ধূপগন্ধ

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: বুধ, ১৭/০২/২০১০ - ৪:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমার ইচ্ছের কথা সঞ্চিত আছে গুহামুখে
তোমার জন্য অপেক্ষায় আছে রোদ
তোমাকে কেন্দ্র করে বেড়ে উঠছে
দিনের প্রথম কোলাহল

অথচ তোমাকে কাঁপাচ্ছে ঋতুমতী মেঘ
তোমাকে কাঁপাচ্ছে বর্ষাযাপনের কলা

কত আলোকবর্ষ দূর হতে
ধূপগন্ধ ছড়াচ্ছে সেইসব মৃত মুখ
--তাদের বায়বীয় ডানা


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

এতটাই মুগ্ধ যে লগইন করলাম। চলুক
মোটে তো একগুচ্ছ শব্দ, কিন্তু ধুমকেতুর মত রেশ ছড়িয়ে গেল।

উজানগাঁ এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সুরঞ্জনা এর ছবি

চলুক
.............................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ।

মূলত পাঠক এর ছবি

যাক, চিঠি দিলে কাজ হয় তাহলে, আবার দেখা ও লেখা মেলে।

কবিতা ভালো পেলাম। শেষ লাইনে '--' এটা কি লাইনটাকে ডানদিকে সরাতে, নাকি ইচ্ছে করেই? ডানদিকে সরানোর অন্য পদ্ধতি আছে (রাইট জাস্টিফাই করার)। অনভ্যস্ত এই যতি চিহ্নের সাথে, তাই এতো কথা।

'বর্ষাযাপনের কলা': কবির কোনো দায় নেই পাঠককে মানসছবি আঁকতে সাহায্য করার, তবু আরেকটু এগোলে ছবিটা মাথায় আঁকতে সুবিধে হতো, এখন কেমন সন্দেহ হচ্ছে এই শব্দবন্ধের যে ছবি আঁকলাম সেটা পুরোটাই আমার কল্পনা কি না।

সব লেখাই আত্মজীবনী, তা হলেও কবিবর, আগামীতে একটা গদ্যালোচনা দেবেন পারলে, কিভাবে কবিতা জীবনের ছবি টুকটাক এঁকে দেয় সে নিয়ে।

উজানগাঁ এর ছবি

আপাত-দৃষ্টিতে চিঠিকে নীরিহ মনে হলেও তা কিন্তু নয়। হাসি

শেষের লাইনে "--"র পরিবর্তে "ড্যাশ" হবে। কিন্তু অভ্রতে ড্যাশ আছে বলে মনে হয় না, তাই এই ব্যবস্থা।

গদ্যালোচনা আদৌ আমাকে দিয়ে সম্ভব কি না সে বিষয়ে আমি সন্দিহান।

আপনার বন্ধ্যাত্ব কবে ঘুচবে? সচলে আপনার সরব উপস্থিতি একধরনের আমেজ তৈরী করে। ফিরে আসুন তাড়াতাড়ি।

সবজান্তা এর ছবি

ইউনিকোডে একটা ড্যাশের ব্যবস্থা আছে। ALT + 0151 চেপে দেখতে পারেন।


অলমিতি বিস্তারেণ

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লাগল।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ

তমিজ উদদীন লোদী এর ছবি

অথচ তোমাকে কাঁপাচ্ছে ঋতুমতী মেঘ
তোমাকে কাঁপাচ্ছে বর্ষাযাপনের কলা

ভালো লাগলো।

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ কবি। হাসি

সৈয়দ আফসার এর ছবি

dost...

_________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

উজানগাঁ এর ছবি

হাসি

সুমন সুপান্থ এর ছবি

কাঁপিয়ে দিয়েছো শাওন । সত্যি । যে সকল কমদগ্ধ (পণ্ডিত/বিদগ্ধদের বিপরীতে দাঁড়িয়ে) পাঠক কবিতায় কেবলessence খুঁজে চলে, আর কিছু না হলেও যাদের চলে, এই অধম তাদের দলেই ।

অথচ তোমাকে কাঁপাচ্ছে ঋতুমতী মেঘ
তোমাকে কাঁপাচ্ছে বর্ষাযাপনের কলা

খুব কম কবিতায়ই এমন জীবিত 'ভ্রোমরা' পাচ্ছি আমরা আজকাল ।
ব্রাভো শাওন ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ সুপান্থদা।

শুভাশীষ দাশ এর ছবি

কবি সাহেব, ভাল লাগল।

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ হে প্রিয় গল্পকার, প্রাবন্ধিক। দেঁতো হাসি

জুয়েইরিযাহ মউ এর ছবি

দারুণ লাগলো কবিতাটি।

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ হে কঠিন নামের বালিকা। হাসি

সবজান্তা এর ছবি
উজানগাঁ এর ছবি

থাকেন কই? দেখা পাইনা খুব একটা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ... আপনে একটা পুরাই বস... ছবি দেননা অনেকদিন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

উজানগাঁ এর ছবি

বস যে কে সেটা আপনি না বললে আমরা জানি। চোখ টিপি
ছবি তোলা হচ্ছে না। আসলে ইদানিং খুব একটা আনন্দ পাচ্ছিনা ছবি তোলে।

যুধিষ্ঠির এর ছবি

দারুণ লাগলো! কেন যে ডুব দিয়ে থাকেন সবসময়!

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ দাদা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।