কালস্রোত

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: শুক্র, ২২/১০/২০১০ - ২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি নেই, তবু কিছু ছায়া জেগে আছে
তাতে বৃথা বৃষ্টিপাত--সমুদ্রঘুম

যে যাবার সে বহুদূর চলে গেছে--একা

এলোমেলো হাওয়ায় পায়ের কাছে উড়ে এলো কিছু ধুলো
এতোকাল ভুল বিশেষণে ইতি-উতি অপ্রস্তুত পড়ে থাকা

বলে গেল সুপ্রভাত; শিউলিভোর !

শুধু, মাঝে-মাঝে জলের সাথে ভাসতে-ভাসতে
কিংবা ছড়িয়ে যেতে-যেতে তার ছবি ভেসে আসে

মনে পড়ে
সেই কবে সে গানের সাথে ভেসে গেছে

কালস্রোতে !


মন্তব্য

অনুপম ত্রিবেদি এর ছবি

তোমার কবিতাগুলো ভেতরে কেমন জানি একটা কাঁপন জাগায়। নাহ, তুমি লুকটা খ্রাপ, কিন্তু কবিতা ভালু ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উজানগাঁ এর ছবি

এর পর থিকা জাম্পার গায়ে দিয়া কবিতা পড়তে বইসো। চোখ টিপি

সৈয়দ আফসার এর ছবি

অনেক দিন পড়ে কবিতা লিখলে!! তাও

কালস্রোতে !

অনেক ভালো লাগলো।
ভালো থাক।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

উজানগাঁ এর ছবি

মাঝে-মধ্যে ভুল করে চলে আসে। তবে শেষ পর্যন্ত সেটা কবিতা হয়ে ওঠে কী না আমি সন্দিহান।

অতিথি লেখক এর ছবি

যে যাবার সে বহুদূর চলে গেছে--একা

এভাবে নিঃশ্বাস ফুরায়

খুব ভালো লাগলো কবি
শুভেচ্ছা

-----------------------------
-হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

উজানগাঁ এর ছবি

আসলেই।
যে চলে যায় সেই একা।

ধন্যবাদ আপনাকে।

সাইফ তাহসিন এর ছবি

কপিতার চিপা দিয়া ২-১টা ফটুক দিবাইন না?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

উজানগাঁ এর ছবি

কপিতায় চিপা বাইর করা বহুত কষ্ট। তাই ছবি দেই নাই। চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

প্রথমবার পড়ে বুঝিনি, ২য় চেষ্টায় বুঝলাম।
অনেক ভালো লেগেছে, শুভকামনা রইলো।

সাফায়েত
--------------------------------------------------------------------------------
তোমায় দেখলে ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আবার জীবন...........

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ আপনাকে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ... কেন যে এতো কম লেখেন... গররর...
ট্যাগিংটা ভালোইছে চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

উজানগাঁ এর ছবি

একই প্রশ্ন তো আমারো।
কেনো যে এতো কম লেখেন বুঝি না। চোখ টিপি

জোহরা ফেরদৌসী এর ছবি

যে যাবার সে বহুদূর চলে গেছে--একা

খুব ভাল লাগল ।

……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

উজানগাঁ এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

বুকের মধ্যে চিন চিন ব্যাথা করছে কবিতাটা পড়ে

-আরিফ

উজানগাঁ এর ছবি

ডাক্তারদের বুকে ব্যাথা করলেতো সমস্যা চোখ টিপি

জুয়েইরিযাহ মউ এর ছবি

বৃথা বৃষ্টিপাত--সমুদ্রঘুম
- বেশ তো কথাটি!!

কবিতা ভালো লাগলে 'ভালো' বলে আর কতটুকুই বা জানানো যায় অনুভূতির...
তাই শুধু শুভকামনা...

----------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অনিন্দ্য রহমান এর ছবি

চমৎকার। আর যে-কবিতা আত্মজীবনী না, সে-কবিতা কবিতাই না। চমৎকার।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তিথীডোর এর ছবি

চমৎকার!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুলতানা পারভীন শিমুল এর ছবি

লোকজন কেন যে শুধু চলেই যায়, কে জানে... মন খারাপ
কবিতা তো বটেই, সমুদ্রঘুম - শব্দটা দারুণ লাগলো। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

যে যাবার সে বহুদূর চলে গেছে--একা

চলুক
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুমিমা ইয়াসমিন [অতিথি] এর ছবি

তুমি নেই, তবু কিছু ছায়া জেগে আছে
তাতে বৃথা বৃষ্টিপাত--সমুদ্রঘুম

খুব ভালো লাগলো

চড়ুই [অতিথি] এর ছবি

উজান গা, হাহাকার গুলো একদম বুকের গহিনে এসে লাগে। খুব ভালো লেগেছে।

তিতাস [অতিথি] এর ছবি

অসম্ভব সুন্দর একটি কবিতা। কি যে ভাল লাগল। হায়! আমি কেন লিখতে পারি না।

labin  এর ছবি

মনে পড়ে
সেই কবে সে গানের সাথে ভেসে গেছে

কালস্রোতে !
অসাধারণ।
labin rahman

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।