ভোলাগঞ্জের রাস্তা পুরোটাই ঘুমের উপর দিয়ে গেল। রাস্তায় দু'একবার ঘুম ভেঙেছে যদিও তা রাস্তার ঝাকুনিতে। ঘুমের ব্যাপারে আমার ভালই সুনাম আছে। যে কোনো অবস্থায় যে কোনো স্থানে আমি ঘুমোতে পারি। নৌকার ইঞ্জিনের পাশে ঘুমিয়ে আমি নির্দ্বিধায় পাড়ি দিতে পারি মাইলের পর মাইল।
ঘুম পুরোপুরি ভাঙল ভোলাগঞ্জ পৌঁছার মিনিট পাঁচেক আগে। তাও আমাদের সহযাত্রি ফখরুল ভাইয়ের চিৎকারে। চোখ মেলতেই দেখলাম সামনে বিশাল এক ট্রাক আড়াআড়িভাবে রাস্তা পুরোটা দখল করে দাঁড়িয়ে আছে। আর ফখরুল ভাই তার চৌদ্দগুষ্টি উদ্ধার করছেন। বেচারা ড্রাইভার হাসিমুখে উনার দিকে তাকিয়ে আছে। ভাবটা এমন যে সে পুরো ব্যাপারটাতে খুব মজা পাচ্ছে।
আমি এই অবস্থায় উনাদের রেখে হাঁটা শুরু করলাম। নদীর পাড়ে যত তাড়াতাড়ি পৌঁছা যায় ততই মঙ্গল। প্রচণ্ড রোদ উঠেছে।
তবে আকাশটা ভারি সুন্দর। আমার আকাশপ্রীতি এমনিতেই একটু কম কিন্তু ঐদিন শুধুমাত্র ওয়াইড এঙ্গেল একটা লেন্স ছাড়া কিছুই সাথে নেইনি। যেকোনো সাবজেক্টের দিকে ক্যামেরা তাক করলেই হাসিমুখে বিশাল একখানা আকাশ সেই ছবির অংশ হয়ে দাঁড়ায়।
হাঁটতে-হাঁটতে একসময় নদীতীরে পৌঁছে গেলাম। নদীটা এমনিতে খুব সুন্দর। নাম ধলাই। খুব বেশী গভীর না। নীচে বালি থাকায় পানি খুব স্বচ্ছ এবং ঠান্ডা। প্যান্ট গুটিয়ে পানিতে নেমে ছবি তুলতে শুরু করলাম। যতটুকু না ছবি তোলার দিকে মনোযোগ তারও চেয়ে বেশি মনোযোগ দূরের পাহাড়ের দিকে।
ঠান্ডা পানির উপর দিয়ে হাঁটতে-হাঁটতে আবার ঘুম পেল। ক্যাম্পের দিকে হাঁটা শুরু করলাম। ঐখানে গেলে ঘুমানোর একটা বন্দোবস্ত করা যাবে। ক্যাম্পে পৌঁছে দেখি আমাদের সফরসঙ্গী কেউ নেই। সবাই নদী পার হয়ে পাহাড়ের দিকে চলে গেছেন। একমাত্র সচল আলমগীর ভাইকে ক্যাম্পের এক কোনায় পত্রিকা পড়ায় ব্যস্ত দেখলাম। আমিও একটা ভাল জায়গা দেখে চোখ বুঁজলাম।
এসব ক্ষেত্রে যা হয় পুরোপুরো ঘুম লাগলো না। কিছুক্ষণ পরে-পরে ঘুম ভেঙে যায়। এরই মধ্যে ফখরুল ভাই এসে হাজির। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বাজারনীতির উপর উনার বিশাল দখল এবং সেটা সবার মধ্যে বিপণনের প্রক্রিয়া দেখে মুগ্ধতায় আমার আর ঘুমাবার উপায় থাকল না।
ভোলাগঞ্জের এই জায়গাটা আমার খুব প্রিয়। ভোলাগঞ্জ যে কতোটা সুন্দর সেটা এই ব্রিজে দাঁড়ালে বুঝা যায়। রোদ তখন পড়তির দিকে। আমরা সবাই তখন ধলাই ব্রিজে ব্যস্ত ছবি তোলা নিয়ে। শুক্রবার বলে নদীতে নৌকার সংখ্যা কম। কিন্তু তারপরও যা দেখলাম তা কোনো অংশে কম নয়। সেখানে ঘন্টখানেক কাটিয়ে আমরা ফিরতে শুরু করলাম শহরের দিকে। আলো অনেক কমে এসেছে। গাড়িতে উঠে আবার সেই ঘুম পেয়ে বসল।
কতক্ষণ পর জানি না। ঘুম ভাঙল। দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। জায়গাটা ঠিক কোথায় ধরতে পারলাম না। চারদিক লাল করে সূর্য অস্ত যাচ্ছে। মাঝে-মাঝে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। প্রকৃতি মাঝে-মধ্যে একধরনের বিভ্রম তৈরি করে আমাদের চারপাশে। আমরা এদিক-ওদিক ছুটোছুটি করি। একসময় ব্যর্থ হয়ে বসে পড়ি। হায়! প্রকৃতিকে তার মতো করে ধারন করার মতো কোনো কিছু কি আবিষ্কার হবে কোনো কালে !
মন্তব্য
নীল আকাশ কী যে দারুণ লাগে কী আর বলি... !!
ছবিগুলো চরম জটিল দারুণ অসাধারণ জোশ ......
--------------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
দারুণ ছবিগুলো
তিন নম্বরটাতে মনে হচ্ছে মেঘের ফোয়ারা।
শেষের দুটো অসাধারণ।
ব্রিজটা মিস করলাম ছবিটা খুব্ই সুন্দর।
কি লিখি,
এতো চমৎকার ছবি দেখে কি মন্তব্য করবো খুঁজে পাচ্ছি না!
:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
খুব সুন্দর ছবি। অসাধারণ!
সুমিমা ইয়াসমিন
খুব ভাল লাগল।। ছবিগুলো অসাধারন হয়েছে
অসাধারণ ছবি উজানগাঁ
বিশেষ করে শেষের দুটো ছবি।
তোমার & তোমাদের বদৌলতে সিলেটে যেই কয়টা জায়গার প্রেমে আমি হাবুডুবু তার মধ্যে এই ভোলাগঞ্জ অন্যতম। আমি আকাশপ্রেমী, আকাশ নেই এমন ছবি মনে হয় জীবনে খুবই অল্প তুলেছি। ৩,৫ আর ৬ নাম্বার ছবিতে প্রচুর হিংসা দিয়ে গেলাম, আর কিই বা করতে পারি - যারা সিলেটে থাকে বাই ডিফল্ট আমি তাদের ভয়ানক হিংসা করি।
তোমার মতো করে কবে যে ছবি তুলতে পারবো ... ... ... !!!
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সুপার্ব। ভোলাগঞ্জে যেতেই হবে
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
এত সুন্দর আকাশ খোলা চোখে দেখা সম্ভব না বোধ হয়।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ভোলাগঞ্জের আকাশ আমাকে ডেকে গেল। যেতেই হবে একদিন।
ছবি দেইখা, পড়ার ক্ষমতা লোপ পাইল ... চমৎকার
__________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
অসাধারণ সুন্দর ছবিগুলো। লেখাও চমৎকার। সাথে ওয়াইড এঙ্গেল ল্যান্স থাকায় বোধ হয় ভালোই হলো। সুন্দর আকাশটাকেও ফাকিঁ দিতে পারলেন না। আপনাকে ধন্যবাদ ...
বাকরুদ্ধ.....
অসাধারণ!!!!!!!!!!!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আপনে ভোলাগঞ্জ ভ্রমনে ঘুমায়া কাটাইসিলেন! তাইলে তো আপনারে স্বপ্নে পাওয়া ছবির আবিষ্কারক কইতে হয়!
ইয়াল্লা কি জটিল সব ছবি!
বাকরুদ্ধ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আহ্ ঘুম পাহাড়!! কবে যে যাবো।
...........................
Every Picture Tells a Story
পাঁচ নাম্বার ছবিটা তো বলার বাইরে, সেইরকম সুন্দর...
''চৈত্রী''
- চৈত্ মাসের লগে সহমত।
ঘুমাইলেও যদি এইরম ফটুক তোলা যায়, তাইলে বড় হয়া আমি কেবল ঘুমাইতেই চাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাহ্
-------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
অ-সা-ধা-র-ণ!!!! আর ৫ নম্বরে ৫ তারা।
--------------------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
লা জওয়াব! এরেই কয় শিল্পীর চোঁখ। আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর।
অনন্ত
খুব ভালো লাগল।
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
শেষের ছবিটা অসাধারণ।
সৌন্দর্য!!!!!!!!!!!
বিভ্রান্তিকর মায়াজাগানিয়া সব আলোকচিত্র। দেইখা পুরা তব্দা খায়া গেলাম!!!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
খুব সুন্দর!!
বন্ধু,
ফটোগ্রাফিতে একদিন আমিও হবো
তোর সহযাত্রী...।
ছবিগুলো তোর হাসির মতো ঝলমল করছে।
ভালো থাকিস্।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
কবে যাবো... ??
দারুণ লেখা...... দারুণ ছবি.........
কে খুলে দিল আকাশটাকে হঠাৎ এমন করে?
নতুন মন্তব্য করুন