হারানো প্রেমিকার জন্য শোকগাথা

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: বুধ, ০২/০৯/২০০৯ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুখোমুখি দাঁড়ানোর আগে ধারাপাত শিখে রাখা ভাল, তারও আগে মৃত্যুর অধিক কোনো শূন্যতার দিকে গেলে--ব্যর্থতা বার-বার রাত্রি হয়ে ফিরে-ফিরে আসে!

রাত্রি নাচতে জানে--তার স্পর্শ তুমি এখনো বোঝনি! এই শীতরাত্রি তোমাকে নামিয়ে দিয়ে গেছে পথের কিনারে--কোথাও যাবার নাই বলে তুমি দাঁড়িয়ে আছো পথে।

ততদিনে তুমি চিনে গেছ আকাশ--আশার বদলে আজ আকাশ মুখ খুলে দাঁড়িয়ে আছে তোমার দিকে

ভেতরে সমুদ্র তোমাকে ডাকছে--তোমার নিভৃত মুহূর্তগুলো তাই বার-বার
ফিরে আসছে খাবার টেবিলে--বিছানায়--রাতে। রাতের অধিক কোনো শূন্যতা নেই

শূন্যতা ফিরে গেলে--

কাউকেই ডাকোনি তুমি জোৎস্নর রঙিন উৎসবে।


মন্তব্য

অনিকেত এর ছবি

খুব, খুউব ভাল লাগল----!!

আশার বদলে আজ আকাশ মুখ খুলে দাঁড়িয়ে আছে তোমার দিকে

শূন্যতা ফিরে গেলে--

কাউকেই ডাকোনি তুমি জোৎস্নর রঙিন উৎসবে।

মুগ্ধ হলাম----(শুধু বানানটা একটু খিয়াল কৈরা---)

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ অনিকেত দা। হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার লাগল কবিতাটা চলুক

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো হয়েছে।

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

শাওন,
আরো চমৎকার একটি কবিতা পড়লাম।

ভাল থাক।

সৈয়দ আফসার

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ ।

মণিকা রশিদ এর ছবি

"ভেতরে সমুদ্র তোমাকে ডাকছে--তোমার নিভৃত মুহূর্তগুলো তাই বার-বার
ফিরে আসছে খাবার টেবিলে--বিছানায়--রাতে। রাতের অধিক কোনো শূন্যতা নেই

শূন্যতা ফিরে গেলে--

কাউকেই ডাকোনি তুমি জোৎস্নর রঙিন উৎসবে।"

অসম্ভব ভাল লাগলো!

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ। ভাল লেগেছে শুনে খুশি হলাম। হাসি

মূলত পাঠক এর ছবি

কী মুশকিল, আপনার কবিতা দেখি সবসময়ই ভালো লাগে।

উজানগাঁ এর ছবি

মুশকিলের কথা। সব ভাল লাগলে তো সমস্যা। চোখ টিপি

ইশতিয়াক রউফ এর ছবি

ভুল দিনে পড়লাম। ভাল্লাগ্লো।

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ। কিন্তু ভুল দিন কেন জান্তে মন্চায়। হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

শিরোনাম দ্রষ্টব্য। চোখ টিপি

সবজান্তা এর ছবি

মন খারাপ

কই "হাস্যকর" কবিতা পড়ে হাসি তো আসলো না মন খারাপ

বরং হারানো প্রেমিকার জন্য বিষণ্ণ সুর অনুভব করলাম !

রাতের অধিক কোনো শূন্যতা নেই
- ভালো লাগলো।

আরো পড়ার অপেক্ষায় থাকলাম...


অলমিতি বিস্তারেণ

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

এটা যে কবিতা প্রথমে বুঝতে পারিনি, পড়ে বুঝলাম এটা কবিতা ছিলো, তাও আবার বিরহের কবিতা। ভালো লাগলো পড়ে।

উজানগাঁ এর ছবি

এটা কবিতা ছিল এবং আপনি সেটা শেষ পর্যন্ত ধরতে পেরেছেন সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভাল থাকবেন।

দুষ্ট বালিকা এর ছবি

ব্যর্থতা বার-বার রাত্রি হয়ে ফিরে-ফিরে আসে!

এই শীতরাত্রি তোমাকে নামিয়ে দিয়ে গেছে পথের কিনারে--কোথাও যাবার নাই বলে তুমি দাঁড়িয়ে আছো পথে।

ভেতরে সমুদ্র তোমাকে ডাকছে--তোমার নিভৃত মুহূর্তগুলো তাই বার-বার
ফিরে আসছে খাবার টেবিলে--বিছানায়--রাতে। রাতের অধিক কোনো শূন্যতা নেই

ভালো লাগলো খুব...

---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনার এক গুণমুগ্ধ ভক্তের শুভেচ্ছা গ্রহণ করেন... এতো ভালো লেখেন কেম্বে? একটা মানুষরে কতো গুণ দেয় সৃষ্টিকর্তা? আমরা কি হাকুল্লা?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

উজানগাঁ এর ছবি

আপনি কি সেটা আপনি না জানলেও আমরা জানি। চোখ টিপি আপনার গুণের তালিকাটা নাইবা দিলাম, বোধকরি আমার চেয়েও অন্যরা সেটা ভাল জানেন।

ভাল থাকবেন। হাসি

তিথীডোর এর ছবি

রাতের অধিক কোনো শূন্যতা নেই

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।