রাত্রি গভীর হলে তোমার নিঃসঙ্গতাগুলো জেগে ওঠে
নিঃসঙ্গতারও কিছু শব্দ আছে--বোঝা যায় না
ঘুমের অতল থেকে ক্রমশঃ তা বিস্ফোরিত হতে থাকে
আর এই বিস্ফোরিত শব্দগুলো একে-একে বসে যাচ্ছে
কুয়াশাজড়িত তোমার প্রিয় মানুষের মুখে--
তুমি দু'হাতে নিতে চাইছো সেইসব নিঃসঙ্গতা--রাত্রিজ্বর
তোমাকে আচ্ছন্ন করে
ধূসর ধুলোর মতো উড়ে আসে ভোর
তুমি ভাবছো
নীল কুয়াশার ভেতর নিঃসঙ্গতা ছড়াতে-ছড়াতে
রাত্রিগুলো উড়ে গেল কোথায় !
পাতা ঝরছে
মেঘশূন্য আকাশের দিকে তাকিয়ে তুমি হাসছ !
মন্তব্য
এসব গল্প মাথায় ঢুকেনা
...........................
Every Picture Tells a Story
ছবিটা আমার কবিতার চেয়ে সুন্দর। এতো সুন্দর ছবি তুলতে জানলে কবিতা না বুঝলেও চলে।
অপূর্ব!
উদ্ধৃতি
ঘুমের অতল থেকে ক্রমশঃ তা বিস্ফোরিত হতে থাকে
আর এই বিস্ফোরিত শব্দগুলো একে-একে বসে যাচ্ছে
কুয়াশাজড়িত তোমার প্রিয় মানুষের মুখে--
মাঝে মাঝে মনে হয় কবিরা যখন লেখে তখন আর তারা সামান্য মানুষ নয়, মনের মধ্যে ঢুকে পড়ে স্বপ্নের দরজা দিয়ে একেবারে চলে যায় সেই খাসমহলে, যার কথা কারুরই নিজের পুরোপুরি জানা নেই, নইলে এমন করে সেসব গভীর কথা কিকরে অবলীলায় বলে দেয় কবি?
প্রতিদিনের চাকরি করা বাজার করা খিদেঘুমঝগড়ার মানুষটা, অজস্র ভুলবোঝাবুঝি অভিমানের মানুষটা, অনেক ভুলভ্রান্তিভরা মানুষটা আর থাকে না, কবিতা তাকে কোথায় তুলে নিয়ে যায় অলৌকিক চাঁদনির আলোয়!
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কিছুই বলার নাই। এই লাইনগুলো পড়ে তব্দা হয়ে বসে রইলাম।
ধন্যবাদ আপনাকে এমন সুন্দর মন্তব্যের জন্য।
বাহ---খুব চমৎকার!!!
ধন্যবাদ।
সাবলাইম।
যত ভয় ওই "রাত্রিজ্বর''
ভাল থাক।
সৈয়দ আফসার
খুব ভালো লাগলো , কবি ।
ধন্যবাদ।
একটি টান টান স্মার্ট কবিতা।
খুব ভালো লাগলো ,কবি।
ধন্যবাদ।
খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইল।
নৈশী।
ধন্যবাদ।
'শব্দগুলো একে-একে বসে যাচ্ছে
কুয়াশাজড়িত তোমার প্রিয় মানুষের মুখে'
ভালো লাগলো উজান।
ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।
ধন্যবাদ।
কবিতাটি ভালো লাগলো।
ধন্যবাদ।
ভালো লাগলো।
_____________________________________________
"যে কথায় কবিতা জন্মাতো সে-কথার শিরায় শিরায় বিষ, এক-একটা কথার ছোবলে কবিতার খাতা পুড়িয়ে দিস..."
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ধন্যবাদ।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ মূলোদা।
আপনার সাড়াশব্দ ইদানিং কম পাওয়া যাচ্ছে। ঘটনা কি?
বাহ্ ।
ধন্যবাদ আপনাকে।
বেশ।
নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন