বহুপথ ঘুরে এসে তোমার কথা মনে পড়ে ফের
ওখানে কি বৃষ্টি হয়? তুষার পড়ে?
আমার বন্ধ জানালার পাশে এক গভীর ব্যপ্তিহীন বৃষ্টিপাত।
আমাদের কোথাও যাওয়ার কথা ছিল!
গল্পগুলি রাগে-অভিমানে আমরা পুড়িয়ে এসে বসেছি এইখানে।
গল্পগুলো বলা হয়নি কোথাও, গল্পগুলি ছাই হয়ে উড়তে-উড়তে
আজ বন্ধ জানালার পাশে।
আমি কি তাকে ভেতরে আসতে দেবো?
নাকি, না-ঘুমানো রাত্রির মতো সমুদ্রের ওপার থেকে
তুমি এসে দাঁড়াবে বন্ধ জানালায়!
আমরা কি যাবো কোথাও ফের?
মন্তব্য
খুউব ভাল লাগল বস!
শুভেচ্ছা নিরন্তর!
অশেষ ধন্যবাদ।
আপনার গান শুনি না আজকাল!
হ্যাঁ যাওয়া যেতে পারে অনাগত ভবিষ্যতের দিকে
ফাহিমা দিলশাদ
হুমম! আমাদের যাত্রাতো সেই অনাগত ভবিষ্যতের দিকেই।
বাহ!
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
চমৎকার
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ বস্!
দারুন লেগেছে। শুভেচ্ছা।
---------------------------
ইচ্ছে মত লিখি
http://icchemotolikhi.blogspot.in/
ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকেও।
ভালো লাগলো।
অবশেষে তুমি লিখলে।
__________
সুপ্রিয় দেব শান্ত
বিষণ্ণ কবিতা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে?
রেলগাড়ি থামে?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমাদের কোথাও যাওয়ার কথা ছিল !
মনে হল নিজের কথা পড়লাম !
আমার একজনার সঙ্গে, দূরে...নদীর পাড়ে বেড়াতে যাবার কথা ছিল। অদ্ভুত ব্যাপার হল, এটি ঘটবে না জেনেও আমি অঙ্গীকার করেছিলাম, যাব। প্যারাডক্স আর কি !
(আনা)
কবিতাটা বেশ লাগল।
কেমন বিষন্ন সুন্দর একটা লাইন!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
দেবদ্যুতি
খুবই ভালো লাগলো ভাই আপনার লেখাটা....চালিয়ে যান!!!
দারুণ লিখেছেন। শুভেচ্ছা রইল।
তানজির খান
গত ১৯ মার্চ রাত ১টার দিকে হঠাৎ যখন বৃষ্টি নামল, বাতাসের কোমলতার সাথে কি জানি একটা করুণ সুর ও যেন মিশে ছিল । ডেস্কটপের সামনে বসে মনে হতে লাগল- আমি যেন অনেক দিন ধরে অনেক না পাওয়ার মাঝে শুধু এখানেই বসে ছিলাম । পৃথিবীর আর কোথাও আমি ছিলাম না । যা হোক! এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, এই কবিতাটা আমাকে ঠিক ঐ দিনটা তে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ।
নতুন মন্তব্য করুন