ভূগোল বিষয়ক
ভূগোল শিখতে গিয়ে বৃত্তের ফাঁদে পড়ে জেনেছি--সব পথই ফিরে ফিরে ধাঁধাঁ। কুটিল-জটিল যা-ই লিখে ফেলি--
লিখে ফেলি--পথিক হতে গিয়ে যে পথ হারিয়েছি ক্রোধে-- আমি তার বিন্দুমাত্র ফিরে পেতে নতমস্তকে বারবার ফিরে আসি পথে।
রহস্যলতিকা
রহস্যলতিকা, আজ বসে আছো ভেবে
তোমার ঘূর্ণনরীতি কেন্দ্রাভিমুখে ছুটে আসছে বারবার
ফলত তোমার যাপনরীতি কিছুটা স্থূল--জটিলরৈখিক
তাতে ঝুলে আছে তৈলাক্ত ভ্রমণের কলা
এইসব ভয়ঙ্কর ক্রিয়াবোধ--এই নিধি-নির্লিপ্ততা
এত যে জটিল তবু
অন্ধ-অন্ধকারে বারবার ভেসে আসে তার নাম
মন্তব্য
অপ্রাসংগিক মন্তব্য, স্কুলে বাংলা-পাঠ্য "আমার বই" এ পড়েছিলাম একবার দুটি কবিতা শিরোনামে জ্ঞানগর্ভ দুটি ছোট কবিতা। তারমধ্যে একটা ছিল 'যেজন দিবসে মনের হরষে...'
আপনার লেখার শিরোনাম দেখে ঝট করে আমার বইয়ের ছড়াগুলোর কথা মনে পড়ে গেল।
প্রাসংগিক মন্তব্য, আপনার কবিতা দুটো কঠীন হয়েছে।
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
আপনি বলার পরে আমারো মনে হল।
ধন্যবাদ।
প্রথমটা আমার বেশ ভালো লাগলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ধন্যবাদ দাদা
অপ্রাসঙ্গিক মন্তব্য: ছবিব্লগ পোস্টানোর বিনীত অনুরোধ রইলো!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কবিতা বুঝি ভালোলাগেনি।
কবিতা বেজায় ভালবাসি, কিন্তু ক্ষুদে মাথায় এতো কঠিন জিনিস ঠিক ঢোকে না যে...
আপনার তোলা ছবি একবাক্যে
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এই একটা দেখতে পারেন। ছবিব্লগ আপাতত দেয়ার কোনো সম্ভাবনা নেই।
অসাধারণ
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ। লেখা পোস্টের কতদূর?
দিলাম
...........................
Every Picture Tells a Story
থ্যাঙ্কু
"পথিক হতে গিয়ে যে পথ হারিয়েছি ক্রোধে-- আমি তার বিন্দুমাত্র ফিরে পেতে নতমস্তকে বারবার ফিরে আসি পথে" - মুস্তাফিজ ভাইয়ের সাথে একমত...অপূর্ব।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ধন্যবাদ।
কিছু কইলাম না। খালি পাঁচায়া গেলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দুটো কবিতাই আনন্দের সাথে পড়লাম।
ধন্যবাদ আপনাকে।
কবি যে নিজের কথাকে অবলীলায় সার্বজনীন করে তুলতে জানেন, সার্বজনীনকে নিজের- তার প্রমাণ আরেকবার মিলল। অনেকদিন পর নিজেকে প্রায় অদ্ভুতূড়েভাবে কোন কবিতায় খুঁজে পেলাম।
এরকম কিছু লাইন লিখতেই বুঝি কবিদের বেঁচে থাকা, এরকম কবিতাতেই তাদের যন্ত্রণাক্লিষ্ট জীবন ক্ষণিকের তরে অর্থ খুঁজে পায়।
অসম্ভব সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ।
জীবনের কঠিনতম একটা সময়ে কবিতাটা লেখা। লেখাটা আদৌ কবিতা হয়ে উঠেছে কী না সে বিষয়ে আমি এখনো সন্দিহান।
কবিতায় যখন মাঝে-মধ্যে কেউ নিজেকে আবিষ্কার করে চমকে উঠেন কবিতাটা তখনই অর্থবহ হয়ে উঠে নি:সন্দেহে।
ভাল থাকবেন।
কঠিন কিন্তু সুন্দর
- তাজবিনূর শোভন
ধন্যবাদ।
জ়ীবনের জটিল বোধগুলো এভাবে সহজেই তুলে ধরতে পারাটা আপনার লেখাতেই দেখলাম, ব্যাপারটা অত সহজ না।
আপনাকে সাধুবাদ।
ধন্যবাদ আপনাকে।
শাওন,
নতুন লেখা কই?...
দুটি আবার পাঠ হলো।
তোর কবিতা সবসময় ভালো লাগে; পাঠেও আনন্দ পাই।
'জলের করাত' কি চোখে পড়ল?
ভালোসাবাসহ...
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
'জলের করাত' হাতে আসেনি এখনো। বইপত্রে মেলায় প্রকাশিত কোনো কবিতার বই এখনো আসেনি। তারা এখন মিলন, হুমায়ুন নিয়ে ব্যস্ত ।
বইমেলায় যাব যাব করে শেষ পর্যন্ত যাওয়া হয়নি। ব্যস্ততা এভাবেই আমাদের ক্রমশ গ্রাস করছে।
ভাল থাকিস
সেই। অনেক কষ্ট নিয়ে লেখা, না? ছুঁয়ে গেল।
অফটপিকঃ আমাকে একখান পুকুরে বা ঝিলে ফোটা একরাশ শাপলার ছবি দিতে পারবেন? সম্ভব হলে সাদা শাপলার। লজ্জিত বিরক্ত করার জন্য কিন্তু আমার ব্লগের ব্যানারটার পিক্সেল বেশি না, ছবি ফেটে গেছে। অনেক অগ্রিম ধন্যবাদ।
- শরতশিশির -
শাপলার ছবি আছে কিন্তু সেগুলো লাল। সাদা শাপলার ছবি নেই। ঐগুলোতে আপনার কাজ চললে পাঠাতে পারি। সেক্ষেত্রে আপনার ই-মেইল এড্রেসটা জানা জরুরি।
ভালো থাকবেন।
বাহ, শাওনদা, আমি তো ভাবলাম কি বোকার মতো আবদার। কিন্তু না আসলেই দরকার। আপনি একটু কষ্ট করে পাঠিয়ে দিন এখানে:
আবারও অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।
- শরতশিশির -
ছবিগুলো অফিসের পিসিতে রাখা। কালকে সকালে পাঠিয়ে দিতে পারবো আশা রাখি।
পথিক হতে গিয়ে যে পথ হারিয়েছি ক্রোধে-- আমি তার বিন্দুমাত্র ফিরে পেতে নতমস্তকে বারবার ফিরে আসি পথে।
অন্ধ-অন্ধকারে বারবার ভেসে আসে তার নাম
দারুণ
-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
কঠিন নামের বালিকা ইদানিং অনিয়মিত। ঘটনা কি?
দৌড়... দৌড়... দৌড়.... দিনমান দৌড়ঝাপ দেয়না অবসর...
জমে যায় অসম্পূর্ণ লেখা...
আরোও কবিতা যেন আসে, ছবি-কাব্য দিন না ভাইয়া।
ছবির সাথে মিল রেখে কবিতা - বেশ ভালো লাগে।
ভালো থাকুন
------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
ভালো লাগলো।
তমিজ উদদীন লোদী
ধন্যবাদ কবি।
ভাল হয়েছে।
অসংখ্য ধন্যবাদ।
দুটো কবিতাতেই একটা কেন্দ্রাভিগ আকর্ষণের একটা বিষয় আছে। কেন্দ্র টানছে। মনে করুন একটা রোলার কোস্টারে, সেন্ট্রিপেটাল ফোর্স আপনাকে একটা অদৃশ্য কেন্দ্রের দিকে টানছে। আপনি যাচ্ছেন, আবার যাচ্ছেন না।
একসময় যাবতীয় পরিধি নিয়ে মানুষকে ভেঙে পড়তে হয় কেন্দ্রাভিগ আকর্ষণে। মানুষ অপরাগ, অতএব শেষতক আত্মঘাতী। কবিতা ভালো লাগল।
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
কেন্দ্রাভিগ আকর্ষণের যে বিষয়টা আপনি বলছেন সেটা সচেতনভাবে করা না। এখন বললেন বলে ব্যাপারটা বুঝার চেষ্টা করলাম। কবিতায় টেকনিক্যাল ব্যাপার-স্যাপার বরাবরই আমার মাথার উপর দিয়ে যায়।
মানুষ শেষতক আত্মঘাতী এই বিষয়টার সাথে আমি একমত।
ভালো থাকবেন।
অসাধারণ! কবিতা নিয়ে অনেক কিছু বলব বলে ঠিক করেছিলাম, সময়কালে সব ভুলে গিয়ে আবারও দুইবার পড়ে নিলাম।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ধন্যবাদ দিদি।
কী সুন্দর করে অবলীলায় বলা দুটো লাইন। শেষ করে মনে হলো, আরো কিছু কী বাকি ছিলো বলার? আবার মনে হলো, কেনই বা!?!
ছুঁয়ে গেলো।
---- মনজুর এলাহী ----
ধন্যবাদ আপনাকে।
ভূগোল শিখতে গিয়ে বৃত্তের ফাঁদে পড়ে জেনেছি
দু'টি কবিতা ভালো লাগলো কবি!
দু'টি-ই বেশ সুন্দর
নতুন মন্তব্য করুন