যে আরো গভীরে নেমে যাচ্ছে
তার স্তুতি লেগে আছে বুকে
আমার বিছানা ভর্তি তার নিঃশ্বাসের শব্দ--
তাতে মৃত মানুষের ঘ্রাণ
প্রতিদিন ঘুমোতে যাওয়ার পর
তারা হাত পা মেলে উঠে আসে ঘরে
সারা ঘরময় তাদের পায়চারি
--ঝগড়া-বিবাদ
রাতশেষে তাদের পদচিহ্নগুলো
বাদুড়ের ডানার মতো কালো-- নিশ্চুপ
তবু
তাদের ডানায় এই কাঁচা হলুদের দাগ
কে লাগিয়ে দিয়ে গেল ভোরে
মন্তব্য
বেশ ভাল্লাগলো কবিতাটি
--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
ধন্যবাদ মউ।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বাহ্ বাহ্, আরো বেশী করে বেড়াতে যাও
...........................
Every Picture Tells a Story
:পি
আমার বিছানা ভর্তি তার নিঃশ্বাসের শব্দ--
লাইনটা অসাধারণ!
বরাবরের মতোই মুগ্ধ হলাম।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ।
আমার বিছানা ভর্তি তার নিঃশ্বাসের শব্দ--
তাতে মৃত মানুষের ঘ্রাণ
সুন্দর! অনেক ভালো লেগেছে।
শেখ আমিনুল ইসলাম
ধন্যবাদ।
ভালো লাগলো!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
ধন্যবাদ পান্থদা।
বনবাসে গেলে এমনই হয় কবি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পাপিষ্ট প্রকাশকেরা এমনই বলে থাকেন।
ভাবলাম বিছানায় রিমার নিঃশ্বাসের গন্ধ, তারপর ঐ সব মৃত মানুষটানুস এনে দিলেন তো ঘেঁটে?
দাদা আপনিও!!!
কবিতাটা জুশ লাগলো। তোমার কবিতা বরাবরই ভালু হয়।
'রিমা'র কথা ভুইল্লা যাও, তাড়াতাড়ি একখান ফটোব্লগ দাও।
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ধইন্যাপাতা তুমারে। :পি
আমার বিছানা ভর্তি তার নিঃশ্বাসের শব্দ--
পাপিষ্ট সবজান্তারে পাইয়া লই।
সাথে মেহেন্দী নাই?
জটিল কবিতা...
নতুন মন্তব্য করুন