আজ অকারণে ছুঁয়ে যাচ্ছে ভয়--রাত্রিজ্বর
আমি তাতে বিবর্ণ ঘাসেদের প্রকারে ছড়িয়ে দিচ্ছি অবসাদ
ফলে ক্লোজশট--দীর্ঘরাত্রি
তাতে খলবল করে উঠে আসছে নিদ্রাভয়-ঋতুপ্রবাহ
বর্ষাযাপনের নামে আমি তাই বার-বার ছুঁয়ে ফেলছি জল
না ছুঁয়ে দিলে জল কি তবে বরফের মতই স্থির--নির্বোধ!
মন্তব্য
শব্দের মিল থাকা মানেই অনুকরণ নয়। সমসাময়িক প্রসঙ্গে এসবের দিকে চোখটা একটু আড় হয়ে যায়,এই আর কী। কবিতাপানের নামে আমি তাই মাঝে মধ্যে একটু তাড়িয়ে তাড়িয়ে ঢোক গিলি,অকারণে ছুঁই কবিতার হাড়-হাড্ডি।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ছুঁয়ে দেখা ভাল। তাতে বিশ্বাসটা দৃঢ় হয়।
কাট কাট ক্যামেরা-শটের মতোই লাগল। ভালো লাগল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
ধন্যবাদ
না ছুঁয়ে দিলে জল কি তবে বরফের মতই স্থির--নির্বোধ!- এই লাইনটা (ঠিক যেভাবে আছে সেভাবে নয়) কি প্রথমে আপনার মাথায় আসছিলো? তারপর কবিতাটা নির্মাণ করছেন?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ঠিক মনে করতে পারছি না। এইটা ২০০৩-৪ এর দিকে লেখা।
আপনার কবিতা পড়তে ভালো লাগে, ব্যাখ্যা না করেও ভালো লাগে। এইটা আমার পক্ষে একটু কঠিনকর্ম, কিন্তু চালিয়ে যাচ্ছি।
আরো লিখুন।
ভালো লাগাটাই ব্যাপার। অন্যসবকিছু তুচ্ছ এর কাছে।
চমৎকার লাগলো।
উজান ভাই, কবিতার সাথে সাথে ছবি পোস্টও চাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হাহাহাহা! হবে হবে !
না ছুঁয়ে দিলে জল কি তবে বরফের মতই স্থির--নির্বোধ!
এই লাইনটাই পুরো একটা কবিতা...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হয় এইরকম। বিচ্ছিন্নভাবে এক একটি লাইন মাঝেমধ্যে কবিতা হয়ে উঠে।
ধন্যবাদ
শেষ লাইনটাই পুরো একটা কবিতা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
লেখার সময় ঠিক ঐরকম কোনোকিছু মনে হয়নি। এখন মনে হচ্ছে হয়তো !
এসো নীপবনে ছায়াবিথী তলে
এসো করো স্নান নবোধারা জলে
হা হা ! বর্ষাযাপন বলে কথা। সংক্রামক ব্যাধি !
নতুন মন্তব্য করুন