বানানবিভ্রাট

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: সোম, ০৮/১০/২০১২ - ৩:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছু বানানবিভ্রাট থেকে গেছে রাবারের বনে

তাহাদের দৌড়-ঝাঁপ-- তাহাদের গূঢ় সব কথা
খাটের কিনারে এসে থেমে গিয়ে চুপ বসে থাকে

আমার সময় গেল ভুল ব্যাকরণে-- মাকড়ের ফাঁদে

এখন গভীর রাত
নিদ্রাভ্রমণের কালে এসে ঠেকে গেছি

অচেনা রমণীরা দেখি বসে আছে খাটে
তাদের চোখের কোনে পিপড়েদের ছেড়ে যাওয়া বিষ

সারারাত তাই রমণীর জ্বলে যাওয়া দেখি গোপন আয়নায়

প্রণয়ের ঘোর অন্ধকারে যেতে-যেতে
তবু কিছু বানান-বিভ্রাট থেকে গেল শেষে


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

কত দিন পর......

আমার সময় গেল ভুল ব্যাকরণে-- মাকড়ের ফাঁদে

ভীষণ ভালো লাগল

০২

অনেকদিন পর প্রিয় গানটা পেয়ে শুনেই যাচ্ছি

“ গীতবিতানের শুকনো পাতায় বর্ষার গান
রবীন্দ্রনাথ একলা ভেজেন আমাকে ভেজান ”

এবং খুব বৃষ্টিও হচ্ছে সত্যিই। অবিরাম..... আসলেই তিনি 'বৃথায় ভেজেন, বৃথাই ভেজান' কারণ 'সবটাই চার সেকেন্ডে চড়ুই পাখীর স্নান' বাকিটা ভ্রমান্ধ দৃশ্যের বাইরের সাব-প্লট

উজানগাঁ এর ছবি

হ্যাঁ। অনেকদিন পর!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
উজানগাঁ এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

চলুক

অমি_বন্যা

উজানগাঁ এর ছবি

হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তবু কিছু বানান বিভ্রাট থেকে গেলো শেষে!
কী দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

উজানগাঁ এর ছবি

শুধু এইসব বলে বেড়ালে হবে? আপনার লেখা কই?

অতিথি লেখক এর ছবি

বেশ ভালো লাগল। ধন্যবাদ।

উজানগাঁ এর ছবি

আপনাকেও ধন্যবাদ।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

উজানগাঁ এর ছবি

হাসি

পুতুল এর ছবি

অনেক দিন পর লিখলেন বস। ভাল লাগল।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

উজানগাঁ এর ছবি

অনেক ধন্যবাদ। আপনার লেখালেখির খবর কি?

পুতুল এর ছবি

খবর আছে, আরেক্টা পরিচ্ছদ (প্রচ্ছদ) আঁকতে লাগব বস।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মুস্তাফিজ এর ছবি

ব্যাপারটা এরকম না হয়ে
20121003-XQ8X2765

এরকমও হতে পারতো
Rawan and Gurpreet

...........................
Every Picture Tells a Story

উজানগাঁ এর ছবি

দুষ্টু কবিতা বলে এরকম হলো না। চোখ টিপি

ক্রেসিডা এর ছবি

রাবারের বনে এসে আটকে গেলাম, ব্যাপারটা ধরতে পারছি না কো মতেই, এই প্লেসটা একটু ক্লিয়ার করে দিবেন? জাষ্ট ভাবনার সূত্র তা ধরিয়ে দিলে ..

ফোলা চোখের উপমাটা বা বিষের সাথে রিলেটেড করাটা দারুন লাগলো।

বাই দ্য ওয়ে, আয়নায় কি চেনা চেনা লাগে? নাকি খালি চোখে ? আর একটা ব্যাপার, কৌতুহুল থেকে - " রমণীর জ্বলে যাওয়া দেখি" ওখানে রমনীয় জ্বলে যাওয়া দেখি পড়তে ভালো লাগছে আমার, ওভাবেই পাঠ করলাম। কেন পড়লাম সে ব্যাপারে বলি -

রমনীদের বসে থাকা থেকে একটা বোধ চলেই এসেছিল যে, জ্বলে যাওয়াটাও হয়তো "রমনীদরে" ই হবে, শুধু কোন "রমনী" এর না; নাকি অনেক মুখের ভীড়ে কোন মুখের প্রতিচ্ছবি?

ভালো লাগলো কবিতাটা।

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ক্রেসিডা এর ছবি

এখন মনে হলো, রাবারের বন ও মাকড়ের ফাঁদ টা রিলেটেড, তাই কি? হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

উজানগাঁ এর ছবি

প্রত্যেকটা শব্দই আসলে একটা আরেকটার সাথে জড়িয়ে।

উজানগাঁ এর ছবি

প্রত্যেকটা বাক্যে আলাদাভাবে ধরিয়ে দেয়া আমার জন্যে একটু কষ্টকর। আলাদাভাবে ঐগুলো হয়তো কোনো অর্থই পায় না। সবগুলো মিলিয়েও কোনো অর্থ দাঁড়ায় কী না সে বিষয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে।

ক্রেসিডা এর ছবি

প্রতিটা বাক্য আসলে ব্যাখ্যা চাওয়ার পক্ষে আমি কখনো না, সেজন্যে সেভাবে বলি নি, শুধু রাবারের বনের ব্যাপারটা.. যাই হোক পরে যেভাবে ধরে নিলাম সেটাই আমার পাঠের জন্যে ভালো;

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ধেত্তেরি এর ছবি

আলোচ্য অংশটুকুতে আসলে বোঝানো হয়েছে যে, একটা সাপ বেরিয়ে আসলে একবাটি দুধ নিয়ে আসতে হয়। সমঝ গ্যায়া ? হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইবার বুঝছি গড়াগড়ি দিয়া হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

কালো কাক এর ছবি

চিন্তায় পড়ে গেছিলাম অর্থ নিয়া, এইবার একদম ফকফকা গড়াগড়ি দিয়া হাসি

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------
আমার ফ্লিকার

অতিথি লেখক এর ছবি

ভালবাসার ব্যকারণ কাঁদে শুধু অকারণ
রমনী সেখানে কিছু নয়।

তুহিন সরকার

উজানগাঁ এর ছবি

হ! ঠিক কথা।

সবজান্তা এর ছবি

অনেকদিন পর আপনার কবিতা পড়লাম শাওনদা, চমৎকার। আপনি নিজেও কিন্তু আরো একটু নিয়মিত লিখতে পারেন হাসি

উজানগাঁ এর ছবি

আসলেই অনেকদিন পর! আর নিয়মিত লেখাটা আসলেই অসম্ভব। কামলাগিরি করতে করতে হালুয়া টাইট। চোখ টিপি

স্যাম এর ছবি

চলুক হাততালি

না-লেখার বর্ষপুর্তি পালন না করতে দেয়ার জন্য ধন্যবাদ চোখ টিপি

উজানগাঁ এর ছবি

হে হে! চোখ টিপি

মণিকা রশিদ এর ছবি

'আমার সময় গেল ভুল ব্যাকরণে-- মাকড়ের ফাঁদে'
অসাধারণ! অনেকদিন পরে লিখলেন।ফাঁকিবাজী ছেড়ে নিয়মিত লেখেন্দিনি!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ। হাসি

ফাঁকিবাজি শব্দটা কিন্তু আপনার ক্ষেত্রেও প্রাসঙ্গিক। খাইছে

আশালতা এর ছবি

কবিতা ভালো লাগলো। অনেকদিন মাথায় নিয়ে ঘুরবার মত ভালো লাগলো। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ। হাসি

কবিতা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নাইলে কিন্তু বিপদ আছে। দেঁতো হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"আমার সময় গেল ভুল ব্যাকরণে... "
কিছু কিছু কথা মাথায় ঢুকে পথ হারিয়ে ফেলে। বেরুতে পারে না আর। এই লাইনটা এরকম। হাসি
কতোদিন পর আপনার কবিতা পড়লাম!

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ।

আপনার লেখাও দেখি না অনেকদিন হয়ে গেল। খাইছে

তারেক অণু এর ছবি

'আমার সময় গেল ভুল ব্যাকরণে-- মাকড়ের ফাঁদে' উত্তম জাঝা!

উজানগাঁ এর ছবি

হাসি

রোমেল চৌধুরী এর ছবি

খুব ভালো লাগলো। কবিতার সুরটিকে মনে হলো যেন আদ্রে ব্রেতোর স্যুরিয়ালিষ্ট রঙয়ে চুবিয়ে নেয়া বিষণ্ণ রিলকে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

উজানগাঁ এর ছবি

হে হে! আপনেতো ভয় পাইয়ে দিলেন। স্যুরিয়াল ব্যাপারটাকেই আমি ভয় পাই ভীষণ। খাইছে

অতিথি লেখক এর ছবি

বানান বিভ্রাটের সাথে রাবারের বনের কী সম্পর্ক? আদতে হয়তো কোন সম্পর্কই নেই - তারপরও ভাবনার দ্যোতনায় কোথায় যেন নিয়ত অনুরনন তুলে যাচ্ছে - এখানেই কবির কৃতিত্ব।

আরো পড়তে চাই।

-অয়ন

উজানগাঁ এর ছবি

অনেক ধন্যবাদ।

সুমিমা ইয়াসমিন এর ছবি

ভালো লেগেছে। চলুক

উজানগাঁ এর ছবি

হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কিছু বানানবিভ্রাট থেকে গেছে রাবারের বনে

তাহাদের দৌড়-ঝাঁপ-- তাহাদের গূঢ় সব কথা
খাটের কিনারে এসে থেমে গিয়ে চুপ বসে থাকে

আমার সময় গেল ভুল ব্যাকরণে-- মাকড়ের ফাঁদে চলুক


_____________________
Give Her Freedom!

উজানগাঁ এর ছবি

বাহ্! আপ্নে তাইলে অনলাইনে। চোখ টিপি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আপিসের চিপাচাপা খুঁইজা মাঝে মাঝে সচলে ঢুইকা পড়ি দেঁতো হাসি


_____________________
Give Her Freedom!

সাফিনাজ আরজু  এর ছবি

"আমার সময় গেল ভুল ব্যাকরণে-- মাকড়ের ফাঁদে"
খুব চমৎকার!

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ। হাসি

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

তবু কিছু বানান-বিভ্রাট থেকে গেল শেষে

ভালো পেলাম হাসি

---------------------
আমার ফ্লিকার

উজানগাঁ এর ছবি

আসলেই। বানান-বিভ্রাটই থেকে যায় শুধু। চোখ টিপি

ওডিন এর ছবি

শাওন'দা,

বনেবাদাড়ে পাহাড়ে জঙ্গলে ঘুইরা পচা পচা ছবি না তুইল্যা এইরকম করে ইট্টু লিখলেও তো পারেন। হাসি

উজানগাঁ এর ছবি

ছবি তোলার মতো করে যদি কবিতা লেখা যেতো! চোখ টিপি

আপনার দার্জিলিং ট্যুর নিয়ে লেখা কই?

মণিকা রশিদ এর ছবি

হ! পচা পচা ছবি!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

প্রণয়ের ঘোর অন্ধকারে যেতে-যেতে
তবু কিছু বানান-বিভ্রাট থেকে গেল শেষে

বানান-বিভ্রাট এর হাত থেকে রেহাই নেই।

হাহহাহাহা

সদস্য নাম সময়

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা!

মাসুদ সজীব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।