যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: শনি, ২৫/০৭/২০০৯ - ১১:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পর্ব-১

Untitled (II)
শোনা যায় যান্ত্রিক সভ্যতা যত এগোয় সভ্য মানুষ তত কৃত্রিম হতে থাকে। তার মুখে এঁটে বসে যায় এক মুখোশ শিষ্টতার, সৌজন্যের। পরে অনেক চেষ্টা করলেও তার সত্যিকারের মুখশ্রী আর দেখা যায় না, সে নিজেও এমনকি দেখতে পায় না। বলা হয় গাঁয়ের মানুষ নাকি অন্যরকম। সভ্যতার কৃত্রিমতার আঁচ যদিও তাদের গায়ে লাগছে একটু আধটু, তবু তারা সরল প্রাণবন্ত আতিথ্যপ্রবণ।
Manifestation XXVI
এ সম্পর্কে অবশ্য আমার অভিজ্ঞতা মিশ্র ও ভিন্নতর। অন্তত শতকরা আশিভাগ গ্রামবাসীর মনের কথা টের পাওয়া যে খুব কঠিন তা আমি বলতে পারি। তাঁদের মুখে মুখোশ নেই কিন্তু আছে এক কাঠিন্যের আবরণ।
Manifestation
আপাত সারল্যের অন্তরালে সেই কঠিনতা প্রায় দুষ্প্রবেশ্য। তবে একবার সেই শক্ত খোল ভাঙতে পারলে ভেতরে নারকেলের মতোই বড় স্নিগ্ধ শাঁসজল।
Manifestation VIII

Manifestation III
কয়েক শতাব্দীর তিক্ত লেনদেন, ব্যর্থ আশ্বাস আর নির্লজ্জ শোষণ গাঁয়ের মানুষকে শহুরে বাবুদের সম্পর্কে ক'রে তুলেছে সন্দিহান। জীবন ও জগৎ সম্পর্কে তাদের দেখা-জানা আর শহরের মানুষের বইপড়্ তত্ত্বে এত ফাঁক তারা দেখতে পান যে আমাদের জন্যে তাঁরা সবসময় রেখে দেন এক অন্তর্লীন করুণাবোধ।
Untitled
সব মানুষের বোধহয় ভেতর ভেতর চেষ্টা থাকে তার মনের অতলে ডুব দেবার। সকলেই কি তাই ভালবাসে তার আত্মনিঃসঙ্গতার স্বাদ? সকলে কি সেইজন্যে ভীড়ের কথা বলে, কাজের চাপের কথা বলে? খুলতে চায় কাজের জট, এড়াতে চায় ভীড়ের জটিলতা?
কবে আমি বাহির হলেম !
বহুজনতার দিক থেকে মুখ ফিরিয়ে তারা খুঁজতে চায় নিঃসীম একাকীত্ব!
কবে আমি বাহির হলেম ! (II)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই ছবি গুলো আপনার তোলা ধরে নিয়ে বলি, "ফাটায়ালাইছেন"। চলুক

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

উজানগাঁ এর ছবি

ছবিগুলো আমার। তবে লেখায় ব্যবহৃত কিছু কিছু অংশের জন্যে "সুধীর চক্রবর্তী"র নিকট ঋণস্বীকার করছি। লেখায় সেটা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম।

মৃত্তিকা এর ছবি

অসাধারণ হয়েছে প্রতিটি ছবি এবং ধারণকৃত মুহূর্তগুলো!

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

অসামান্য সব ছবি, মুগ্ধ হয়ে গেলাম চলুক চলুক চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ। অবশ্য এইটার কিছু কৃতিত্ব নজু ভাইকে দেয়া উচিত। মূলত উনার গালাগালি-ঠেলাঠেলিতে এই ছবিলেখাটা তৈরী করতে বাধ্য হয়েছি। নজু ভাই ক্ষমা করবেন বিলম্বিত পোস্টের জন্যে। হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কে কারে ক্ষমা করবে? পর্ব ২ জলদি ছাড়েন, নাইলে কোনো ক্ষমা নাই
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি

মুগ্ধ দেখক...

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য তুলেছেন ছবিগুলো। চোখ আছে আপনার...

মুস্তাফিজ এর ছবি

অসাধারণ, লেখা ছবি দুটোই, তোমার ছবির ভক্ত তো অনেক আগে থেকেই, এখন লেখার।

দ্রুত তোমার রোগমুক্তি কামনা করি।

...........................
Every Picture Tells a Story

মূলত পাঠক এর ছবি

অনেক দিন পর আপনার দেখা পেলাম। তবে দেরি হলে যদি এমন সব ভয়ঙ্কর সুন্দর ছবি দেখতে পাই তো দেরি সার্থক।

সবজান্তা এর ছবি

কিছুদিন আগে অপু ভাইয়ের সাথে কথা হচ্ছিলো ফোনে। জানতে পারলাম আপনি কিছুটা অসুস্থ। এখন কেমন আছেন ?

অনেকের সাথেই ব্যস্ততার ( ! ? ) কারণে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব হয় না, আন্তরিক ইচ্ছা থাকা সত্বেও। আপনি সেই লিস্টির একদম শুরুতেই আছেন। আপনার ছবি এবং লেখা দুই-ই আমার খুব ভালো লাগে। সহজে কারো ভক্ত টক্ত হই না, কিন্তু আপনার ছবি আর লেখা দেখে আপনার যে আর্টিস্টিক মনের পরিচয় পেয়েছি, তাতে আমি আপনার শিল্পকর্মের ভক্তই হয়ে গিয়েছি।

আপনার জন্য অনেক শুভকামনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন।

আর হ্যাঁ, এই লেখা এবং ছবিও যথারীতি অনবদ্য। পাঁচ তারা।


অলমিতি বিস্তারেণ

হাসান মোরশেদ এর ছবি

মন্তব্য পড়ে জানা যাচ্ছে, শরীর ভালো নেই। সুস্থতা কামনা করছি। দ্রুত সচলায়তনে ফিরে আসুন। আপনাদের এইসব ছবি,এইসব লেখা চমৎকার বৈচিত্র আনে।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

স্নিগ্ধা এর ছবি

তাড়াতাড়ি সুস্থ হোন।

ছবিগুলো - অপূর্ব!

যুধিষ্ঠির এর ছবি

আপনার ছবির প্রশংসা প্রথম শুনেছিলাম মুস্তাফিজ ভাইয়ের করা একটা মন্তব্যে। আজই প্রথম দেখলাম। অসাধারন! সাবজেক্টের প্রতি গভীর ভালোবাসা না থাকলে এমন ছবি তোলা যায় না বোধহয়। দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কোইনসিডেন্টালি গতকাল একজনের সাথে ছবি নিয়ে আলোচনার সময় আপনার কথা মনে পড়লো। এরকম একজন ফটোগ্রাফার সচলে আছেন, অথচ লিখছেননা। আর আজই আপনি লিখে ফেললেন!

মানুষের মস্তিষ্ক কি তাহলে কোন কিছু ডিসাইড করেনা? ডিসাইড করে অন্য কেউ/কিছু? মস্তিষ্ক কেবল রিসিভার মাত্র? আশ্চর্য! (এই লাইনগুলো না ধরতে পারলে নাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হয়।)

অতিথি লেখক এর ছবি

ছবি এবং লখা অসাধারণ ........।

নৈশী

অতিথি লেখক এর ছবি

ছবি এবং লখা অসাধারণ ........।

নৈশী

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আবারো মুগ্ধ আমি।
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

বইখাতা এর ছবি

অসাধারণ সব ছবি ! কী বলে প্রশংসা করবো বুঝতে পারছি না ..... পুরোপুরি মুগ্ধ। এই প্রথম আফসোস হচ্ছে তারা দেয়ার ক্ষমতা নাই বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ছবিগুলির জন্য। আপনার আরো ছবি আর লেখার অপেক্ষায় রইলাম।

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

ছবিগুলো অসাধারণ। স্রেফ অসাধারণ।

খেকশিয়াল এর ছবি

অসাধারণ সব ছবি! অসাধারণ লেখা!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মামুন হক এর ছবি

ছবিগুলোর প্রশংসা করার উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছিনা!!

প্রজাপতি [অতিথি] এর ছবি

ধাক্কা খাবার মতো ছবি সবকটা, ভয়ংকর সুন্দর।

ভাল হয়ে উঠুন এই কামনা করছি।

মাহবুব লীলেন এর ছবি

ছবিগুলোর ফাঁকে বকর বকর ঢুকিয়ে ছবিগুলোকে ডিস্টার্ব করার বুদ্ধি তোমাকে কে দিয়েছে?

লেখার দরকার নেই
ছবিগুলো দাও খালি

মৃদুল আহমেদ এর ছবি

আপনার ছবির তো আমি অনেক পুরনো ভক্ত, চ্যাটিংয়ের সময় আমার মুগ্ধতার কথা জানিয়েছি আপনাকে বার বার।
আবারও জানালাম। সুস্থ হয়ে উঠুন।
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খুবই ভালো লাগছে যে এই অসাধারণ পোস্টটার পেছনের ব্যক্তি হিসেবে আপনি আমারে স্মরণ করছেন। আমি সত্যিই আপনার বিরাট মুগ্ধ ভক্ত। যেমন ফটোগ্রাফির, তেমন লেখার। একসাথে এতো গুণ মানুষের কেন থাকে? আমাদের কেন নাই?

যাহোক... গতমাসে সিলেট গিয়েছিলাম। খুব ইচ্ছা ছিলো আপনার সঙ্গে দেখা করার। খোঁজ করে জানলাম আপনি অসুস্থ, দেশের বাইরে আছেন চিকিত্সা খাতিরে। তারপর থেকে নিজেই এতো ভ্যাজালে আছি আপনার আর খোঁজ নেওয়া হয় নাই।

এখানে আপনাকে দেখে খুব ভালো লাগছে। খাড়ান... কালকেই ফোন দিতেছি...

আমি পোস্ট ছবি লেখা নিয়া কী আর বলবো? কিছুই বলার নাই... ফাডায়ালছেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্রতীপ এর ছবি

এই ছবিগুলোর প্রশংসা করার ভাষা আমার নেই... চলুক
দ্রুত সুস্থ হয়ে উঠুন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

অসামান্য সব ছবি।

স্বপ্নহারা এর ছবি

আপনার তোলা ছবি দেখে নিজেরে পাগল পাগল লাগতাছে!...অদ্ভুত...অবর্ণনীয়! অসাধারণ!

হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

পান্থ রহমান রেজা এর ছবি

অসাধারণ ছবি!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

দ্রুত আরোগ্যলাভ করুন, আপনার ব্লগ ভরে উঠুক এমন সুন্দর সব ছবি আর লেখায়।

হিমু এর ছবি

আশু আরোগ্য কামনা করছি। ছবিগুলি চমৎকার।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।