ভোলাগঞ্জ নিয়ে আমার মুগ্ধতার শেষ নেই! সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমার মুগ্ধতা এতটুকু কমেনি বরং বেড়েছে। বন্ধু-বান্ধব সিলেটে বেড়াতে আসলেই তারে ভোলাগঞ্জ নিয়ে যাই। ছবি তোলতে যাওয়ার কোনো প্ল্যান হলেই আমি বলি, চলেন ভোলাগঞ্জ যাই।
এ নিয়ে আমার বন্ধুমহলে হাসাহাসি কম হয় না। ছবি তোলতে যাওয়ার কোনো প্ল্যান হলে সুচতুরভাবে তারা আমাকে এড়িয়ে যান। তবু আমি ভোলাগঞ্জ যাই। বার-বার যাই। একা-একা যাই।
কেন যাই ? নিচের ছবিগুলো থেকে এর কারনটা উদঘাটন করা যাক।
মন্তব্য
অসাধারণ ছবি সব!
আপনার তোলা আর্চেস ন্যাশনাল পার্কের ছবিগুলোও অসাধারন ছিলো। এখনো চোখে লেগে আছে।
এরপরেরবার আমাকে যদি ডাকেন, আমি যাব। একটু আগে থেকে বইলেন
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ডাকবো। তবে শর্ত একটাই, বেহালা বাজিয়ে শোনাতে হবে। রাজি থাকলে যেকোনো দিন বেহালা বগলদাবা করে চলে আসেন।
সম্ভবত মিস্ফায়ার হয়ে গেলো। জানামতে বেহালা বাজান, অনার্য্য সঙ্গীত, অনিন্দ্য নন।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমারো তাই মনে হচ্ছে
রঘু রাই আর বেহালা বাদক দুটাকে গুলিয়ে ফেলেছি।
অনেক সুন্দর ছবি! কোনটা ছেড়ে কোনটা দেখি!
ভালো লাগলো।
When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!
When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!
ধন্যবাদ আপনাকে।
৩, ৪, ৫ এককথায় অবিশেষণসম্ভব!
ধন্যবাদ হিমু ভাই।
আপনি অমানুষের মতো সব ছবি তোলেন। কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
একটা কৌতূহল ছিলো। দ্বিতীয় ছবিতে বালকটিকে এমন স্পষ্ট ভাবে দেখালেন কী করে? মানে ডেপথ অফ ফিল্ড-ও তো ভালোই আছে, পশ্চাদপট আউট-অফ-ফোকাস-ও নয়, তবু ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে পশ্চাদপট থেকে আলাদা। এটা কি স্রেফ ঐ পার্সপেক্টিভের কারণে?
ধন্যবাদ মূলোদা। [এইপ্রথম মনে হয় কেউ আমাকে অমানুষ বললো আর আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি ]
২য় ছবিটা যেদিন তোলা, সেদিন আকাশ কিছুটা মেঘলা ছিল অনেকটা গ্র্যাডিয়েন্ট দেখতে। তাছাড়া এখানে অল্পমাত্রায় ফ্ল্যাশ ব্যবহার করেছি। আর পার্সেপেক্টিভও একটা কারণতো বটেই।
আপনার এইসব ছবি বা ছবিকবিতা - যাইই ডাকা হোক না কেন এগুলোকে - এককথায় অপূর্ব!!! শেষের ছবিটা কখনও দরকার হলে ব্যবহার করতে পারি? অবশ্যই ফটোগ্রাফার হিসেবে আপনার নাম দিয়েই ......
ধন্যবাদ।
ছবি ব্যবহার অবশ্যই করতে পারেন।
এইসব ছবি দেখার পর কমেন্ট করার মতো অবস্থায় থাকি না !
p.s.- চার নম্বর ছবিটা অর্থাৎ Hidden Beauty III এটা মনে হয় আগেই দেখেছিলাম, কোন এক প্রতিযোগিতাতে পুরস্কার পাওয়া। তাই না ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হ্যাঁ। ২,৩,৪ তিনটিই আর্ন্তজাতিকভাবে পুরষ্কৃত।
অসাধারণ সব ছবি
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ।
আপনার ছবি নিয়ে নূতন করে কিছু বলার নেই শাওনদা। ৪, ৫, ৬ আগে দেখা। তারপরেও এই ছবিগুলো নিয়ে আমার মুগ্ধতার শেষ নেই। ভোলাগঞ্জ কবে আসব বলেন
চলে আসেন যেকোনো দিন। আসার আগে একটা ফোন দিয়েন শুধু।
অসাধারণ অসাধারণ ছবি।
অফ টপিক: লেখার মাঝে ছবি এ্যাড করে কিভাবে জানাবেন প্লিজ।
ধন্যবাদ।
এই লিঙ্কটা দেখতে পারেন।
অসামান্য!
ধন্যবাদ।
আপনি তো ভাই বস পাব্লিক !!!
২,৩,৪,৫,৬- এই গুলা বেশি ভালো লাগসে...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ধন্যবাদ।
অসাধারণ
ধন্যবাদ লীলেন ভাই।
জটিল!! আমি অনেক আগে থেকেই আপনার ছবির ভক্ত!!
-----------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
ধন্যবাদ।
আপনাকে কি চিনি কোনোপ্রকারে?
ঢাকা থেকে পাবলিক ট্রান্সপোর্টে করে কীকরে ভোলাগঞ্জ যাওয়া ও থাকা যায় একটু জানাবেন। তাহলে সম্ভব হলে যে কেউ দেশের ভেতরের এই অসম্ভব সুন্দর জায়গাটা দেখতে যেতে পারবে।
আপনার এক একটা ছবি কবিতার মত। ও'নিয়ে কথা হয়না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
খুব সহজ রাস্তা। ঢাকা থেকে সিলেট যে গাড়িগুলো আসে তার প্রায় সবগুলোই শাহজালাল মাজারের সামনে এসে থামে। ঐখান থেকে যেকোনো রিক্সাকে "আম্বরখানা" বললেই হবে। ৫টাকার মতো ভাড়া।
আম্বরখানা মসজিদের সামনে থেকে বাস, ট্যাক্সি দুইটাই যায় ভোলাগঞ্জ। ৩০-৫০ টাকা ভাড়া।
আমার সবচেয়ে ভাল লেগেছে ২ নং ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধন্যবাদ।
ভোলাগঞ্জ আমারও খুব প্রিয় যায়গা। বহুতবার গেছি। জাফলঙ এর চেয়ে অনেক বেশি জানটানা সুন্দর।
আগের জামানায় বহুত লীড নিউজ দিছে এই এলাকা। সেই দিক দিয়াও প্রিয় ছিলো। হাতে কিছু না থাকলেই ভোলাগঞ্জ নামায়া দেও টাইপ অবস্থা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পরেরবার তাইলে একসাথে যামুনে।
অসামান্য সব ছবি! সিম্পলি অসাধারণ। ২ নং সবচেয়ে!
আফসোস......হাতে কলমে যদি শিখতে পারতাম ফটোগ্রাফিটা!
হাতে কলমে শুরু করে দেন। খুবই সহজ কাজ, জটিল কিছু না।
ভাই, আপনি কি ক্যাম ব্যবহার করেন জানতে পারি?
এইমূহুর্তে আমি ব্যবহার করছি ক্যানন ৩০ ডি।
অসাধারন!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ধন্যবাদ।
আপনার ছবির প্রেমে পড়ে গেলাম। আর হ্যাঁ লিংক টা open হচ্ছেনা। আর একবার লিংক টা দেবেন প্লিজ।
আপনার যদি ফ্লিকারে একাউন্ট থেকে থাকে (আমার ছবিগুলো ফ্লিকার থেকে ইমপোর্ট করা) সেক্ষেত্রে যে ছবিটা এখানে সংযুক্ত করেত চান সেই ছবির "অল সাইজ"-এ যান। ঐখান থেকে আপনার পছন্দমতো সাইজটার শুধু ইউ আর এল কোডটুকু কপি করে সচলে আপনার লেখার যেকোনো যায়গায় পেস্ট দিলেই হবে।
ফাটাফাটি ম্যান! ফাটাফাটি!!
অফটপিক। আমাগো অরূপ কবে পুরষ্কার টুরষ্কার পাইবো সেইটা ভাবতেছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ মুর্শেদ ভাই।
ছবিগুলো চমৎকার...
শুধু কবি না, আজ জানলাম ফটোগ্রাফারও।
_____________________________________________
"যে কথায় কবিতা জন্মাতো সে-কথার শিরায় শিরায় বিষ, এক-একটা কথার ছোবলে কবিতার খাতা পুড়িয়ে দিস..."
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
কবি, ফটোগ্রাফার কোনোটাই না।
মাঝে মাঝে হওয়ার চেষ্টা করি। কিন্তু হয় না কিছুই।
চেয়ে থাকার চেয়ে আর কিছুই সুন্দর হতে পারে না, শাওন।
যেভাবে তোর ছবিগুলো জীবনের কথা বলছে।
ছবিতে আমি থাকিয়ে আছি।
ভাল থাক।
সৈয়দ আফসার
ধন্যবাদ বন্ধু।
মুগ্ধ হয়ে রইলাম... মন্তব্যবিহীন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ।
চমৎকার সব ছবি! মুগ্ধতা!
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ধন্যবাদ ।
চেটেপুটে খেলাম!
---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ।
টাশকি লাঈগা গেলাম ছবি দেইখা
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ।
অসাধারন টু দি পাওয়ার ইনফিনিটি।
ভোলাগঞ্জ কি ভাবে যাওয়া যায়? থাকার ব্যবস্থা কি? ওখানকার কারো মোবাইল/ঠিকানা আছে নাকি? কেউ জানবেন কি?
ফুট্টুস
আসার আগে আমাকে জানাইয়েন। ব্যবস্থা করে দেয়া যাবে সবকিছুর।
এতো আজে বাজে ছবি তোলেন ক্যান?
তার উপরে দিছেন পুরান সব ছবি, আগেই দেখা... আন্তর্জাতিক লোকেরা না বুইঝা এগুলারে পুরষ্কার দিছিলো বইলা শুনছিলাম।
আপনেরে মাইনাচ...
অফটপিক: মন্তব্যেও তো একটু ভিন্নতা দরকার তাই না
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অসাধারন কয়েকটি ছবি। ২য় ও ৮ম ছবিদুটি অপূর্ব। প্রচুর জায়গায় ঘুরেছি, কিন্তু ভোলাগঞ্জ এর নাম শুনি নি। সিলেট এর আশে পাশে কোথাও? ছবি দেখে তাই মনে হল।
ডিরেকশন দিলে কৃ্তজ্ঞ থাকবো।
সংসপ্তক
www.shangshaptak.com
খুব সহজ রাস্তা। ঢাকা থেকে সিলেট যে গাড়িগুলো আসে তার প্রায় সবগুলোই শাহজালাল মাজারের সামনে এসে থামে। ঐখান থেকে যেকোনো রিক্সাকে "আম্বরখানা" বললেই হবে। ৫টাকার মতো ভাড়া।
আম্বরখানা মসজিদের সামনে থেকে বাস, ট্যাক্সি দুইটাই যায় ভোলাগঞ্জ। ৩০-৫০ টাকা ভাড়া।
ছবি অ-স-ম্ভ-ব সুন্দর!
কিন্তু আমার প্রশ্ন হলো ভোলাগঞ্জ জায়গাটি কি আসলেই এত সুন্দর না ছবি, ফোটোশপ ডিজিটাল কেরামতিতে এত সুন্দর এসেছে? কারণ এখন এতভাবে ছবি বদল করে ফেলা যায় একটা সাধারণ জায়গাকেও ছবিতে অসাধারণ লাগে আপনার মত দক্ষ কারিগরের গুণে। জায়গাটির প্রত্যক্ষ সৌন্দর্য সম্পর্কে কিছু জানান প্লিজ। ধন্যবাদ।
জায়গাটা আসলেই সুন্দর। আর ছবিগুলোতে ডিজিটাল কিছু কেরামতি তো আছেই। তবে সেটা খুবই অল্পপরিমানে। যতটুকু না করলেই নয়।
ফটোগ্রাফির ব্যাপারে আমি 'ক অক্ষর গোমাংস'। নাদান দর্শক হিসেবে বলতে পারি, ৩ এবং ৪ এই দুটো কাজ মারভেলাস্। ৪ এর পোস্ট প্রসেসিং এর ব্যাপারে আমি খুব কৌতূহলী। ছবিগুলোর একটা করে নাম দেয়া যেত। এভাবে রোল নম্বর ধরে ডাকতে ভালো লাগছে না অবশ্যই।
বস, এখানে মেসেজ দিলাম দেইখা মাইন্ড খাইয়েন না, আজকে সচলে ঢুকে ব্যানার দেখে এত নস্টালজিক হলাম, গ্রাম বাংলার শীত যেন কম্পুর সামনে বসে অনুভব করলাম। অসংখ্য ধন্যবাদ।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেটে শীত প্রায় এসে গেছে বলতে গেলে। সকালের দিকে বেশ ঠান্ডা পড়ে। গতকাল সকালে উঠা হয়েছিল একটা কাজে। বাইরে বেরিয়ে দেখি কুয়াশা। অফিসে গিয়ে ল্যাপটপ খুলে এই ছবিটি খুঁজে বের করলাম। ভাবলাম শীতকে স্বাগত জানানো যাক এই ছবি দিয়ে।
"তুই লালপাহাড়ের দেশে যা/ রাঙামাটির দেশে যা /হেথায় তোরে মানাইছে না গো/ ইক্কেবারে মানাইছে না গো....." কুর্ণিশ করছি --- *তিথীডোর
ধন্যবাদ।
ছবির দেশে ,কবিতার দেশে...
আপনার এই পোস্ট চোখ এড়িয়ে গিয়েছিল। ভাগ্যিস আজ দেখলাম।
সত্যি বলি, আপনার মতন ছবি তুলতে চাই। এইগুলি ক্যামনে তুলেন?
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
পাগল হয়ে গেলাম । সব ছবি পাগল করা । ১,২,৩ এর জন্য ভাললাগাটা একটু বেশি কারণ আমি মেঘ ভালবাসি।ভোলাগঞ্জ যাবার সু্যোগ হয়েছিল,যাওয়া হয়নি । ভালই হয়েছে । আমার এত্তো সুন্দর চোখ নেই ।
ঘুমপাহাড়ের দেশে...মেঘ হয়ে যাই ভেসে......!
...
নতুন মন্তব্য করুন