিশ্চল মৃন্ময়।

মেঘলা শ্রাবণ ডুবে চোখের দিঘিতে
নির্বাক বসে সে বাঁধানো সিঁড়িতে
ছবি থেকে রোদ আসে; ছুঁয়ে যায় ঘাস
বিরহের শিশিরে আকাশ-তারার বাস।

চারদিকে এত মুখ তবু ভাষা জাগেনা
জীবন্ত পৃথিবী স্থির- বিমর্ষ আনমনা
তার মাঝে জেগে আছে ছবি, জাগ্রত তুমি
গলে যাই, উড়ে যাই থেমে থাকা আমি।

কথার বকুল নেই- মেঘে জমে সকালের ঝুঁড়ি
নীলহীন কালো ভাঁজে ফুটন্ত রোদের কুঁড়ি
অমাবস্যার ঘরে উড়ে এক থোকা জোছনা
পথের ধূলিতে আঁকে মৌসুমি মোহনা।

রহস্যে ঘেরা এক ছবির ভুবন
জড়ানো দেহলতা তবু দূরত্ব যোজন
তবু তারে ভালবাসি প্রান-মন দিয়ে
আনমনে হাসে সে প্রানটুকু নিয়ে
নিবিড় নীরব ছবির নাগরিক হয়ে।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

বেদম পিটছে আমায় স্মৃতিকাতরতা...

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নির্জর প্রজ্ঞা এর ছবি

স্মৃতি তারপরো জেগে উঠে সান্ত্বনা হয়ে। তাই বোধহয় বারবার স্মৃতির কাছে ফিরে যাওয়া।

********************
ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

নির্বাক এর ছবি

সমস্ত রুপকতা ছাড়িয়ে বিষন্নতা ঠিকই ছুঁয়ে গেল...।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

নির্জর প্রজ্ঞা এর ছবি

কারন আপনি যে ছবির দেশের নাগরিক নন! বরং একটা জীবন্ত হৃদয় ধারন করছেন!

*********************************
ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

কীর্তিনাশা এর ছবি

ভালো লাগলো চলুক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নির্জর প্রজ্ঞা এর ছবি

ইদানিং ব্যস্ত বলে আসতে পারিনা ব্লগে ইচ্ছে থাকলেও। অথচ আপনারা ব্যস্ততার মাঝেও যে আমার সাদামাটা লেখাও পড়েন, মন্তব্য করেন তা দেখে আমি অভিভূত। ধন্যবাদ

****************************
ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্, বেশ সুন্দর লাগল, বিশেষ করে শেষ প্যারাটা।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

নির্জর প্রজ্ঞা এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ

**************************
ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।