ক.
প্রতিটি ভ্রমণ শেষে অজ্ঞতা তীব্রতর হয়--দেখি, ভ্রমণস্পৃহা আরো তীব্রতর হয়ে ঘিরে ফেলছে জানালার গ্রিল
আর এই ব্যকরণহীন ভোরে আমার হাত ও পা তীব্রতর হয়ে বারবার ছুটে যাচ্ছে জানালার গ্রিলের দিকে।
খ.
যখন ঝড়ের পর ঝড় এসে ছড়িয়ে দিচ্ছে ভয়--আর আমরা স্বপ্নের ভেতর দিয়ে ডুবতে-ডুবতে পেরিয়ে যাচ্ছি মাঠের পর মাঠ--ঠিক তখন
এই বৃত্তাকার পরিক্রমায় এক-একটি ঝড় বারবার বদলে দিয়ে যাচ্ছে আমাদের ক্রিয়াবোধ।
মন্তব্য
কবিতা বেশ ভালো হয়েছে।
উদ্ধৃতি
প্রতিটি ভ্রমণ শেষে অজ্ঞতা তীব্রতর হয়
তাই আমি ঘরকুনো
ধন্যবাদ দাদা।
অফটপিক: বিবাহিত লোকদের ঘরকুনো থাকাই ভালো।
এমন কবিতার সাথে আপনার একটা ছবি দিলে আর খেদ থাকতো না।
কবিতাটা আপনার পছন্দ হয়নি সেটা বুঝতে পারছি।
কী মুশকিল, এইটা মনে হলো কেন? ভালো কবিতার সাথে ভালো ছবি চাওয়াটা অন্যায় না কি?
আর শোনেন, নিচে এক কমেন্টে লিখেছেন যা সেই প্রসঙ্গে। বেশি বিনয়ের কোনো মানে হয় না, আপনার ছবি যে ছাইপাঁশ হয় না আপনি জানেন আশা করি, তার পরেও এই সব বললে কিন্তু ধরে নেবো ফিশিং ফর কমপ্লিমেন্ট হচ্ছে।
কিছু কিছু ছবি ভাষাকে নিষ্কৃতি দেয়, ভাষা কি নিষ্কৃতি চায় ?
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আমার মতো লেখকদের পাল্লায় পড়লে ভাষা নিষ্কৃতি চাওয়ার কথা।
আপনে তাইলে লেখতে ভুলে যান নাই!!!
ছবি তোলা নিশ্চয়ই ভুলে টুলে গেছেন?
কবিতাটা ভালো লাগলো বেশ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমারো আপ্নের মতো দশা। দৌড়ের উপরে আছি।
আর আমার যা ছাইপাশ, অইগুলো যত কম দেয়া যায় ভালো।
এই জন্যই আমি সিলেট যাইতে চাই না, যদি আরো অজ্ঞ হয়া যাই
ফাজলামি বাদ- কবিতাদ্বয় ভালো লেগেছে। অনেকদিন পর লিখলেন।
অনেকদিন আপনার ছবিও দেখি না ( মানে আপনার তোলা ছবি
)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ছবি ফ্লিকারে মাঝেমধ্যে আপ দেই। ইদানিং মনখারাপ রোগে ভুগতাছি। কিছুই ভাল্লাগে না টাইপ।
অফটপিক: লোকজন চাকরি-বাকরি পাইলে কথা কমিয়ে দেয় জান্তাম না।
লেখাটি ভালো লাগলো।
-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
ধন্যবাদ আপনাকে।
প্রথমে ভাবলাম ব্রাউজারে সমস্যা- ছবিগুলি দেখতে পাই না কেন?

কবিতা কিন্তু খুব ভালো হয়েছে!
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
অসংখ্য ধন্যবাদ।

পরের পোস্ট তাইলে ছবিব্লগ।
ইচ্ছে গুলো তখন ফণা তুলে--দেখি ইচ্ছের অনলে গলে গলে পড়ে জানালার শিক
আর সেসময় আমার বাউন্ডুলে মন জানালা পেরিয়ে খুঁজে ফেরে নতুন গন্তব্য।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
ভালো লাগলো। আপনার কবিতা সবসময় ভালো লাগে।
নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বিয়াপক হইসে। পুরাই চ্রম টাইপ। তুমি বাইচা আছো এইটাই অনেক কিছু।
সিলেট আমারে টানে, খুব টানে, ক্যান যে টানে!!! বার বার শুধু ছুইটা যাইতে মনঞ্চায়।
লক্ষ তারা তোমার পোষ্টে।
-----------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
চইলা আসো।

তয় তোমার সাথের পিচ্চিটারে রাইখা আইসো।
শাওন, কবিতাটা ভালো লাগলো খুব ।
জানি ব্যকরণহীন ভোর ধরা যায় না কোন তারায়, তবু ৫ ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
ধন্যবাদ সুপান্থদা
কবিতাটা আপনার ছবির মতই। তবে এখানেও একখান থাকলে আরো ভালো হতো
...............................
নিসর্গ
কবিতা পড়লেই মন আদ্র হয়, গলে যায়, ঘোরগ্রস্থ হই।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হুমমমম.......
'তীব্রতর হয়ে ঘিরে ফেলছে জানালার গ্রিল'
সুন্দর!
অর্কিডে প্রকাশিত হয়েছিল কবিতাটি
ভালো থাক।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
নতুন মন্তব্য করুন