মাঝে মাঝে ভালো লাগে না কিছুই, মাঝে মাঝে পালাতে ইচ্ছে করে। চেনা হাতঘড়ি, রোদচশমা কিংবা প্রিয় মানুষটিকেও অসহ্য মনে হয়। যেনো অন্যকোথাও যাবার কথা ছিল—
মৃত্যুমুখ অবধি ছড়ানো এ গাথা— এক অসম্ভব সেতু ছড়ানো চারপাশে। মেঘের মধ্যে উড়ছে আমাদের ঘরবাড়ি যাবতীয় ভালো লাগা। দ্যাখো, দু’হাতে চোখ ঢেকেও আমি তাকে থামাতে পারছি না! শিথিল স্বপ্নের মতো ঘুমন্ত আগুন থেকে বেরিয়ে সে বসে আছে নিষিদ্ধ করাতকলের পাশে।
জেনো, শূন্যতার কাছেই তবে আমাদের সব ভাষাশিক্ষা— বর্ণপরিচয়!
মন্তব্য
ভালো লাগল কবিতাটা। সাথে একটা ছবি জুড়ে দিতে পারতেন বোনাস হিসাবে।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
"মাঝে মাঝে ভালো লাগে না কিছুই," - মাঝে মাঝে হলে চিন্তা নেই, সব সময় না হলেই হল!
![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
কবিতা ভাল লেগেছে
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
ধন্যবাদ।
যাবতীয় ভালো লাগাগুলো উড়তে উড়তেই হারিয়ে যায় কোথাও। আর মাঝে মাঝে ওদের সাথে উড়ে পালিয়ে যেতেও বাঁধা নেই কিন্তু
কবিতা ভালো লেগেছে অলস কবি!
- শ্রাবস্তী
অলস ক্যামনে! আমি উড়তে উড়তে ওদের সাথে পালিয়ে গেসিলাম।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
আপনার ছবিগুলো কবিতার মত, কবিতাগুলো ছবির মত সুন্দর!!!
ইয়ে, 'শূন্যতা' ভানামটি ঠিক করে নিন প্লিজ!
ধন্যবাদ। বানান ঠিক করা হয়েছে।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। বরাবরে মতোই ভালো লাগলো।
অলমিতি বিস্তারেণ
এই লাইনটা মনে থাকবে।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
মাঝে মাঝে তব দেখা পাই ...![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
আপনারতো দেখাই পাই না।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
শূণ্যতার কাছেই তবে আমাদের সব ভাষাশিক্ষা— বর্ণপরিচয়
দারুণ লাগলো।
____________________________
ধন্যবাদ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
নতুন মন্তব্য করুন